Choose the correct sentence.
A
He had better taken an umbrella.
B
He had better took an umbrella.
C
He had better taking an umbrella.
D
He had better take an umbrella.
উত্তরের বিবরণ
Had better
Correct Sentence:
-
He had better take an umbrella.
অর্থ ও ব্যবহার:
-
Had better = তবুও / বরং ভালো
-
যদিও বাক্যটি past tense-এর মতো শোনায়, এটি মূলত past tense নয়।
-
Had better unreal past; এটি present বা future tense বোঝাতে ব্যবহৃত হয়।
-
Had better-এর পরে to + infinitive বসে না।
-
সর্বদা verb-এর base form ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
We had better check the weather before going hiking.
-
You had better be careful with that glass vase.
-
I had better get some sleep—I have a big day tomorrow.

0
Updated: 1 month ago
Who is the author of the quote "Fools rush in where angels fear to tread"?
Created: 3 weeks ago
A
O' henry
B
Alexander Graham Bell
C
T. S Eliot
D
Alexander Pope
“Fools rush in where angels fear to tread” উক্তিটি প্রখ্যাত ইংরেজ কবি Alexander Pope-এর লেখা।
-
এটি ১৭১১ সালে প্রকাশিত তাঁর “An Essay on Criticism” কবিতা থেকে নেওয়া হয়েছে।
-
উক্তির অর্থ: মূর্খরা এমন কাজ বা পরিস্থিতিতে অবিবেচনাপূর্ণভাবে প্রবেশ করে, যেখানে জ্ঞানী ও বিচক্ষণরা সাবধানে পা রাখে বা একেবারেই প্রবেশ করে না।
-
এটি একটি গভীর প্রবাদ হয়ে দাঁড়িয়েছে, যা আজও বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার হয়।
বিস্তারিত আলোচনা:
-
An Essay on Criticism:
-
Alexander Pope-এর didactic (শিক্ষামূলক) কবিতা।
-
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)।
-
মূলত Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত।
-
-
Alexander Pope:
-
ইংরেজি সাহিত্যের অন্যতম উক্তিমূলক (epigrammatic) কবি।
-
Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
-
প্রায়শই ‘Mock Heroic Poet’ হিসেবে পরিচিত।
-
তার কবিতায় জটিল বিষয়বস্তু ও সুরুচিপূর্ণ ভাষার সংমিশ্রণ লক্ষ্য করা যায়।
-

0
Updated: 2 weeks ago
What’s the adjectival form of "Economy"?
Created: 3 weeks ago
A
Economic
B
Economics
C
Economize
D
Economically
Economy শব্দের adjective রূপ হলো Economic।
-
Economic (Adjective)
-
English meaning: [Only before noun] Connected with the trade, industry, and development of wealth of a country, an area, or a society.
-
Bangla meaning: অর্থনীতি সম্পর্কিত।
-
-
অপশন বিশ্লেষণ:
-
Economics (Noun) – অর্থবিদ্যা
-
Economize (Verb) – ব্যয় সংকোচ করা
-
Economic (Adjective) – অর্থনীতি সম্পর্কিত
-
Economically (Adverb) – অর্থনৈতিকভাবে / অর্থনীতির দিক থেকে
-

0
Updated: 2 weeks ago
__________ sugar should I buy for the cake?
Created: 3 weeks ago
A
What
B
What many
C
How many
D
How much
সঠিক উত্তর হলো ক) How much।
-
Complete sentence: How much sugar should I buy for the cake?
-
ব্যাখ্যা:
-
Sugar একটি uncountable noun, তাই এর সাথে How much ব্যবহার হয়।
-
How much অর্থ: কতটা, কী পরিমাণ, কতখানি।
-
How many countable noun-এর জন্য ব্যবহার হয়।
-
-
উদাহরণ:
-
Uncountable noun: How much sugar?
-
Countable noun: How many books?
-

0
Updated: 2 weeks ago