A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
উত্তরের বিবরণ
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 2 weeks ago
জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে-
Created: 2 weeks ago
A
আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
B
ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
D
দক্ষিণ চীন সাগর ও আটলান্টিক মহাসাগর
জিব্রাল্টার প্রণালী
-
অবস্থান ও সংযোগ:
-
ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
-
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
-
প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
-
-
বিশেষত্ব:
-
উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে আলাদা করেছে।
-
আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্যসাগরকে যুক্ত করা সমুদ্রপ্রণালী।
-
গড় গভীরতা: ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।
-
উৎস: World Atlas.

0
Updated: 2 weeks ago
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কোন দুইটি দেশের মাঝে বিরোধ রয়েছে?
Created: 2 weeks ago
A
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
B
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
C
জার্মানি ও পোল্যান্ড
D
রাশিয়া ও চীন
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (Falkland Islands)
-
বিকল্প নাম: মালভিনাস দ্বীপপুঞ্জ
-
অবস্থান: দক্ষিণ আটলান্টিক মহাসাগর
-
রাজনৈতিক অবস্থা: যুক্তরাজ্যের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বিদেশি অঞ্চল
-
বিরোধ: মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ
-
ফকল্যান্ড যুদ্ধ (1982):
-
২ এপ্রিল, ১৯৮২: আর্জেন্টিনার সামরিক সরকার আক্রমণ
-
১০ সপ্তাহের যুদ্ধ শেষে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণ
-
ব্রিটিশ বাহিনী দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago