A
বাংলাদেশ
B
বাংলাদেশ
C
ভিয়েতনাম
D
পাকিস্তান
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
'লস্কর-ই-তৈয়বা' কোন ধরনের সংগঠন?
Created: 2 weeks ago
A
আরব মানবাধিকার সংস্থা
B
ভারতের বামপন্থী দল
C
পাকিস্তানি জঙ্গি সংগঠন
D
মহাকাশ গবেষণা সংস্থা
লস্কর-ই-তৈয়বা
-
অর্থ: “শুদ্ধদের বাহিনী” বা “Army of the Pure”
-
সংজ্ঞা: পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন, যা মূলত ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর।
-
অঞ্চল: কাশ্মীর উপত্যকায় কার্যক্রম হলেও এর পরিচালনা পাকিস্তান থেকে হয়।
-
ধর্মীয় প্রভাব: সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায় দ্বারা প্রভাবিত।
-
প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ
-
প্রতিষ্ঠার সময়: ১৯৮০ সালের দিকে
-
প্রথম অনুপ্রবেশ: ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে
সংশ্লিষ্ট সংগঠন:
-
জামাত-উদ-দাওয়া (Jamaat-ud-Dawa): লস্কর-এর মূল সামাজিক-মুখো সংগঠন।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন?
Created: 3 days ago
A
মার্গারেট থ্যাচার
B
বেনজির ভুট্টো
C
রানি দ্বিতীয় এলিজাবেথ
D
ইন্দিরা গান্ধী
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
লোহা বা আয়রন (Fe)
No subjects available.
মার্গারেট থ্যাচার (Margaret Thatcher)
-
পদ: ব্রিটেনের প্রধানমন্ত্রী (প্রথম নারী)
-
নির্বাচিত: মে, ১৯৭৯
-
দায়িত্বকাল: ১৯৭৯–১৯৯০
-
উপাধি: ‘আয়রন লেডি’ (Iron Lady)
উল্লেখযোগ্য তথ্য
-
পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
-
তিনি একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়ী হন।
-
দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর, কনজার্ভেটিভ পার্টির অভ্যন্তরীণ চাপের কারণে পদত্যাগ করেন।
-
অবসর জীবনে থ্যাচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল গণতন্ত্রের প্রচার ও প্রসার।
-
মৃত্যু: ৮ এপ্রিল, ২০১৩, বয়স ৮৭
উৎস: Britannica

0
Updated: 3 days ago
’স্কটল্যান্ড ইয়ার্ড’ কোন দেশের পুলিশ সংস্থা?
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
নেদারল্যান্ড
D
কানাডা
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
পুলিশ বাহিনী
ম্যান (MAN - Metropolitan Area Network)
No subjects available.
স্কটল্যান্ড ইয়ার্ড
-
সংজ্ঞা: লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের প্রচলিত নাম
-
অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠা: ১৮২৯
-
উদ্যোক্তা: রবার্ট পিল (তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী)
-
প্রথম অফিস: স্কটল্যান্ড প্লেস, লন্ডন
-
নামকরণের উৎস: অফিসের অবস্থানের স্থানীয় নাম থেকে
-
বর্তমান নাম: New Scotland Yard
মূল কার্যাবলী:
-
অপরাধ তদন্ত: খুন, চুরি, জালিয়াতি, সন্ত্রাসবাদ ইত্যাদি
-
ক্রিমিনাল ইন্টেলিজেন্স: গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
-
ফরেনসিক সার্ভিস: অপরাধস্থলে বৈজ্ঞানিক প্রমাণ বিশ্লেষণ
-
জননিরাপত্তা রক্ষা: লন্ডনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা
-
সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago