MERCOSUR গঠনে যে চুক্তি স্বাক্ষরিত হয়-
A
Treaty of Asuncion
B
Treaty of Lima
C
Treaty of Montevideo
D
Treaty of Buenos Aires
উত্তরের বিবরণ
MERCOSUR
-
পূর্ণরূপ: Southern Common Market
-
সংজ্ঞা: দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য গোষ্ঠী।
-
প্রতিষ্ঠা তারিখ: ২৬ মার্চ, ১৯৯১
-
সদরদপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে
-
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asunción
-
চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে
-
প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫টি — আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা
-
ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত: ২০১৬
-
-
সহযোগী সদস্য: বলিভিয়া, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া
-
পর্যবেক্ষক দেশ: মেক্সিকো, নিউজিল্যান্ড
-
উদ্দেশ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ
-
বাণিজ্য ও পণ্য, সেবা, মূলধন, শ্রমের মুক্ত প্রবাহ নিশ্চিত করা
-
সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
-
উৎস: Britannica ওয়েবসাইট, Mercosur ওয়েবসাইট

0
Updated: 2 months ago
উইঘুর মুসলিম সম্প্রদায় নিচের কোন দেশে বসবাস করে?
Created: 3 weeks ago
A
তুরস্ক
B
চীন
C
রাশিয়া
D
পাকিস্তান
উইঘুর মুসলমান:
-
জাতি ও সম্প্রদায়: মূলত চীনের পশ্চিমাঞ্চল জিনজিয়াং-এ বসবাসকারী তুর্কিক ভাষাভাষী মুসলিম জাতিগোষ্ঠী।
-
প্রধান আবাসস্থল: জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল, পশ্চিম চীন।
-
ধর্ম: ইসলাম, প্রধানত সুন্নি মুসলিম।
-
ভাষা: উইঘুর ভাষা (Uyghur language), তুর্কিক ভাষা পরিবারভুক্ত।
-
জাতিগত সংযোগ: তুর্কি গোত্রভুক্ত।
-
আঞ্চলিক বিস্তার: উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তানেও কিছু সংখ্যক উইঘুর বসবাস করে।

0
Updated: 2 weeks ago
‘লুভর মিউজিয়াম’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
জাপান
D
বেলজিয়াম
লুভর মিউজিয়াম হলো ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি বিশ্বখ্যাত শিল্পকলা জাদুঘর, যা শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক।
-
অবস্থান: প্যারিস, ফ্রান্স; সীন নদীর ডান তীরে
-
প্রতিষ্ঠা: ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় সরকারি যাদুঘর হিসেবে উদ্বোধন
-
মূল ভবনটি ১২শ শতকে নির্মিত একটি দুর্গ, যা পরে রাজপ্রাসাদে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে জাদুঘরে পরিণত হয়
বিশেষত্ব:
-
বিশ্বের সবচেয়ে বড় শিল্পকলা জাদুঘর এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ
-
সংগ্রহে আছে ৩৮০,০০০-এর বেশি শিল্পকর্ম, যার মধ্যে প্রায় ৩৫,০০০টি প্রদর্শিত হয়
-
শিল্পকর্মের সময়সীমা প্রাগৈতিহাসিক যুগ থেকে ২১শ শতক পর্যন্ত বিস্তৃত
প্রসিদ্ধ শিল্পকর্মসমূহ:
-
মোনা লিসা, লিওনার্দো দা ভিঞ্চি
-
ভেনাস দ্য মাইলো, প্রাচীন গ্রিক ভাস্কর্য
-
উইংড ভিক্টরি অব সামোথ্রেস, গ্রিক ভাস্কর্য
-
দ্য র্যাফট অব দ্য মেডুসা, থিওডোর জেরিকো
উৎস:

0
Updated: 1 month ago
কোয়াড কোন অঞ্চলের জন্য একটি চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম হিসেবে কাজ করে?
Created: 3 weeks ago
A
আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল
B
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
C
ভূমধ্যসাগরীয় অঞ্চল
D
লোহিতসাগরীয় অঞ্চল
QUAD হলো Quadrilateral Security Dialogue, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের (ভারত-প্রশান্ত মহাসাগর) চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম। এটি গঠিত হয় ২০০৭ সালে এবং এতে ৪টি দেশ অংশগ্রহণ করে: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
-
মূল উদ্দেশ্য:
-
ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা
-
কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা
-
বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা
-
আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করা
-
-
উল্লেখ্য, ২০২৫ সালে কোয়াডের ৫ম সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে
উৎস:

0
Updated: 3 weeks ago