Red Cross- কতবার নোবেল পুরস্কার লাভ করে?
A
৩ বার
B
৪ বার
C
২ বার
D
১ বার
উত্তরের বিবরণ
### রেডক্রস (Red Cross)
* **প্রতিষ্ঠার প্রেক্ষাপট:**
* ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধের সময় সুইস ব্যবসায়ী **হেনরি ডুনান্ট** আহত সৈন্যদের সহায়তায় উদ্যোগ নেন।
* এই ঘটনা মানবিক সহায়তা মূলক সংগঠনের সূচনা করে।
* **প্রতিষ্ঠা:**
* ১৮৬৩ সালে জেনেভায় **International Committee of the Red Cross (ICRC)** প্রতিষ্ঠিত।
* ICRC বিশ্বের একমাত্র সংস্থা যাকে **তিনবার নোবেল শান্তি পুরস্কারে** ভূষিত করা হয়েছে: ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩।
* **প্রতীক ও দিন:**
* সুরক্ষা চিহ্ন: **লাল ক্রস সাদা পটভূমিতে**, Geneva Convention-এ স্বীকৃত।
* বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় **৮ মে**, যা প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন।
* **উল্লেখযোগ্য তথ্য:**
* হেনরি ডুনান্ট ১৯০১ সালে **নোবেল শান্তি পুরস্কার** পান, এটি তার ব্যক্তিগত পুরস্কার; রেড ক্রসকে নয়।
**উৎস:** ICRC ওয়েবসাইট

0
Updated: 2 months ago
ইংল্যান্ডের 'গৌরবময় বিপ্লব' (Glorious Revolution) এর ফলাফল কী ছিল?
Created: 1 week ago
A
ক্যাথলিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা
B
রাজতন্ত্রের বিলুপ্তি
C
সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা
D
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ
গৌরবময় বিপ্লব (Glorious Revolution) ১৬৮৮ সালে ইংল্যান্ডে ঘটে, যার ফলে রজা দ্বিতীয় জেমসের পতন হয় এবং উইলিয়াম ও মেরি সিংহাসনে বসেন। এই বিপ্লবের ফলে সংসদের ক্ষমতা বৃদ্ধি পায় এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
গৌরবময় বিপ্লব:
-
এটি ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন।
-
১৬৮৮ সালে রাজা দ্বিতীয় জেমসের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের কারণে উইলিয়াম অব অরেঞ্জকে সিংহাসনে আহ্বান করা হয়। বিপ্লবটি রক্তপাতহীনভাবে সম্পন্ন হওয়ায় একে ‘গৌরবময়’ বলা হয়।
-
উইলিয়াম ও মেরির অভিষেকের মাধ্যমে প্রোটেস্ট্যান্ট শাসন প্রতিষ্ঠিত হয় এবং ক্যাথলিক প্রভাব কমে যায়।
-
১৬৮৯ সালে গৃহীত Bill of Rights রাজতন্ত্রের ক্ষমতা সীমাবদ্ধ করে এবং সংসদের অধিকার সুনিশ্চিত করে।
-
এর ফলে সাংবিধানিক রাজতন্ত্রের ভিত্তি রচিত হয়, গণতান্ত্রিক ধারার প্রসার ঘটে এবং বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন সমাজে প্রতিষ্ঠা পায়।

0
Updated: 1 week ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মেয়াদ -
Created: 1 month ago
A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস, যার প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা (The House of Representatives) এবং উচ্চকক্ষ হলো সিনেট (The Senate)।
-
নিম্নকক্ষ (প্রতিনিধি সভা / হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
সদস্যদের মেয়াদ: ২ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে
-
-
উচ্চকক্ষ (সিনেট)
-
আসন সংখ্যা: ১০০টি
-
সদস্যদের মেয়াদ: ৬ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে
-
-
যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে বিবেচিত, আর উচ্চকক্ষ বা সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
কংগ্রেসের উভয় কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—এই দুই দলের প্রাধান্য বিদ্যমান
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
ম্যাজিনো লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা?
Created: 2 months ago
A
জার্মানি ও ফ্রান্স
B
ইউক্রেন ও রাশিয়া
C
চিলি ও প্যারাগুয়ে
D
জার্মানি ও পোল্যান্ড
ম্যাজিনো লাইন
-
অবস্থান: ফ্রান্স ও জার্মানির সীমান্ত
-
কার্য: ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবস্থা
-
নির্মাণ: প্রথম বিশ্বযুদ্ধের পর, জার্মানি ও ইতালির সীমান্ত বরাবর
-
উদ্দেশ্য: সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে অদম্য প্রতিরক্ষা
-
ইতিহাস: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী এই লাইন পাশ কাটিয়ে ভেঙে প্রবেশ করেছে
অন্যান্য সীমারেখা:
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড
-
সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স
-
সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 2 months ago