A
চীন
B
নরওয়ে
C
অস্ট্রেলিয়া
D
ভারত
উত্তরের বিবরণ
ChatGPT said:

0
Updated: 2 weeks ago
ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কবে?
Created: 2 weeks ago
A
১৯৭৪ সালে
B
১৯৮২ সালে
C
২০০১ সালে
D
১৯৮৫ সালে
ভারতের পারমাণবিক পরীক্ষা
-
প্রথম পরীক্ষা (Smiling Buddha)
-
তারিখ: ১৮ মে, ১৯৭৪
-
স্থান: পোখরান টেস্টিং সাইট, রাজস্থান
-
সরকারি দাবি: শান্তিপূর্ণ উদ্দেশ্যে (মাটি সরানো, খননকাজ, খাল খনন)
-
বাস্তবতা: ১৯৯৭ সালে দলের প্রধান রাজা রামান্না স্বীকার করেন যে এটি আসলে একটি অস্ত্র পরীক্ষা ছিল
-
-
দ্বিতীয় বড় পরীক্ষা
-
তারিখ: মে ১৯৯৮, একই পোখরান সাইটে
-
পরীক্ষার সংখ্যা: ৫টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা
-
ফলাফল: ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে
-
উৎস: Arms Control Association

0
Updated: 2 weeks ago
সুন্দা প্রণালী কোন দুটি সমুদ্র বা সাগরকে যুক্ত করে?
Created: 2 weeks ago
A
ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
B
ভারত মহাসাগর ও জাভা সাগর
C
জাভা সাগর ও চীন সাগর
D
আরব সাগর ও দক্ষিণ চীন সাগর
সুন্দা প্রণালী
-
সুন্দা প্রণালী ভারত মহাসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে।
-
এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে।
-
সুন্দা প্রণালী ছাড়া আরও একটি প্রণালী, মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
-
সুন্দা প্রণালীর সর্বনিম্ন প্রস্থ প্রায় ২৪ কি.মি এবং সর্বনিম্ন গভীরতা প্রায় ২০ মিটার।
অন্যান্য প্রণালী
-
পক প্রণালী: ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।
-
ফরমোজা প্রণালী: প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে।
-
জিব্রাল্টার প্রণালী: ভূমধ্যসাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে।
উৎস: WorldAtlas

0
Updated: 2 weeks ago
’ডেকান মালভূমি’ কোন দেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
শ্রীলঙ্কা
ডেকান মালভূমি
-
ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশে অবস্থিত।
-
আয়তন: প্রায় ৪,২২,০০০ বর্গকিমি, যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
-
অবস্থান: ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে।
-
বিস্তৃতি: ভারতের ৮টি রাজ্যে फैला—মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 2 weeks ago