D-8 এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
ঢাকা
B
ইসলামাবাদ
C
কায়রো
D
ইস্তাম্বুল
উত্তরের বিবরণ
Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [আগস্ট,২০২৫]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
উৎস: D-8 ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
'মোসাদ' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 weeks ago
A
ফিলিস্তিন
B
ইসরাইল
C
ইরান
D
জার্মানি
মোসাদ হলো ইসরায়েলের প্রধান জাতীয় গোয়েন্দা সংস্থা, যা তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থার মধ্যে গণ্য।
-
গঠন: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা: ডেভিড বেন গুরিয়ন
-
সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল
-
মূল কার্যক্রম: তথ্য সংগ্রহ, গোপন অভিযান, সন্ত্রাসবাদ দমন
-
প্রশাসনিক কাঠামো: এর পরিচালক সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন
-
বিশ্বে স্থান: বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম

0
Updated: 2 weeks ago
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
Created: 2 months ago
A
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
B
আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
C
আফ্রিকান ন্যাশনালিস্ট কংগ্রেস
D
আফ্রিকান লিবারেশন পার্টি
নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত তথ্য
-
রাজনৈতিক দল:
-
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
-
-
জন্ম ও ব্যক্তিগত জীবন:
-
জন্ম: ১৮ জুলাই ১৯১৮, এমভেজো, দক্ষিণ আফ্রিকা
-
প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি: দক্ষিণ আফ্রিকা
-
-
রাজনৈতিক কর্মকাণ্ড:
-
১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান
-
এফ ডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে বর্ণবাদী বিচ্ছিন্নতার অবসান ঘটাতে এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তন সূচনা
-
-
পুরস্কার:
-
১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা ও এফ ডব্লিউ ডি ক্লার্ক শান্তিতে নোবেল পুরস্কার লাভ
-
-
স্মৃতিকাহিনী:
-
জীবনী: ‘লং ওয়াক টু ফ্রিডম’
-
প্রকাশ: ১৯৯৪, তার জীবনের প্রথম বছর ও কারাগারের সময়কাল সংক্রান্ত বিবরণ
-
-
-
মৃত্যু:
-
৫ ডিসেম্বর ২০১৩
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কী? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
‘সি-ওয়ান’ প্রকল্প
B
‘ই-ওয়ান’ প্রকল্প
C
‘জি-ওয়ান’ প্রকল্প
D
‘এফ-ওয়ান’ প্রকল্প
ইসরায়েল পশ্চিম তীরে একটি নতুন বসতি নির্মাণ প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে, যা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন পরিকল্পনার বিরুদ্ধে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পটির নাম ‘ই-ওয়ান’ (E-1) বসতি প্রকল্প, যা পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চলে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
-
প্রকল্পটি ঘোষণা করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ, যিনি জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী এলাকায় এই পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান।
-
পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরের মা’আলে আদুমিম এলাকায় ৩,৪০১টি নতুন আবাসিক ইউনিট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।
-
এই বসতি নির্মাণ সম্পন্ন হলে পূর্ব জেরুজালেম কার্যত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যা ভবিষ্যতে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম প্রতিষ্ঠার সম্ভাবনাকে দুর্বল করবে।
-
ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘পিস নাউ’-এর তথ্যমতে, বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি বসতিতে সাত লাখেরও বেশি ইহুদি বসবাস করছেন, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

0
Updated: 1 week ago