’বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক‘ প্রকাশ করে কোন সংস্থা?
A
Earth Watch
B
World Watch
C
German watch
D
Green Watch
উত্তরের বিবরণ
Germanwatch
-
ধরন: অলাভজনক বেসরকারি সংস্থা (NGO)
-
কার্যক্রম: পরিবেশ এবং বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে কাজ করে, বিশেষ করে উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের মধ্যে সম্পর্ক স্থাপন।
-
উল্লেখযোগ্য প্রকাশনা: Global Climate Risk Index (বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক) প্রতি বছর প্রকাশিত হয়।
-
সদর দপ্তর: বন, জার্মানি
-
প্রতিষ্ঠা: ১৯৯১
উৎস: Germanwatch ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
ব্রিকসের সর্বশেষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
ভারত
B
ব্রাজিল
C
দক্ষিণ আফ্রিকা
D
চীন
BRICS হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট, যা প্রধানত emerging economies-এর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গঠিত।
-
পূর্ণরূপ: Brazil, Russia, India, China, South Africa
-
পূর্বনাম: BRIC
-
সদরদপ্তর: নেই
-
বর্তমান সদস্য দেশ [আগস্ট, ২০২৫ অনুযায়ী]: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া
-
সর্বশেষ সম্মেলন: ১৭তম BRICS সম্মেলন, ৬-৭ জুলাই, ২০২৫, রিও ডি জেনেইরো, ব্রাজিল
পর্যবেক্ষক দেশসমূহ
-
আলজেরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম
-
তারা BRICS-এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মতামত বা সহযোগিতা প্রদান করে
উৎস:

0
Updated: 3 weeks ago
বাব-এল-মান্দেব প্রণালী কোন দুটি স্থলভাগের মাঝে অবস্থিত?
Created: 2 months ago
A
সৌদি আরব ও ইরান
B
সোমালিয়া ও ওমান
C
সুদান ও সৌদি আরব
D
ইয়েমেন ও জিবুতি
বাব এল-মান্দেব প্রণালী:
-বাব এল-মান্দেব প্রণালী আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী।
- ইয়েমেন ও জিবুতি/ইরিত্রিয়া দুটি স্থলভাগের মাঝে অবস্থিত।
- এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে।
- এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।
- প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত। পশ্চিম চ্যানেলটি ২৬কিমি জুড়ে এবং পূর্ব দিকে ৩ কিমি প্রশস্ত।
- প্রণালীটির আরবি নামের অর্থ 'কান্নার দ্বার'।

0
Updated: 2 months ago
M-19 কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
Created: 1 week ago
A
রাশিয়া
B
নিকারাগুয়া
C
পেরু
D
কলম্বিয়া
এম-১৯ (M-19) হলো কলম্বিয়ার একটি নগরমুখী মার্কসবাদী গেরিলা সংগঠন, যা দেশের নিজস্ব সমাজতান্ত্রিক মতাদর্শ অনুসরণ করতো।
-
প্রতিষ্ঠা: ১৯৭৩–৭৪, ভিন্নমতাবলম্বী আনাপো সদস্য, অসন্তুষ্ট কমিউনিস্ট ও FARC গেরিলাদের মাধ্যমে।
-
নামকরণ: ১৯৭০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ থেকে দলটির নাম নেওয়া হয়।
-
বৈশিষ্ট্য: আন্তর্জাতিক মডেল অনুসরণ না করে কলম্বিয়ার ইতিহাসভিত্তিক সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ।
-
উল্লেখযোগ্য কর্মকাণ্ড:
-
সিমন বলিভারের তরবারি চুরি।
-
১৯৭৮ সালে বোগোটা অস্ত্রাগারে সুড়ঙ্গ খনন করে অস্ত্র লুণ্ঠন।
-
১৯৮০ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের দূতাবাসে অতিথি অপহরণ।
-
-
শান্তি ও রাজনৈতিক রূপান্তর: ১৯৯০ সালের মার্চে শান্তি চুক্তি স্বাক্ষর, এপ্রিল মাসে বৈধ রাজনৈতিক দল আলিয়াঞ্জা ডেমোক্র্যাটিকা এম-১৯ এ রূপান্তর।

0
Updated: 1 week ago