A
drop the ball
B
bend over backward
C
jump the gun
D
hit the ground running
উত্তরের বিবরণ
Idiom: drop the ball
Complete Sentence:
-
She’s very talented, but unfortunately, she always seems to drop the ball when it matters most.
-
Bangla Meaning: সে খুব মেধাবী, তবে দুর্ভাগ্যবশত, যখন সবচেয়ে জরুরি তখনই সে ভুল করে বসে।
অর্থ ও ব্যাখ্যা
-
drop the ball: ভুল করা বা দায়িত্বে অবহেলা করা, বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়
-
Example: He was doing great, but he dropped the ball during the final presentation.
অন্যান্য বিকল্প এবং ব্যাখ্যা
-
bend over backward
-
অর্থ: খুব কঠোর পরিশ্রম করা বা অতিরিক্ত চেষ্টা করা কারো জন্য
-
Example: She bent over backward to help her team finish the project.
-
মানানসই নয়, কারণ এখানে ভুল বা ব্যর্থতার কথা বলা হয়েছে।
-
-
jump the gun
-
অর্থ: আগে থেকেই কিছু করা বা সময়ের আগে শুরু করা
-
Example: Don’t jump the gun and start the meeting without the manager.
-
মানায় না, কারণ বাক্যে ভুল বা ব্যর্থতার কথা বলা হয়েছে।
-
-
hit the ground running
-
অর্থ: খুব দ্রুত এবং প্রস্তুত হয়ে কাজ শুরু করা
-
Example: The new employee hit the ground running from day one.
-
এখানে অর্থের মিল নেই, কারণ দ্রুত কাজ শুরু করার কথা বলা হয়েছে, ব্যর্থতা নয়।
-
সঠিক উত্তর:
-
ক) drop the ball ✅
-
কারণ: বাক্যে বলা হয়েছে সে প্রতিভাবান হলেও গুরুত্বপূর্ণ সময়ে ভুল করে বা ব্যর্থ হয়, যা “drop the ball” এর সঠিক অর্থ।
Source:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 weeks ago
'May Allah help you' What kind of sentence is this?
Created: 3 months ago
A
Optative
B
Imperative
C
Assertive
D
Exclamatory
• 'May Allah help you' - is an Optative Sentence.
- বাক্যটিতে বক্তা (speaker) অন্য একজন ব্যক্তির (you-এর) জন্য প্রার্থনা করছে।
- তাই বাক্যটি Optative Sentence.
• More Examples of Optative Sentences:
- May your journey be safe and enjoyable.
- May you find success in every step you take.
• অর্থানুসারে বাক্য ৫ ধরনের হয়ে থাকে।
যথা-
1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- structure: “subject + verb + object/complement/adverb”.
2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।
3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you) গোপন থাকে।
- যেমন - Never tell a lie.
4. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
- যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।
- যেমন -May Allah bless you.
5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
- এই ধরণের বাক্য দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।
- How charming the sight is!
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

0
Updated: 3 months ago
Choose the correct sentence.
Created: 2 weeks ago
A
He had better taken an umbrella.
B
He had better took an umbrella.
C
He had better taking an umbrella.
D
He had better take an umbrella.
Had better
Correct Sentence:
-
He had better take an umbrella.
অর্থ ও ব্যবহার:
-
Had better = তবুও / বরং ভালো
-
যদিও বাক্যটি past tense-এর মতো শোনায়, এটি মূলত past tense নয়।
-
Had better unreal past; এটি present বা future tense বোঝাতে ব্যবহৃত হয়।
-
Had better-এর পরে to + infinitive বসে না।
-
সর্বদা verb-এর base form ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
We had better check the weather before going hiking.
-
You had better be careful with that glass vase.
-
I had better get some sleep—I have a big day tomorrow.

0
Updated: 2 weeks ago
Which sentence in a paragraph is often called the "Terminator" because it wraps up the paragraph?
Created: 2 weeks ago
A
Topic sentence
B
Supporting detail
C
New idea sentence
D
Concluding sentence
Terminator in a Paragraph
Definition:
-
The last sentence of a paragraph is called the Terminator because it completes the discussion of the paragraph.
-
Bangla: প্যারাগ্রাফের শেষের বাক্য, যা পুরো আলোচনাকে সমাপ্ত করে।
Key Point:
-
The Concluding Sentence is the terminator.
-
It summarizes the main idea or topic of the paragraph and signals to the reader that the discussion has ended.
Structure of a Paragraph:
-
Topic Sentence: Introduces the main idea.
-
Supporting Details: Strengthen or elaborate the main idea.
-
New Idea Sentence: Introduces a new idea or transition.
-
Concluding Sentence / Terminator: Summarizes and ends the paragraph.
Importance of Terminator:
-
Provides a clear and definite idea of the paragraph’s main thought.
-
Signals completion of the paragraph.
-
Strengthens the paragraph by giving it a conclusive ending.
-
Makes the paragraph effective and complete.
Summary:
Concluding sentence = Terminator = Paragraph-ending sentence that wraps up the discussion clearly.

0
Updated: 2 weeks ago