A
চীন
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
ভারত
উত্তরের বিবরণ
RCEP (Regional Comprehensive Economic Partnership)
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
প্রকৃতি: আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Largest Regional Free Trade Agreement)
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
স্বাক্ষরিত: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর: ১ জানুয়ারি, ২০২২
-
-
স্বাক্ষরকারী দেশ: ১৫টি
ASEAN সদস্য দেশ (১০টি):
-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
ASEAN সদস্য বহির্ভূত দেশ (৫টি):
-
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
-
ভূমিকা ও লক্ষ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
-
মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ
-
ASEAN-এর FTA কৌশলকে সমর্থন
-
-
বিশেষ দ্রষ্টব্য: ভারত RCEP-এর সদস্য নয়
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
টিটিকাকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
আফ্রিকা
B
এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
টিটিকাকা হ্রদ 🌊
-
অবস্থান: দক্ষিণ আমেরিকা, পেরু ও বলিভিয়া সীমান্তে।
-
আয়তন: প্রায় ৩,২০০ বর্গমাইলের বেশি।
-
গুরুত্ব:
-
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
-
বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদ।
-
-
জনবসতি: হ্রদটির তীরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস।
-
সংস্কৃতি: হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া ও উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 2 weeks ago
’Fridays for Future’ আন্দোলনের সূচনা হয় কোন দেশের শিক্ষার্থীর উদ্যোগে?
Created: 2 weeks ago
A
জার্মানির
B
সুইডেনের
C
অস্ট্রেলিয়ার
D
যুক্তরাষ্ট্রের
Fridays for Future
-
ধরন: জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক বৈশ্বিক আন্দোলন।
-
পদ্ধতি: স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশগ্রহণ করে।
-
শুরু: ২০১৮ সালে।
-
উদ্যোক্তা: সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)।
-
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ও বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
📌 Source: Fridays for Future Movement Official Website

0
Updated: 2 weeks ago