CIRDAP-এর কার্যক্রম কোন অঞ্চলের জন্য প্রযোজ্য?
A
আফ্রিকা অঞ্চল
B
ইউরোপ অঞ্চল
C
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
D
ল্যাটিন আমেরিকা
উত্তরের বিবরণ
CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific)
-
প্রকার ও কার্যক্রম:
-
আঞ্চলিক, আন্তঃসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা
-
কার্যক্রম এলাকা: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
-
লক্ষ্য: সমন্বিত গ্রামীণ উন্নয়ন বাস্তবায়নে সহায়তা
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
প্রতিষ্ঠা: ৬ জুলাই, ১৯৭৯
-
প্রতিষ্ঠার উদ্যোগ: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের উদ্যোগে, FAO-এর সহায়তায়
-
-
সদস্য দেশসমূহ:
-
প্রাথমিক সদস্য: ৬টি দেশ
-
বর্তমান সদস্য: ১৫টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশসমূহ: আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম
-
উৎস: CIRDAP ওয়েবসাইট

0
Updated: 2 months ago
কমনওয়েলথ কী ধরনের সংগঠন?
Created: 2 months ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক সংস্থা
C
পরিবেশ বিষয়ক ফোরাম
D
ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংস্থা
কমনওয়েলথ (Commonwealth)
-
সংজ্ঞা ও ইতিহাস:
-
অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: লন্ডন
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বোচ্চ জনসংখ্যা: ভারত
-
আয়তনের ভিত্তিতে বৃহত্তম দেশ: কানাডা
-
-
বিশেষ তথ্য:
-
ব্রিটিশ উপনিবেশে না থাকা সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন, টোগো
-
পাকিস্তান: ১৯৭২ সালে ত্যাগ, ১৯৮৯ সালে পুনরায় যোগ
-
দক্ষিণ আফ্রিকা: ১৯৬১ সালে ত্যাগ, ১৯৯৪ সালে পুনরায় যোগ
-
বাংলাদেশ: ১৯৭২ সালে যোগ, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
উৎস: Commonwealth ওয়েবসাইট

0
Updated: 2 months ago
'ওডার-নেইস লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমানা?
Created: 1 month ago
A
জার্মানি ও পোল্যান্ড
B
পর্তুগাল ও স্পেন
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
ইসরাইল ও সিরিয়া
বিভিন্ন দেশের সীমানা নির্ধারণের জন্য বিশ্বে কিছু বিশেষ লাইন নির্ধারিত হয়েছে, যা প্রায়শই রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
-
পার্পল লাইন: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
বিশ্ব বিখ্যাত গ্রন্থগার ’লাইব্রেরী অব কংগ্রেস’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
রাশিয়া
D
অস্ট্রেলিয়া
লাইব্রেরী অব কংগ্রেস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগার, যা গবেষণা ও তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত।
-
প্রতিষ্ঠা: ২৪ এপ্রিল ১৮০০; প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের অধীনে কংগ্রেসের গবেষণা গ্রন্থাগার হিসেবে
-
অবস্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ লাইব্রেরী:
-
দ্যা ব্রিটিশ লাইব্রেরি: লন্ডন, যুক্তরাজ্য
-
লাইব্রেরি অব কংগ্রেস: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
একাডেমি অব সায়েন্স: রাশিয়া
-
আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার: মিসর
উৎস:

0
Updated: 1 month ago