নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
A
চীন
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
ভারত
উত্তরের বিবরণ
RCEP (Regional Comprehensive Economic Partnership)
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
প্রকৃতি: আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Largest Regional Free Trade Agreement)
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
স্বাক্ষরিত: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর: ১ জানুয়ারি, ২০২২
-
-
স্বাক্ষরকারী দেশ: ১৫টি
ASEAN সদস্য দেশ (১০টি):
-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
ASEAN সদস্য বহির্ভূত দেশ (৫টি):
-
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
-
ভূমিকা ও লক্ষ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
-
মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ
-
ASEAN-এর FTA কৌশলকে সমর্থন
-
-
বিশেষ দ্রষ্টব্য: ভারত RCEP-এর সদস্য নয়
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 2 months ago
‘জে–৩৬’কোন প্রজন্মের তৈরি যুদ্ধ বিমান?
Created: 1 week ago
A
পঞ্চম প্রজন্মের
B
তৃতীয় প্রজন্মের
C
ষষ্ঠ প্রজন্মের
D
চতুর্থ প্রজন্মের
জে‑৩৬ হলো চীনের দাবি করা নতুন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা রাডার-বাতিলকরণ ও দীর্ঘ‑পাল্লার আক্রমণে সক্ষমতা নিয়ে বিমানবাহিনীর শক্তি বাড়াতে ভুমিকা রাখবে।
-
মডেল: জে‑৩৬, চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান।
-
স্টেলথ ক্ষমতা: রাডারের চোখ ফাঁকি দেওয়ার সক্ষম স্টেলথ প্রযুক্তি রয়েছে।
-
ভূমিকা: দূরের লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানোর উদ্দেশ্যে — বি‑২১ রাইডারের মতো ভূমিকা পালনের জন্য তৈরি।
-
ভারবহন: বিমানটি প্রায় ৪৫,০০০ কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম।
-
লক্ষ্য ধরণ: আকাশ, মাটি এবং বিমানবাহী রণতরির বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতে সক্ষম।
-
রাডার ও সেন্সর: অত্যাধুনিক রাডার প্রযুক্তি রয়েছে, যা অন্যান্য স্টেলথ বিমানের সনাক্তকরণে সহায়ক বলেও বলা হয়েছে।
-
নেটওয়ার্কিং: ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ এটি একটি নেটওয়ার্কভিত্তিক বাহিনী তৈরিতে সহায়তা করবে।
-
প্রভাব: চীনের সামরিক-আকাশসামরিক ক্ষমতা বাড়াতে জে‑৩৬ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0
Updated: 1 week ago
বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ-
Created: 3 weeks ago
A
টাঙ্গানিকা হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
বৈকাল হ্রদ
D
ভিক্টোরিয়া হ্রদ
বৈকাল হ্রদ দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত প্রজাতন্ত্র ও ইরকুতস্ক ওব্লাস্ট-এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ হিসেবে খ্যাত।
-
আয়তন অনুযায়ী বিশ্বে প্রথম, যদিও আয়তনের দিক থেকে নয়
-
পৃথিবীর মোট মিঠা পানির প্রায় ২২% বৈকাল হ্রদে সংরক্ষিত
-
উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকসের পানির পরিমাণ একত্র করলেও বৈকাল হ্রদ পূর্ণ করতে সক্ষম নয়
-
বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ
-
অত্যন্ত স্বচ্ছ (clearest) হ্রদ হিসেবে পরিচিত
অন্য উল্লেখযোগ্য হ্রদসমূহ:
-
ভিক্টোরিয়া হ্রদ: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার
-
টাঙ্গানিকা হ্রদ: বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ

0
Updated: 2 weeks ago
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (MSC) প্রথম কবে অনুষ্ঠিত হয়?
Created: 3 weeks ago
A
১৯৫১ সালে
B
১৯৫৩ সালে
C
১৯৬১ সালে
D
১৯৬৩ সালে
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (Munich Security Conference - MSC) হলো একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন, যা নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আয়োজন করা হয়। এটি সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৯৬৩ সালে এবং বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সম্মেলন হিসেবে বিবেচিত। সম্মেলনের মূল লক্ষ্য হলো বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো আলোচনা করা এবং সমাধান খোঁজা। এটি প্রতি বছর ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা অংশ নেন।
-
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা: এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক
-
প্রথম এক দশক শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটভুক্ত দেশ অংশগ্রহণ করত
-
স্নায়ুযুদ্ধের অবসানের পর, উদ্যোক্তারা সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার জন্য নতুন রূপরেখা তৈরি করেন
-
এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা অংশগ্রহণ করে পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে আলোচনা করছেন
-
২০২৫ সালে অনুষ্ঠিত হবে ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন
উৎস:

0
Updated: 3 weeks ago