OIC-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
A
রিয়াদ, সৌদি আরব
B
কায়রো, মিশর
C
রাবাত, মরক্কো
D
লাহোর, পাকিস্তান
উত্তরের বিবরণ
ওআইসি (OIC – Organisation of Islamic Cooperation)
-
সংজ্ঞা ও প্রকার:
-
ইসলামি সহযোগিতা সংস্থা ও মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, রাবাত সম্মেলন, মরক্কো
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬৯, রাবাত, মরক্কো
-
আনুষ্ঠানিক যাত্রা শুরু: ১৯৭২
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি (আগস্ট, ২০২৫)
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
-
সাম্প্রতিক ঘটনা:
-
ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন: তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
-
উৎস: OIC ওয়েবসাইট

0
Updated: 2 months ago
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
Created: 3 weeks ago
A
সিঙ্গাপুর বন্দর
B
শেনজেন বন্দর
C
পোর্ট অব সাংহাই
D
কিংডাও বন্দর
পোর্ট অব সাংহাই হলো পৃথিবীর বৃহত্তম সমুদ্র বন্দর, যা চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পোর্ট অব সাংহাই সম্পর্কে তথ্য:
-
অবস্থান: ইয়াংজি নদীর মোহনা, চীন
-
আয়তন: ৩৬১৯ বর্গ কিলোমিটার
-
পরিচালনা: সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (SIPG)
-
জেটি দৈর্ঘ্য: ২০ কিলোমিটার, যেখানে ১২৫টি বার্থ রয়েছে
-
মাসিক কার্যক্রম: প্রায় দুই হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া
-
চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়ে পরিচালিত হয়
বৈশ্বিক সমুদ্রবন্দর র্যাংকিং:
১. সাংহাই বন্দর
২. সিঙ্গাপুর বন্দর
৩. নিংবো-ঝুশান বন্দর
৪. শেনজেন বন্দর
৫. কিংডাও বন্দর

0
Updated: 2 weeks ago
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
কুসুম্বা মসজিদ
B
তারা মসজিদ
C
ষাট গম্বুজ মসজিদ
D
ছোট সোনা মসজিদ
২০২৫ সালের ১২ আগস্ট থেকে বাজারে এসেছে বাংলাদেশের নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট, যার মূল থিম ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’। নতুন এই নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
-
নোটটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর-এর স্বাক্ষরযুক্ত।
-
এর আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
-
নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত, যা টেকসই ও উন্নত মানের।
-
এতে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ সংযোজন করা হয়েছে, যা এর একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈশিষ্ট্য।
-
নোটটির মূল রঙ নীল, যা পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় ভিজ্যুয়ালি আরও আকর্ষণীয়।
-
নোটের সামনের বাঁ পাশে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি, যা বাংলাদেশের ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন।
-
মাঝখানে রয়েছে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি, যা বাংলাদেশের পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
নোটের পেছনে মুদ্রিত রয়েছে সুন্দরবনের ছবি, যা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের প্রতিচ্ছবি।
-
নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা জাল প্রতিরোধে সহায়ক হবে।

0
Updated: 1 week ago
কত সালে 'Central Treaty Organization' চুক্তি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়?
Created: 1 month ago
A
২০২৫ সালে
B
১৯৮৯ সালে
C
২০২৪ সালে
D
১৯৭৯ সালে
Central Treaty Organization:
- CENTO এর পূর্ণরূপ: Central Treaty Organization.
- CENTO একটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চুক্তি, যা বাগদাদ চুক্তি (Baghdad Pact) নামেও পরিচিত।
- এই চুক্তি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- চুক্তির মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট প্রভাব থেকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াকে সুরক্ষা প্রদান করা।
- CENTO-এর সদস্য দেশগুলো ছিল: ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান, যুক্তরাজ্য।
- সদরদপ্তর: আঙ্কারা, তুরস্ক।
এছাড়াও,
- ১৯৫৯ সালের আগে পর্যন্ত এই সংস্থার সদরদপ্তর ছিল ইরাকের বাগদাদে।
- ইরাক ১৯৫৯ সাল সদস্যপদ প্রত্যাহার করে নেয়, ফলে সদরদপ্তর বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় স্থানান্তর করা হয়।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় এবং শাহ-এর পতনের পর দেশটি এই সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
- CENTO আনুষ্ঠানিকভাবে ১৯৭৯ সালে বিলুপ্ত হয়।

0
Updated: 1 month ago