OPCW শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
A
২০১০ সালে
B
২০০৭ সালে
C
২০১৩ সালে
D
২০১৫ সালে
উত্তরের বিবরণ
OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭
-
সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ড
-
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
-
-
সমর্থনকারী দেশ: ১৯৩টি
-
স্বাক্ষর করেনি: দক্ষিণ সুদান, মিশর, উত্তর কোরিয়া
-
ইসরায়েল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন দেয়নি
-
বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করেছে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়
-
উল্লেখযোগ্য অর্জন: OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে
উৎস: OPCW ওয়েবসাইট

0
Updated: 2 months ago
কোন জলপ্রপাত ‘মোজি-ওয়া-তুনিয়া’ নামে পরিচিত?
Created: 1 month ago
A
নায়াগ্রা জলপ্রপাত
B
ভিক্টোরিয়া জলপ্রপাত
C
অ্যাঞ্জেল জলপ্রপাত
D
ক্যাইয়েট্যুর জলপ্রপাত
জলপ্রপাত:
- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি।
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’।
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০০ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে।
- ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে।
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়।
- ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’।
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া।
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।

0
Updated: 1 month ago
সর্বোচ্চ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চীন ও যুক্তরাষ্ট্র
B
চীন ও ভারত
C
ভারত ও যুক্তরাষ্ট্র
D
ভারত ও রাশিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
সাম্রাজ্যের পতন
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
সংজ্ঞা: গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়।
-
কার্যপ্রণালী:
-
এরা সূর্য থেকে আগত অতিবেগুনী (UV) ও অবলোহিত (IR) রশ্মির কিছু অংশ শোষণ করে।
-
পুনরায় মহাশূন্যে ফিরিয়ে দিয়ে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
-
ফলে পৃথিবীতে জীববৈচিত্র্য টিকে থাকার মতো একটি স্থায়ী তাপমাত্রা বজায় থাকে।
-
-
প্রধান গ্রিন হাউস গ্যাস:
-
জলীয় বাষ্প (H₂O)
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
ক্লোরোফ্লুরোকার্বনস (CFCs)
-
গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ (২০২৫ অনুযায়ী)
-
চীন 🌏
-
যুক্তরাষ্ট্র 🇺🇸
-
ভারত 🇮🇳
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) 🇪🇺
-
রাশিয়া 🇷🇺
উৎস:
i) Investopedia
ii) U.S. Environmental Protection Agency (EPA)

0
Updated: 1 month ago
'ওডার-নেইস লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমানা?
Created: 1 month ago
A
জার্মানি ও পোল্যান্ড
B
পর্তুগাল ও স্পেন
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
ইসরাইল ও সিরিয়া
বিভিন্ন দেশের সীমানা নির্ধারণের জন্য বিশ্বে কিছু বিশেষ লাইন নির্ধারিত হয়েছে, যা প্রায়শই রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
-
পার্পল লাইন: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago