A
বিশ্বে গমের দামের নিয়ন্ত্রণ
B
তেল উৎপাদনের সমন্বয় ও স্থিতিশীলতা বজায় রাখা
C
পরমাণু শক্তি বিস্তার
D
বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থাপনা
উত্তরের বিবরণ
ওপেক (OPEC)
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries
-
প্রকার: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
-
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর, ১৯৬০, বাগদাদ, ইরাক (বাগদাদ কনফারেন্সের মাধ্যমে)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
প্রথম সদরদপ্তর: প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ড, জেনেভা
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি [আগস্ট, ২০২৫]
-
প্রস্তাবক: ভেনেজুয়েলা
মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা
-
সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা
-
বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা
উল্লেখ্য:
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত, জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয়, পরে নভেম্বরে আবার স্থগিত
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ- [আগস্ট ২০২৫]
Created: 2 weeks ago
A
জাপান
B
জার্মানি
C
চীন
D
যুক্তরাজ্য
বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ (আগস্ট ২০২৫)
দেশ | নিট বৈদেশিক সম্পদ (Trillion YEN) | মন্তব্য |
---|---|---|
জার্মানি | ৫৬৯.৬৫ | বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ |
জাপান | ৫৩৩.০৫ | ৩৪ বছর ধরে শীর্ষ ঋণদাতা ছিল, এখন ২য় স্থানে নামেছে |
চীন | ৫১৬.২৮ | তৃতীয় স্থানে অবস্থান করছে |

0
Updated: 2 weeks ago
টিটিকাকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
আফ্রিকা
B
এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
টিটিকাকা হ্রদ 🌊
-
অবস্থান: দক্ষিণ আমেরিকা, পেরু ও বলিভিয়া সীমান্তে।
-
আয়তন: প্রায় ৩,২০০ বর্গমাইলের বেশি।
-
গুরুত্ব:
-
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
-
বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদ।
-
-
জনবসতি: হ্রদটির তীরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস।
-
সংস্কৃতি: হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া ও উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
"Clean Development Mechanism" নিম্নের কোন চুক্তির অংশ?
Created: 3 days ago
A
প্যারিস জলবায়ু চুক্তি
B
কিয়োটো প্রোটোকল
C
রটারডাম কনভেনশন
D
কার্টাগেনা প্রোটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
কিয়োটো চুক্তি
No subjects available.
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
সংজ্ঞা: কিয়োটো প্রটোকল হলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের (GHG) নির্গমন হ্রাসে বাধ্যতামূলক করা আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরিত: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
স্থান: কিয়োটো, জাপান
-
স্বাক্ষরকারী দেশ: ৮৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৯২টি
লক্ষ্য ও উদ্দেশ্য
-
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস:
-
প্রোটোকলের অধীনে শিল্পোন্নত দেশগুলোকে নির্দিষ্ট হারে GHG নির্গমন হ্রাসের লক্ষ্য দেওয়া হয়েছে।
-
নীতি: “common but differentiated responsibility and respective capabilities”
-
উন্নত দেশগুলোকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, কারণ তারা ইতিহাসে বেশি GHG নির্গমনের জন্য দায়ী।
-
-
Clean Development Mechanism (CDM):
-
কিয়োটো প্রটোকলের ১২ অনুচ্ছেদের আওতায় CDM চালু।
-
উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে বিনিয়োগ করে বা প্রকল্প বাস্তবায়ন করে GHG নির্গমন কমাতে পারে।
-
এর মাধ্যমে দেশগুলো নিজেদের নির্গমন হ্রাসের বাধ্যবাধকতা পূরণ করতে পারে।
-
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 3 days ago