A
ব্রাসেলস, বেলজিয়াম
B
লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ
C
আমস্টারডাম, নেদারল্যান্ডস
D
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তরের বিবরণ
BENELUX
-
পূর্ণরূপ: Belgium, Netherlands and Luxembourg
-
প্রকার: পশ্চিম ইউরোপের তিনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন
-
চুক্তি স্বাক্ষরিত: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮
-
চুক্তি কার্যকর: ১৯৬০
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারের প্রবর্তক
-
অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয় বৃদ্ধি
-
-
সদস্য দেশ:
-
বেলজিয়াম
-
নেদারল্যান্ডস
-
লুক্সেমবার্গ
-
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
উৎস: BENELUX ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
’ডেকান মালভূমি’ কোন দেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
শ্রীলঙ্কা
ডেকান মালভূমি
-
ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশে অবস্থিত।
-
আয়তন: প্রায় ৪,২২,০০০ বর্গকিমি, যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
-
অবস্থান: ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে।
-
বিস্তৃতি: ভারতের ৮টি রাজ্যে फैला—মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 2 weeks ago
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
Created: 3 days ago
A
ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
B
মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
C
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
D
লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
ধরিত্রি সম্মেলন
সাম্রাজ্যের পতন
No subjects available.
ধরিত্রী সম্মেলন (Earth Summit – 1992)
-
সময়: ৩–১৪ জুন, ১৯৯২
-
স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল
-
অন্য নাম: রিও সামিট, রিও কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
আয়োজক: জাতিসংঘ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও
-
মূল উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ
-
গুরুত্বপূর্ণ নীতি: Polluter Pays Principle
উল্লেখযোগ্য সাফল্যসমূহ
-
রিও ঘোষণা
-
২৭ দফা নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো নির্ধারণ।
-
-
এজেন্ডা ২১
-
২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
-
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কাঠামো।
-
পরবর্তীতে কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি এর ভিত্তি।
-
-
Convention on Biological Diversity (CBD)
-
জৈব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণ।
-
-
Forest Principles
-
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
-
-
Small Island Developing States (SIDS) Conference – 1994
-
ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রথম সম্মেলন।
-
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 3 days ago