অপারেশন রাইজিং লায়ন কোন দেশের পরিচালিত অভিযান?
A
ইউক্রেন
B
ইসরায়েল
C
ভারত
D
পাকিস্তান
উত্তরের বিবরণ
অপারেশন রাইজিং লায়ন
-
পরিচয়: ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযান
-
নামের অর্থ: বাইবেলের একটি অনুচ্ছেদ থেকে নেওয়া, সিংহের প্রতীকী শক্তি ও ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির প্রতীক
-
তারিখ ও সময়: ১৩ জুন ২০২৫-এর ভোর
-
পরিচালন: ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে
-
প্রক্রিয়া:
-
ড্রোন ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা
-
প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা
-
ইরানের প্রতিক্রিয়া:
-
পাল্টা হামলার নাম: অপারেশন টু প্রমিজ থ্রি
-
কার্যক্রম: শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া
উৎস: যুগান্তর

0
Updated: 2 months ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Created: 2 weeks ago
A
জোসেফ স্ট্যালিন
B
উইনস্টন চার্চিল এবং ক্লেমেন্ট অ্যাটলি
C
ক্লেমেন্ট অ্যাটলি
D
Correct Answer: B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো ১৯৩৯ থেকে ১৯৪৫ সালের মধ্যে সংঘটিত একটি বিশ্বব্যাপী সামরিক সংঘাত, যা প্রধানত জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হয়। এই যুদ্ধের সময় অক্ষশক্তি ও মিত্রশক্তি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুক্ত ছিল।
-
শুরু: ১ সেপ্টেম্বর, ১৯৩৯; জার্মানির পোল্যান্ড আক্রমণ
-
অক্ষশক্তি: জার্মানি, জাপান, ইতালি
-
মিত্রশক্তি: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি
-
যুক্তরাষ্ট্রের সরাসরি যোগদান: ৮ ডিসেম্বর, ১৯৪১
-
জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ: ৭ মে, ১৯৪৫
-
জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ ও যুদ্ধের সমাপ্তি: ২ সেপ্টেম্বর, ১৯৪৫
-
প্রধান নেতারা:
-
যুক্তরাজ্য: নেভিল চেম্বারলেন (যুদ্ধের শুরুতে), উইনস্টন চার্চিল (পরবর্তী সময়ে)
-
সোভিয়েত ইউনিয়ন: জোসেফ স্ট্যালিন
-
যুক্তরাষ্ট্র: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান
-

0
Updated: 2 weeks ago
নেলসন ম্যান্ডেলা কোন প্রথম দেশের কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন?
Created: 2 months ago
A
জাম্বিয়া
B
কেনিয়া
C
দক্ষিণ আফ্রিকা
D
নাইজেরিয়া
নেলসন ম্যান্ডেলা
-
জন্ম: ১৮ জুলাই ১৯১৮, এমভেজো, দক্ষিণ আফ্রিকা।
-
পরিচয়: দক্ষিণ আফ্রিকার কালো জাতীয়তাবাদী নেতা।
-
রাষ্ট্রপতি: দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি।
-
রাজনৈতিক জীবন:
-
১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান।
-
এফ. ডব্লিউ. ডি ক্লার্ক-এর সাথে মিলে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী এপারথেইড নীতি অবসানে নেতৃত্ব দেন।
-
-
নোবেল পুরস্কার: ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার (ডি ক্লার্ক-এর সাথে যৌথভাবে)।
-
রচনা: Long Walk to Freedom (আত্মজীবনী)।
-
মৃত্যু: ৫ ডিসেম্বর ২০১৩।

0
Updated: 2 months ago
Special Drawing Rights (SDR)-এর গঠনতন্ত্র কবে সংশোধন করা হয়েছে?
Created: 1 week ago
A
১৯৬১ সালে
B
১৯৬২ সালে
C
১৯৬৭ সালে
D
১৯৬৯ সালে
SDR (Special Drawing Rights):
SDR বা Special Drawing Rights হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কর্তৃক সৃষ্ট একটি বিশেষ ধরনের আন্তর্জাতিক মুদ্রা একক, যা মূলত সদস্য দেশগুলোর বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করতে এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়তা করার জন্য ব্যবহৃত হয়।
এটি প্রচলিত অর্থে কোনো দেশের নিজস্ব মুদ্রা নয়; বরং এটি এক ধরনের “supplementary international reserve asset”, যা দেশগুলোর মধ্যে আর্থিক সহায়তা, ঋণ নিষ্পত্তি বা রিজার্ভ বিনিময়ের কাজে ব্যবহৃত হয়।
SDR সম্পর্কিত প্রধান তথ্যাবলি:
-
পূর্ণরূপ: Special Drawing Rights
-
প্রবর্তনকারী সংস্থা: International Monetary Fund (IMF)
-
প্রবর্তনের বছর: ১৯৬৯ (IMF তখন এর গঠনতন্ত্র সংশোধন করে SDR চালু করে)
-
উদ্দেশ্য: সদস্য দেশগুলোর বৈদেশিক মুদ্রার ঘাটতি পূরণ করা এবং বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
ব্যবহার: এটি সরাসরি বাজারে ব্যবহারযোগ্য মুদ্রা নয়, বরং IMF ও সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক লেনদেন, ঋণ বা সাহায্য প্রদানের ক্ষেত্রে হিসাবের মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়।
SDR-এর মান নির্ধারণ:
-
SDR-এর মান নির্ভর করে পাঁচটি প্রধান বৈশ্বিক মুদ্রার একটি ঝুড়ির (currency basket) ওপর, যেগুলো হলো:
-
মার্কিন ডলার (USD)
-
ইউরো (EUR)
-
চীনা রেনমিনবি (CNY)
-
জাপানি ইয়েন (JPY)
-
ব্রিটিশ পাউন্ড স্টার্লিং (GBP)
-
-
SDR-এর মূল্য প্রতিদিন লন্ডনের সময় দুপুরে প্রকাশিত স্পট এক্সচেঞ্জ রেটের ভিত্তিতে নির্ধারিত হয় এবং নিয়মিতভাবে IMF কর্তৃক হালনাগাদ করা হয়।
SDR-এর গুরুত্ব:
-
এটি কোনো দেশের আন্তর্জাতিক রিজার্ভ বৃদ্ধি করে।
-
বৈদেশিক মুদ্রা ঘাটতি বা অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলোকে সহজে ঋণ গ্রহণ ও পরিশোধে সহায়তা করে।
-
আন্তর্জাতিক আর্থিক ভারসাম্য রক্ষায় SDR একটি নির্ভরযোগ্য হিসাবের একক (unit of account) হিসেবে কাজ করে।

0
Updated: 1 week ago