নিচের কোন দেশটি আরব লীগের সদস্য নয়? [ আগস্ট,২০২৫]
A
মরক্কো
B
তুরস্ক
C
কাতার
D
আলজেরিয়া
উত্তরের বিবরণ
আরব লীগ (Arab League)
-
প্রকার ও অঞ্চল:
-
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংস্থা
-
লক্ষ্য: রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সদস্য দেশগুলোর সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
স্বাক্ষরিত: ৭ অক্টোবর, ১৯৪৪
-
গঠন: ২২ মার্চ, ১৯৪৫
-
ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৭টি — মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া, উত্তর ইয়েমেন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ২২টি রাষ্ট্র [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: কায়রো, মিশর
-
উল্লেখ্য: তুরস্ক আরব লীগের সদস্য নয়
-
বর্তমান সদস্য দেশসমূহ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া
-
উৎস: Arab League ওয়েবসাইট

0
Updated: 2 months ago
মারাকেশ চুক্তির মাধ্যমে নিম্নের কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা পেয়েছে?
Created: 1 week ago
A
WTO
B
IMF
C
IBRD
D
UNDP
মারাকেশ চুক্তি (Marrakesh Agreement):
১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ শহরে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমেই World Trade Organization (WTO) প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির মাধ্যমে GATT (General Agreement on Tariffs and Trade)-এর উরুগুয়ে রাউন্ড (Uruguay Round)-এর সমাপ্তি ঘটে, যা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করে।
WTO সম্পর্কে প্রধান তথ্যাবলি:
-
পূর্ণরূপ: World Trade Organization
-
প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৯৫
-
সদস্য সংখ্যা: ১৬৬টি দেশ (বর্তমান সময় অনুযায়ী)
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা (Ngozi Okonjo-Iweala)
-
প্রতিষ্ঠাকালীন কাঠামো: General Agreement on Tariffs and Trade (GATT)
মূল তাৎপর্য:
-
WTO বিশ্বব্যাপী বাণিজ্যের ন্যায়সঙ্গত ও উন্মুক্ত ব্যবস্থা বজায় রাখে।
-
এটি পণ্য, সেবা এবং বৌদ্ধিক সম্পদ বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলোর তত্ত্বাবধান করে।
-
WTO-এর অন্যতম লক্ষ্য হলো বাণিজ্য বাধা কমিয়ে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা।

0
Updated: 1 week ago
কিয়োটো প্রটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
জাপান
D
জার্মানি
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

0
Updated: 1 month ago
D-8-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
ঢাকা, বাংলাদেশ
B
ইসলামাবাদ, পাকিস্তান
C
কুয়ালালামপুর, মালয়েশিয়া
D
ইস্তাম্বুল, তুরস্ক
Developing Eight (D-8) হলো বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
-
প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭
-
প্রতিষ্ঠান ঘোষণা: ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে
-
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
-
মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৯টি [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
-
সদস্য দেশসমূহ: তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান
-
সাম্প্রতিক কার্যক্রম
-
১৯-২১ জুলাই, ২০২৫: আজারবাইজান, শুশা শহরে অনুষ্ঠিত তৃতীয় শুশা গ্লোবাল মিডিয়া ফোরাম-এ D-8 অংশগ্রহণ করে, যেখানে সদস্য দেশগুলো অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের বিষয় আলোচনা করে
উৎস:

0
Updated: 3 weeks ago