A
Treaty of Asuncion
B
Treaty of Lima
C
Treaty of Montevideo
D
Treaty of Buenos Aires
উত্তরের বিবরণ
MERCOSUR
-
পূর্ণরূপ: Southern Common Market
-
সংজ্ঞা: দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য গোষ্ঠী।
-
প্রতিষ্ঠা তারিখ: ২৬ মার্চ, ১৯৯১
-
সদরদপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে
-
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asunción
-
চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে
-
প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫টি — আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা
-
ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত: ২০১৬
-
-
সহযোগী সদস্য: বলিভিয়া, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া
-
পর্যবেক্ষক দেশ: মেক্সিকো, নিউজিল্যান্ড
-
উদ্দেশ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ
-
বাণিজ্য ও পণ্য, সেবা, মূলধন, শ্রমের মুক্ত প্রবাহ নিশ্চিত করা
-
সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
-
উৎস: Britannica ওয়েবসাইট, Mercosur ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে কোন সংস্থা?
Created: 2 weeks ago
A
UNEP
B
IPCC
C
IUCN
D
WWF
UNEP (United Nations Environment Programme)
-
পূর্ণরূপ: United Nations Environment Programme
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন প্রতি বছর পালিত হয়
-
সদস্য রাষ্ট্র: ১৯৩ টি (আগস্ট, ২০২৫)
-
প্রধানের পদবী: নির্বাহী পরিচালক
-
পুরস্কার: চ্যাম্পিয়ন অব দ্য আর্থ
উৎস: UNEP অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
V-20 জোট গঠনের উদ্যোক্তা কে?
Created: 2 weeks ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
ক্লাইমেট ভালনারেবল ফোরাম
C
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
D
বিশ্বব্যাংক
V-20 বা Vulnerable Twenty Group
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের একটি জোট।
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম সভা: লিমা, পেরু
-
উদ্যোক্তা: Climate Vulnerable Forum (CVF)
-
প্রাথমিক ২০টি সদস্য দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম
-
বর্তমান সদস্য দেশ: ৭০ টি [আগস্ট, ২০২৫]
উৎস: V-20 ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
D-8 এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ঢাকা
B
ইসলামাবাদ
C
কায়রো
D
ইস্তাম্বুল
Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [আগস্ট,২০২৫]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
উৎস: D-8 ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago