BENELUX এর সদর দপ্তর-
A
ব্রাসেলস, বেলজিয়াম
B
লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ
C
আমস্টারডাম, নেদারল্যান্ডস
D
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তরের বিবরণ
BENELUX
-
পূর্ণরূপ: Belgium, Netherlands and Luxembourg
-
প্রকার: পশ্চিম ইউরোপের তিনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন
-
চুক্তি স্বাক্ষরিত: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮
-
চুক্তি কার্যকর: ১৯৬০
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারের প্রবর্তক
-
অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয় বৃদ্ধি
-
-
সদস্য দেশ:
-
বেলজিয়াম
-
নেদারল্যান্ডস
-
লুক্সেমবার্গ
-
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
উৎস: BENELUX ওয়েবসাইট

0
Updated: 2 months ago
লিবিয়ার রাজধানীর নাম কী?
Created: 2 months ago
A
সাবহা
B
বেনগাজি
C
আল-বায়দা
D
ত্রিপোলি
লিবিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
লিবিয়া উত্তর আফ্রিকাতে অবস্থিত।
-
আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: ত্রিপোলি
-
ভাষা: আরবি (সরকারি); এছাড়াও ইতালীয় ও ইংরেজি
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: ইসলাম (সুন্নি); এছাড়াও খ্রিস্টধর্ম
-
মুদ্রা: লিবিয়ান দিনার
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
সাধারণত কোন অঞ্চলে মেঘ বিস্ফোরণ সবচেয়ে বেশি ঘটে?
Created: 1 week ago
A
সমতল ভূমি
B
পার্বত্য অঞ্চল
C
মরুভূমি অঞ্চল
D
উপকূলীয় অঞ্চল
মেঘ বিস্ফোরণ, যা ইংরেজিতে ‘ক্লাউড ব্রাস্ট’ নামে পরিচিত, একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি ঘটে যখন কোনো এলাকায় হঠাৎ করে মেঘ জমে যায় এবং খুব কম সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হয়।
-
মেঘ বিস্ফোরণ সাধারণত পার্বত্য এলাকায় বেশি ঘটে।
-
কারণ, বজ্রঝড়ের উষ্ণ বায়ুপ্রবাহ পাহাড়ি ঢাল বেয়ে উপরে ওঠে, যা হঠাৎ প্রবল বৃষ্টির কারণ হয়।
-
পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে পানি গিরিখাত ও উপত্যকায় জমা হয়ে আকস্মিক ও ভয়াবহ বন্যা সৃষ্টি করে।
সম্প্রতি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যা ভয়াবহ প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে।

0
Updated: 1 week ago
'বাসেল কনভেনশন' কী বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
Created: 1 month ago
A
সমুদ্রতলদেশে প্রাণী সংরক্ষণ
B
বন্যপ্রাণী সংরক্ষণ
C
জলাভূমি সংরক্ষণ
D
বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন
• বাসেল কনভেনশন:
- বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন বাসেল কনভেনশন।
- কনভেনশনটি ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয়।
- এটি ১৯৯২ সালে এটি কার্যকর হয়।
- পুরো নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their disposal.
- বাংলাদেশ কনভেনশনটি অনুমােদন করে ১৯৯৩ সালে।

0
Updated: 1 month ago