NAM-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
A
বেলগ্রেড, যুগোস্লাভিয়া
B
কায়রো, মিসর
C
বান্দুং, ইন্দোনেশিয়া
D
দিল্লি, ভারত
উত্তরের বিবরণ
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM – Non-Aligned Movement)
-
পূর্ণরূপ: Non-Aligned Movement (জোট নিরপেক্ষ আন্দোলন)
-
উদ্দেশ্য: শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কোনো পক্ষে না থেকে নিরপেক্ষ নীতি গ্রহণকারী দেশগুলোর প্ল্যাটফর্ম
উৎপত্তি:
-
১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ – প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন, বান্দুং, ইন্দোনেশিয়া (Bandung Conference)
-
অংশগ্রহণকারী দেশ: ২৯টি (প্রধানত এশীয়, কিছু আফ্রিকান দেশ তখনও উপনিবেশ)
প্রথম শীর্ষ সম্মেলন:
-
তারিখ: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১
-
স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া
-
অংশগ্রহণকারী দেশ: ২৫টি
বর্তমান অবস্থা (আগস্ট, ২০২৫):
-
সদস্য দেশ: ১২১টি
-
পর্যবেক্ষক দেশ: ১৮টি
-
পর্যবেক্ষক সংগঠন: ১০টি
সাম্প্রতিক শীর্ষ সম্মেলন:
-
১৯তম NAM শীর্ষ সম্মেলন: ২০২৪
-
স্থান: কামপালা, উগান্ডা
-
তারিখ: ১৫-২০ জানুয়ারি, ২০২৪
উল্লেখযোগ্য:
-
NAM-এর মূল লক্ষ্য: বিশ্ব রাজনীতিতে নিরপেক্ষতা বজায় রাখা, স্বাধীন নীতি গ্রহণ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
উৎস: NAM ওয়েবসাইট
সঠিক উত্তর (প্রথম শীর্ষ সম্মেলন):
ক) বেলগ্রেড, যুগোস্লাভিয়া

0
Updated: 2 months ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মেয়াদ -
Created: 1 month ago
A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস, যার প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা (The House of Representatives) এবং উচ্চকক্ষ হলো সিনেট (The Senate)।
-
নিম্নকক্ষ (প্রতিনিধি সভা / হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
সদস্যদের মেয়াদ: ২ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে
-
-
উচ্চকক্ষ (সিনেট)
-
আসন সংখ্যা: ১০০টি
-
সদস্যদের মেয়াদ: ৬ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে
-
-
যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে বিবেচিত, আর উচ্চকক্ষ বা সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
কংগ্রেসের উভয় কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—এই দুই দলের প্রাধান্য বিদ্যমান
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
’প্যাক্ট অব প্যারিস’ চুক্তির উদ্দেশ্য কী ছিল?
Created: 1 month ago
A
আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করা
B
জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা
C
অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা
D
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করণ
Pact of Paris বা Kellogg–Briand Pact হলো একটি আন্তর্জাতিক শান্তিচুক্তি, যা রাষ্ট্রগুলোকে যুদ্ধকে রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরিচালিত করে।
-
চুক্তির মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা
-
সমস্যা সমাধান শান্তিপূর্ণ উপায়ে নিশ্চিত করা
-
বিশ্বজুড়ে নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা
-
-
চুক্তির নাম: Pact of Paris / Kellogg–Briand Pact
-
স্বাক্ষরের তারিখ: ২৭ আগস্ট, ১৯২৮
-
কার্যকর হয়েছে: ২৪ জুলাই, ১৯২৯
-
মূল উদ্যোক্তা: Frank B. Kellogg (যুক্তরাষ্ট্র) ও Aristide Briand (ফ্রান্স)
-
স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা: শুরুতে ১৫টি, পরে বেড়ে ৬২টি
উৎস:

0
Updated: 1 month ago
মাদাগাস্কার দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 2 months ago
A
আটলান্টিক মহাসাগরে
B
ভারত মহাসাগরে
C
চীন মহাসাগরে
D
উত্তর মহাসাগরে
মাদাগাস্কার (Madagascar)
-
অবস্থান: পূর্ব আফ্রিকার উপকূলের পাশে, ভারত মহাসাগরে
-
প্রকার: দ্বীপদেশ
-
বিশ্বে স্থান: দ্বিতীয় বৃহত্তম দ্বীপদেশ
-
আয়তন: প্রায় ৫৯২,৮০০ বর্গকিলোমিটার
-
ভৌগোলিক বিভাগ: দেশটি তিনটি সমান্তরাল অক্ষাংশীয় অঞ্চলে বিভক্ত
উৎস: World Atlas

0
Updated: 2 months ago