নিচের কোন কাজটি ওপেক পরিচালনা করে?
A
বিশ্বে গমের দামের নিয়ন্ত্রণ
B
তেল উৎপাদনের সমন্বয় ও স্থিতিশীলতা বজায় রাখা
C
পরমাণু শক্তি বিস্তার
D
বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থাপনা
উত্তরের বিবরণ
ওপেক (OPEC)
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries
-
প্রকার: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
-
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর, ১৯৬০, বাগদাদ, ইরাক (বাগদাদ কনফারেন্সের মাধ্যমে)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
প্রথম সদরদপ্তর: প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ড, জেনেভা
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি [আগস্ট, ২০২৫]
-
প্রস্তাবক: ভেনেজুয়েলা
মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা
-
সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা
-
বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা
উল্লেখ্য:
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত, জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয়, পরে নভেম্বরে আবার স্থগিত
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 2 months ago
মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাটি কোন দেশে?
Created: 2 weeks ago
A
কুয়েত
B
কাতার
C
সৌদি আরব
D
সিরিয়া
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির সবচেয়ে বড় ঘাঁটি হলো Al Udeid Air Base, যা কাতারে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর জন্য একটি কেন্দ্রীয় কার্যক্রম হাব হিসেবে কাজ করে।
-
অবস্থান: কাতার
-
মূল ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর প্রধান ঘাঁটি; পারস্য উপসাগর অঞ্চলে কার্যক্রমের কেন্দ্র
-
সুবিধাসমূহ: বিমান, রাডার, লজিস্টিক সহায়তা এবং কৌশলগত কমান্ড সুবিধা
-
ব্যবহার: ইরাক ও আফগানিস্তান অভিযানে, এবং সিরিয়া-ইরাক অঞ্চলের ড্রোন ও বিমান কার্যক্রম পরিচালনায় বিশেষভাবে ব্যবহৃত

0
Updated: 2 weeks ago
কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
Created: 3 weeks ago
A
ফিনল্যান্ড
B
যুক্তরাজ্য
C
নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া
নারীদের ভোটাধিকার প্রাপ্তির দেশসমূহ:
-
নিউজিল্যান্ড: ১৮৯৩ সালে নারীরা প্রথমবার ভোটের অধিকার পান। বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা ভোট দিতে সক্ষম হন। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পান ১৯১৯ সালে।
-
অস্ট্রেলিয়া: ১৯০২ সালে নারীরা ভোট ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার লাভ করে। তবে আদিবাসী নারীদের সেই সময় অধিকার দেওয়া হয়নি।
-
ফিনল্যান্ড: ১৯০৬ সালে নারীদের ভোটাধিকার চালু।
-
যুক্তরাজ্য: ১৯১৮ সালে সীমিত ভোটাধিকার (শর্তসাপেক্ষ), ১৯২৮ সালে পূর্ণ ভোটাধিকার।
-
যুক্তরাষ্ট্র: ১৯২০ সালে নারীদের ভোটাধিকার স্বীকৃত।
উল্লেখযোগ্য: নিউজিল্যান্ডে নারীরা বিশ্বের প্রথমবার ভোট দিতে সক্ষম হয়েছিলেন, যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইতিহাসে মাইলফলক।

0
Updated: 2 weeks ago
২০২৪-২৫ অর্থবছরে কোন খাদ্যশস্যের আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
গম
B
ডাল
C
চাল
D
ভোজ্যতেল
বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে খাদ্যশস্য আমদানিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে, যেখানে চালের আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
-
চলতি অর্থবছরে চালের আমদানি হয়েছে ৬৮ কোটি ২৪ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ গুণ বেশি।
-
এর আগের অর্থবছরে চালের আমদানি হয়েছিল ২ কোটি ৫৪ লাখ ডলার।
-
গমের আমদানি ২০ শতাংশ কমে ১৬২ কোটি ডলারে নেমেছে।
-
ভোজ্যতেলের আমদানি প্রায় ২৪ শতাংশ বেড়ে ২৭১ কোটি ডলার হয়েছে।
-
ডালের আমদানি ৩৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এ তথ্যের মাধ্যমে দেখা যাচ্ছে, বাংলাদেশে খাদ্যশস্য আমদানির ধারা এবং নির্দিষ্ট পণ্যের চাহিদার ওপর সাম্প্রতিক সময়ে বড় ধরনের প্রভাব পড়েছে।

0
Updated: 1 week ago