ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র কয়টি?
A
৬টি
B
১৫টি
C
২২টি
D
১২টি
উত্তরের বিবরণ
European Union (EU)
-
প্রতিষ্ঠা ও সদর দপ্তর:
-
প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বর, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
-
সদস্য দেশ:
-
প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র: ৬টি (বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস)
-
বর্তমান সদস্য দেশ: ২৭টি
-
সর্বশেষ যোগ: ক্রোয়েশিয়া
-
সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)
-
-
মুদ্রা ও অর্থনীতি:
-
একক মুদ্রা: ইউরো
-
ইউরোর জনক: রবার্ট মুন্ডেল
-
ইউরোর প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯
-
উৎস: European Union ওয়েবসাইট

0
Updated: 2 months ago
'পালাউ' কোন মহাদেশে অবস্থিত?
Created: 3 weeks ago
A
এশিয়া
B
দক্ষিণ আমেরিকা
C
ইউরোপ
D
ওশেনিয়া
পালাউ আনুষ্ঠানিকভাবে পালাউ প্রজাতন্ত্র, এটি একটি দ্বীপ দেশ এবং ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
পালাউ সম্পর্কিত তথ্য:
-
আয়তন: ১৮৯ বর্গ মাইল (৪৯০ বর্গ কিমি)
-
রাজধানী: মেলেকোক
-
সরকারী ভাষা: পালাউয়ান, ইংরেজি
-
ধর্ম: খ্রিস্টান ধর্ম, প্রধানত রোমান ক্যাথলিক
-
মুদ্রা: মার্কিন ডলার

0
Updated: 2 weeks ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Created: 2 weeks ago
A
জোসেফ স্ট্যালিন
B
উইনস্টন চার্চিল এবং ক্লেমেন্ট অ্যাটলি
C
ক্লেমেন্ট অ্যাটলি
D
Correct Answer: B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো ১৯৩৯ থেকে ১৯৪৫ সালের মধ্যে সংঘটিত একটি বিশ্বব্যাপী সামরিক সংঘাত, যা প্রধানত জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হয়। এই যুদ্ধের সময় অক্ষশক্তি ও মিত্রশক্তি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুক্ত ছিল।
-
শুরু: ১ সেপ্টেম্বর, ১৯৩৯; জার্মানির পোল্যান্ড আক্রমণ
-
অক্ষশক্তি: জার্মানি, জাপান, ইতালি
-
মিত্রশক্তি: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি
-
যুক্তরাষ্ট্রের সরাসরি যোগদান: ৮ ডিসেম্বর, ১৯৪১
-
জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ: ৭ মে, ১৯৪৫
-
জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ ও যুদ্ধের সমাপ্তি: ২ সেপ্টেম্বর, ১৯৪৫
-
প্রধান নেতারা:
-
যুক্তরাজ্য: নেভিল চেম্বারলেন (যুদ্ধের শুরুতে), উইনস্টন চার্চিল (পরবর্তী সময়ে)
-
সোভিয়েত ইউনিয়ন: জোসেফ স্ট্যালিন
-
যুক্তরাষ্ট্র: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান
-

0
Updated: 2 weeks ago
’The last Supper’ দেয়ালচিত্রের চিত্রকর কে?
Created: 1 month ago
A
মাইকেল এঞ্জেলো
B
লিওনার্দো দা ভিঞ্চি
C
ভিনসেন্ট ভ্যান গগ
D
পাবলো পিকাসো
The Last Supper হলো লিওনার্দো দা ভিঞ্চির একটি বিখ্যাত দেয়ালচিত্র, যা খ্রিস্টধর্মের ঐতিহাসিক দৃশ্যকে চিত্রিত করে।
-
এটি ইটালির মিলান শহরের "সান্তা মারিয়া দেলে গ্রাজি" গির্জায় সংরক্ষিত।
-
দেয়ালচিত্রটি তৈরি করতে ৩ বছর সময় লেগেছিল।
লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন প্রখ্যাত ইতালীয় চিত্রশিল্পী ও উদ্ভাবক।
-
তিনি প্রথমবার এরিয়াল পরিপ্রেক্ষিত (aerial perspective) ব্যবহার করেন।
-
বিখ্যাত চিত্রকর্ম: মোনালিসা (La Gioconda, ইতালীয় নাম), যা পপলার প্যানেলের উপর তেলরঙে আঁকা এবং ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত।
-
অন্য উল্লেখযোগ্য কাজ: ভার্জিন অব দ্য রকস (Virgin of the Rocks)
উৎস:

0
Updated: 1 month ago