কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় কবে?
A
১৯৮৯ সালে
B
১৯৯৫ সালে
C
১৯৯০ সালে
D
১৯৯৭ সালে
উত্তরের বিবরণ
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
স্বাক্ষর ও স্থান: কিয়োটো, জাপান, ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
সংক্ষিপ্ত বিবরণ: এটি জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি
-
উদ্দেশ্য: কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস করা
-
উল্লেখযোগ্য তথ্য:
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ সুদান প্রটোকলটি সমর্থন করেনি
-
২০১২ সালে কানাডা নিজেকে প্রটোকল থেকে প্রত্যাহার করে
-
উৎস: Britannica

0
Updated: 2 months ago
'নানকিং চুক্তি' কোন যুদ্ধের সাথে জড়িত?
Created: 2 weeks ago
A
আফিম যুদ্ধ
B
কোরিয় যুদ্ধ
C
বসনিয়া যুদ্ধ
D
বক্সারের যুদ্ধ
আফিম যুদ্ধ ছিল চীনের সঙ্গে ব্রিটেনের মধ্যে সংঘটিত এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা মূলত আফিমের চোরাচালান ও ব্যবসায়িক স্বার্থকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে চীনা শাসকগোষ্ঠী পরাজিত হয় এবং ব্রিটিশদের সঙ্গে নানকিং চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
-
আফিম যুদ্ধ:
-
ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশ শতকের গোড়া থেকে চীনের সঙ্গে ব্যবসায় ঘাটতি মেটাতে বঙ্গদেশ থেকে আফিম রপ্তানি শুরু করে।
-
১৮৩৯ সালে চীনা শাসকগোষ্ঠী আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
-
কোম্পানি অবৈধভাবে আফিম ব্যবসা চালিয়ে যাওয়ায় চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
প্রথম আফিম যুদ্ধে চীনা পক্ষ পরাজিত হয়।
-
-
নানকিং চুক্তি (১৮৪২):
-
চীনা শাসকগোষ্ঠী ব্রিটিশদের সঙ্গে একটি অপমানজনক চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
-
চুক্তি প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে।
-
চুক্তির মাধ্যমে ব্রিটিশদের হংকং নিয়ন্ত্রণ প্রদান করা হয়।
-

0
Updated: 2 weeks ago
V-20 জোট গঠনের উদ্যোক্তা কে?
Created: 2 months ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
ক্লাইমেট ভালনারেবল ফোরাম
C
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
D
বিশ্বব্যাংক
V-20 বা Vulnerable Twenty Group
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের একটি জোট।
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম সভা: লিমা, পেরু
-
উদ্যোক্তা: Climate Vulnerable Forum (CVF)
-
প্রাথমিক ২০টি সদস্য দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম
-
বর্তমান সদস্য দেশ: ৭০ টি [আগস্ট, ২০২৫]
উৎস: V-20 ওয়েবসাইট

0
Updated: 2 months ago
বাব-এল-মান্দেব প্রণালী কোন দুটি স্থলভাগের মাঝে অবস্থিত?
Created: 2 months ago
A
সৌদি আরব ও ইরান
B
সোমালিয়া ও ওমান
C
সুদান ও সৌদি আরব
D
ইয়েমেন ও জিবুতি
বাব এল-মান্দেব প্রণালী:
-বাব এল-মান্দেব প্রণালী আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী।
- ইয়েমেন ও জিবুতি/ইরিত্রিয়া দুটি স্থলভাগের মাঝে অবস্থিত।
- এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে।
- এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।
- প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত। পশ্চিম চ্যানেলটি ২৬কিমি জুড়ে এবং পূর্ব দিকে ৩ কিমি প্রশস্ত।
- প্রণালীটির আরবি নামের অর্থ 'কান্নার দ্বার'।

0
Updated: 2 months ago