A
ইরান
B
ইসরায়েল
C
যুক্তরাষ্ট্র
D
রাশিয়া
উত্তরের বিবরণ
গোল্ডেন ডোম (Golden Dome)
-
যুক্তরাষ্ট্র একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ তৈরি করছে
-
ধরণ: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
-
অনুপ্রেরণা: ইসরায়েলের ‘আয়রন ডোম’
-
ঘোষণা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারা
-
লক্ষ্য: চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলা
-
কার্যকর হবে: প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষের দিকে
উল্লেখযোগ্য:
-
আয়রন ডোম: ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা
-
প্যাট্রিয়ট: মার্কিন সেনাবাহিনীর প্রাথমিক টার্মিনাল-ফেজ অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল (ABM) সিস্টেম
উৎস: বিবিসি নিউজ

0
Updated: 2 weeks ago
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় কবে?
Created: 2 weeks ago
A
১৯৮৯ সালে
B
১৯৯৫ সালে
C
১৯৯০ সালে
D
১৯৯৭ সালে
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
স্বাক্ষর ও স্থান: কিয়োটো, জাপান, ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
সংক্ষিপ্ত বিবরণ: এটি জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি
-
উদ্দেশ্য: কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস করা
-
উল্লেখযোগ্য তথ্য:
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ সুদান প্রটোকলটি সমর্থন করেনি
-
২০১২ সালে কানাডা নিজেকে প্রটোকল থেকে প্রত্যাহার করে
-
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
অটোয়া কনভেনশন কোন অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে?
Created: 2 weeks ago
A
পারমাণবিক
B
স্থলমাইন
C
রাসায়নিক
D
জৈব রাসায়নিক
অটোয়া কনভেনশন (Ottawa Convention)
-
অটোয়া কনভেনশন, যা “Mine Ban Treaty” বা “স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি” নামেও পরিচিত।
-
এই চুক্তি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন (Anti-Personnel Landmines) এর ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তর নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ডিসেম্বর ১৯৯৭ সালে কানাডার রাজধানী অটোয়ায়।
-
কার্যকর: ১ মার্চ ১৯৯৯ থেকে।
-
প্রধান উদ্দেশ্য: বিশ্বব্যাপী স্থলমাইন ব্যবহার বন্ধ করা এবং মানবিক ক্ষতি হ্রাস করা।
অংশগ্রহণকারী দেশসমূহ
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির সদস্য।
-
স্বাক্ষরকারী কিন্তু অননুমোদিত দেশ: মার্শাল দ্বীপপুঞ্জ।
-
অ-স্বাক্ষরকারী দেশ: ৩৪টি দেশ, এর মধ্যে উল্লেখযোগ্য—
-
যুক্তরাষ্ট্র (USA)
-
রাশিয়া (Russia)
-
চীন (China)
-
প্রভাব ও গুরুত্ব
-
এই চুক্তির ফলে স্বাক্ষরকারী দেশগুলো মাইন ধ্বংস করেছে এবং ব্যবহার বন্ধ করেছে।
-
অ-স্বাক্ষরকারী অনেক দেশও বাস্তবে চুক্তির শর্ত মানছে এবং মজুদ ধ্বংস করছে।
-
স্থলমাইন দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশসমূহ হলো:
-
আফগানিস্তান,
-
অ্যাঙ্গোলা,
-
কম্বোডিয়া,
-
চাদ,
-
ইরাক,
-
ইউক্রেন।
-

0
Updated: 2 weeks ago
বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করেছে-
Created: 2 weeks ago
A
মেটা
B
টেসলা
C
মাইক্রোসফট
D
স্টারলিংক
মাইক্রোসফট ও এনভিডিয়া: বাজারমূল্য সংক্রান্ত তথ্য
-
মাইক্রোসফট:
-
বিশ্বে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছাড়াল।
-
রাজস্ব: ৭৬.৪ বিলিয়ন ডলার
-
মাইলফলক অর্জন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নির্মাতা এনভিডিয়ার পর।
-
-
এনভিডিয়া:
-
প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে।
-
এক বছরের মধ্যে বাজারমূল্য তিনগুণ বৃদ্ধি।
-
মাইলফলক অর্জনের তারিখ: ৯ জুলাই
-

0
Updated: 2 weeks ago