IUCN নিচের কোন বিষয়ে কাজ করে?
A
জীববৈচিত্র্য সংরক্ষণ
B
আন্তর্জাতিক বাণিজ্য
C
চিকিৎসা গবেষণা
D
টেলিযোগাযোগ
উত্তরের বিবরণ
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ১৯৪৮
-
সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
-
প্রকৃতি: আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষায় কাজ করে
প্রধান কাজসমূহ:
-
প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ প্রদান
-
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি
-
বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব নীতি গ্রহণে সহায়তা
-
জলবায়ু পরিবর্তন, বন রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া
উৎস: IUCN ওয়েবসাইট

0
Updated: 2 months ago
INTERPOL- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
B
প্যারিস, ফ্রান্স
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
লিঁও, ফ্রান্স
সংক্ষেপে ইন্টারপোল (Interpol):
-
পূর্ণরূপ: International Criminal Police Organization
-
প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)
-
সদর দপ্তর: লিঁও, ফ্রান্স
-
ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি
-
সদস্য সংখ্যা: ১৯৬টি (আগস্ট ২০২৫ পর্যন্ত)
-
সর্বশেষ সদস্য: পালাউ
-
মূল কাজ: আন্তর্জাতিক অপরাধ তদন্তে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা করা (যেমন – মানবপাচার, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, মাদক চোরাচালান ইত্যাদি)।
👉 এই টপিক সাধারণত International Organizations / Current Affairs অধ্যায় থেকে আসতে পারে।

0
Updated: 2 months ago
কোন সভ্যতা আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামে পরিচিত?
Created: 1 month ago
A
প্রথম মেসোপটেমীয় সভ্যতা
B
হেলেনিস্টিক সভ্যতা
C
মিশরীয় সভ্যতা
D
হেলেনিক সভ্যতা
হেলেনিস্টিক সভ্যতা
- গ্রিকবীর আলেকজান্ডার কর্তৃক পারস্য সাম্রাজ্য ও উত্তর আফ্রিকা বিজয়ের পরবর্তী সময়ে এসব অঞ্চলে গ্রিক সংস্কৃতির প্রসার ঘটে।
- এতে করে গ্রিক সংস্কৃতি ও তার বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে যে সভ্যতা বা সংস্কৃতি গড়ে উঠেছিলো তা হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিতি পায়।
- হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্রভূমি ছিলো মিশরের আলেকজান্দ্রিয়া।
- যার কারণে একে অনেক ক্ষেত্রে আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামেও ডাকা হয়।
- হেলেনিস্টিক সভ্যতা খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩১ অব্দ পর্যন্ত টিকেছিলো।
- রোমানদের হাতে হেলেনিস্টিক সভ্যতার পতন ঘটে।
অন্যদিকে,
- গ্রিসের মূল ভূখণ্ডে খ্রিস্টপূর্ব ৫০৭ থেকে খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ সময়ে গড়ে উঠা সভ্যতা হেলেনিক সভ্যতা নামে পরিচিত।

0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি আরব লীগের সদস্য নয়? [ আগস্ট,২০২৫]
Created: 2 months ago
A
মরক্কো
B
তুরস্ক
C
কাতার
D
আলজেরিয়া
আরব লীগ (Arab League)
-
প্রকার ও অঞ্চল:
-
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংস্থা
-
লক্ষ্য: রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সদস্য দেশগুলোর সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
স্বাক্ষরিত: ৭ অক্টোবর, ১৯৪৪
-
গঠন: ২২ মার্চ, ১৯৪৫
-
ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৭টি — মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া, উত্তর ইয়েমেন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ২২টি রাষ্ট্র [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: কায়রো, মিশর
-
উল্লেখ্য: তুরস্ক আরব লীগের সদস্য নয়
-
বর্তমান সদস্য দেশসমূহ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া
-
উৎস: Arab League ওয়েবসাইট

0
Updated: 2 months ago