ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
A
১৯৭৩ সালে
B
১৯৬৯ সালে
C
১৯৭৫ সালে
D
১৯৮০ সালে
উত্তরের বিবরণ
ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB)
-
পূর্ণরূপ: Islamic Development Bank
-
প্রতিষ্ঠা:
-
সিদ্ধান্ত: ১৯৭৩, জেদ্দা, সৌদি আরব (মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন)
-
কার্যক্রম শুরু: ২০ অক্টোবর, ১৯৭৫
-
-
প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব
-
সদস্য দেশ সংখ্যা: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser
-
বাংলাদেশের যোগদান: ১২ আগস্ট, ১৯৭৪; কার্যক্রম শুরু: ১৯৮৩
-
বৈশিষ্ট্য:
-
বিনা সুদে ঋণ প্রদান
-
আর্থ-সামাজিক উন্নয়ন সহায়তা
-
অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে কার্যক্রম
-
-
উল্লেখ্য:
-
ওআইসি সদস্য দেশসমূহ স্বয়ংক্রিয়ভাবে IsDB সদস্য
-
বাংলাদেশও ওআইসি সদস্য হওয়ায় IsDB-এর অংশ
-
উৎস: IDB ওয়েবসাইট

0
Updated: 2 months ago
NAM-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 2 months ago
A
বেলগ্রেড, যুগোস্লাভিয়া
B
কায়রো, মিসর
C
বান্দুং, ইন্দোনেশিয়া
D
দিল্লি, ভারত
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM – Non-Aligned Movement)
-
পূর্ণরূপ: Non-Aligned Movement (জোট নিরপেক্ষ আন্দোলন)
-
উদ্দেশ্য: শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কোনো পক্ষে না থেকে নিরপেক্ষ নীতি গ্রহণকারী দেশগুলোর প্ল্যাটফর্ম
উৎপত্তি:
-
১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ – প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন, বান্দুং, ইন্দোনেশিয়া (Bandung Conference)
-
অংশগ্রহণকারী দেশ: ২৯টি (প্রধানত এশীয়, কিছু আফ্রিকান দেশ তখনও উপনিবেশ)
প্রথম শীর্ষ সম্মেলন:
-
তারিখ: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১
-
স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া
-
অংশগ্রহণকারী দেশ: ২৫টি
বর্তমান অবস্থা (আগস্ট, ২০২৫):
-
সদস্য দেশ: ১২১টি
-
পর্যবেক্ষক দেশ: ১৮টি
-
পর্যবেক্ষক সংগঠন: ১০টি
সাম্প্রতিক শীর্ষ সম্মেলন:
-
১৯তম NAM শীর্ষ সম্মেলন: ২০২৪
-
স্থান: কামপালা, উগান্ডা
-
তারিখ: ১৫-২০ জানুয়ারি, ২০২৪
উল্লেখযোগ্য:
-
NAM-এর মূল লক্ষ্য: বিশ্ব রাজনীতিতে নিরপেক্ষতা বজায় রাখা, স্বাধীন নীতি গ্রহণ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
উৎস: NAM ওয়েবসাইট
সঠিক উত্তর (প্রথম শীর্ষ সম্মেলন):
ক) বেলগ্রেড, যুগোস্লাভিয়া

0
Updated: 2 months ago
’মোসাদ’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
হেব্রন
B
জেরুজালেম
C
হাইফা
D
তেলআবিব
মোসাদ হলো ইসরায়েলের মূল গোয়েন্দা সংস্থা, যা আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী।
-
এটি ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাতা ছিলেন ডেভিড বেনগুরিয়ন।
-
সদরদপ্তর তেলআবিব, ইসরায়েল।
-
মোসাদ কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে।
-
এর পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।
-
এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর মধ্যে একটি।
-
মোসাদের কার্যক্রম এবং বাজেট কোনো আইন দ্বারা নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত নয়।

0
Updated: 1 week ago
ডেটন চুক্তির মধ্যস্থতা করেন কে?
Created: 2 weeks ago
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগান
C
রিচার্ড নিক্সন
D
জর্জ ডব্লিউ বুশ
ডেটন চুক্তি ছিল বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো এক ঐতিহাসিক সমঝোতা। এই চুক্তি বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করে।
-
চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
-
আলোচনার নেতৃত্ব দেন মার্কিন প্রধান শান্তি আলোচক রিচার্ড হলব্রুক।
-
উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সংঘাতের সমাধান।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
-
পক্ষসমূহ: বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
-
স্বাক্ষরকারী:
-
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান
-
সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাকে পরে হেগে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়)
-
বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ
-
-
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

0
Updated: 2 weeks ago