কোন বানানটি শুদ্ধ?
A
পাষাণ
B
পাষান
C
পাসান
D
পাশান
উত্তরের বিবরণ
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে "পাষাণ" শব্দটি একটি বিশুদ্ধ বানানযুক্ত সংস্কৃতজাত বিশেষণ।
• শব্দটির অর্থ— হৃদয়হীন, নির্মম, নিষ্ঠুর ও নির্দয় ব্যক্তি।
• "পাষাণ" এর স্ত্রীলিঙ্গ রূপ হলো "পাষাণী", যা একটি বিশেষ্য পদ। এর অর্থ— হৃদয়হীনা, নিষ্ঠুরা বা দয়ামায়াহীনা নারী।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 5 months ago
পুরস্কার বানান, নিচের কোন শব্দটির বানান শুদ্ধ?
Created: 1 week ago
A
পুরস্কার
B
পূরস্কার
C
পুরষ্কার
D
পূরষ্কার
বাংলা ভাষায় ‘স্ক’ ও ‘ষ্ক’ যুক্তবর্ণ নিয়ে অনেকেই বিভ্রান্ত হন। মূল সমস্যা হলো কোন ক্ষেত্রে ‘স্ক’ হবে আর কোন ক্ষেত্রে ‘ষ্ক’ হবে তা বুঝতে না পারা। এই বিষয়টি বুঝলে পুরস্কার, পরিষ্কার, মনস্কামনা, আবিষ্কার ইত্যাদি শব্দের সঠিক বানান সহজে নির্ধারণ করা যায়।
নিচে সহজভাবে নিয়ম ও উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করা হলো—
সহজ কৌশল:
-
যুক্তবর্ণ (‘স্ক’ বা ‘ষ্ক’)–এর আগের বর্ণের দিকে লক্ষ্য করুন।
-
যদি সেই বর্ণটির সঙ্গে ই-কার বা উ-কার যুক্ত থাকে, তাহলে যুক্তবর্ণ হবে ‘ষ্ক’।
-
আর যদি ই-কার বা উ-কার না থাকে, তাহলে যুক্তবর্ণ হবে ‘স্ক’।
উদাহরণ বিশ্লেষণ:
-
পুরস্কার: ‘র’ বর্ণটি ফ্রি আছে (কোনও ই-কার/উ-কার নেই) → ‘স্ক’।
শুদ্ধ বানান: পুরস্কার -
পরিষ্কার: ‘র’–এর সঙ্গে ই-কার যুক্ত → ‘ষ্ক’।
শুদ্ধ বানান: পরিষ্কার -
মনস্কামনা: ‘ন’ ফ্রি আছে → ‘স্ক’।
শুদ্ধ বানান: মনস্কামনা -
আবিষ্কার: ‘ব’–এর সঙ্গে ই-কার আছে → ‘ষ্ক’।
শুদ্ধ বানান: আবিষ্কার -
বহিষ্কার: ‘হ’–এর সঙ্গে ই-কার আছে → ‘ষ্ক’।
শুদ্ধ বানান: বহিষ্কার -
নমস্কার: ‘ম’ ফ্রি আছে → ‘স্ক’।
শুদ্ধ বানান: নমস্কার
ব্যাকরণগত নিয়ম (বিসর্গ সন্ধি):
এ নিয়ম অনুসারে ‘ঃ’-এর পরিবর্তন হয় পরবর্তী ধ্বনির উপর নির্ভর করে—
-
যদি ‘অ/আ’ স্বরধ্বনির পরে বিসর্গ (ঃ) থাকে এবং তার পরে অঘোষ কণ্ঠ্য বা ওষ্ঠ্য ধ্বনি (ক, খ, প, ফ) আসে → ‘ঃ’-এর স্থলে স হয়।
যেমন:
পুরঃ + কার → পুরস্কার
নমঃ + কার → নমস্কার
তিরঃ + কার → তিরস্কার
মনঃ + কামনা → মনস্কামনা -
আর যদি ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে বিসর্গ (ঃ) থাকে এবং তার পরে অঘোষ কণ্ঠ্য বা ওষ্ঠ্য ধ্বনি (ক, খ, প, ফ) আসে → ‘ঃ’-এর স্থলে ষ হয়।
যেমন:
আবিঃ + কার → আবিষ্কার
বহিঃ + কার → বহিষ্কার
নিঃ + পাপ → নিষ্পাপ
চতুঃ + কোণ → চতুষ্কোণ
ঘোষ ও অঘোষ ধ্বনি:
-
ঘোষ ধ্বনি: উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয়। যেমন – গ, ঘ, জ, ঝ।
-
অঘোষ ধ্বনি: উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় না। যেমন – ক, খ, চ, ছ।
সারসংক্ষেপ: ই-কার বা উ-কার থাকলে → ‘ষ্ক’ (যেমন আবিষ্কার, বহিষ্কার) । ই-কার বা উ-কার না থাকলে → ‘স্ক’ (যেমন পুরস্কার, নমস্কার)।
ফলাফল: শুদ্ধ বানানগুলো হলো—
পুরস্কার, পরিষ্কার, মনস্কামনা, আবিষ্কার, বহিষ্কার, নমস্কার।
অশুদ্ধ: পুরষ্কার, পরিস্কার, মনষ্কামনা, আবিস্কার, নমষ্কার।
এই নিয়ম মনে রাখলে যুক্তবর্ণের বানান নিয়ে আর ভুল হবে না।
0
Updated: 1 week ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
মুমুর্ষু
B
মূমুর্ষূ
C
মুমূর্ষু
D
মূমূর্ষ
মুমূর্ষু শব্দটির সঠিক বানান হলো মুমূর্ষু। এটি একটি বিশেষণ যা মূলত সংস্কৃত ভাষা থেকে এসেছে।
-
অর্থ:
-
মৃত্যুকাল আসন্ন এমন ব্যক্তি বা প্রাণী।
-
মরণাপন্ন।
-
মৃতপ্রায়।
-
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি সঠিক?
Created: 1 month ago
A
কৃষাণ
B
কৃষান
C
কৃশান
D
কৃশাণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধবানান- কৃষান।
অর্থ- কৃষক, চাষি।
উল্লেখ্য,
• ঋ’এবং ঋ কারের পর ‘ষ’ হয়।
যেমন -
ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি, কৃষান ইত্যাদি।
0
Updated: 1 month ago