বর্তমানে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ- [ আগস্ট, ২০২৫]
A
সোমালিয়া
B
বুরকিনা ফাসো
C
দক্ষিণ সুদান
D
সিরিয়া
উত্তরের বিবরণ
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ (Global Terrorism Index 2025):
-
প্রকাশক: Institute for Economics & Peace (IEP), অস্ট্রেলিয়া
-
প্রকাশের তারিখ: মার্চ ২০২৫
-
শীর্ষ ৫টি দেশ সন্ত্রাসের প্রভাবের দিক থেকে:
-
বুরকিনা ফাসো
-
পাকিস্তান
-
সিরিয়া
-
মালি
-
নাইজার
-

0
Updated: 2 months ago
The North Atlantic Treaty Organization (NATO)-কী ধরনের জোট?
Created: 1 week ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক জোট
C
সংস্কৃতিক জোট
D
মেধা ও বুদ্ধিবৃত্তিক জোট
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও সমন্বয় বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
ন্যাটো ৪ এপ্রিল, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
-
এটি প্রতিষ্ঠিত হয় উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
-
বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
-
সর্বশেষ সদস্য দেশ হলো সুইডেন (২০২৪)।
-
ন্যাটোর বর্তমান মহাসচিব হলেন সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, যিনি ১ অক্টোবর, ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।

0
Updated: 1 week ago
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কবে?
Created: 1 week ago
A
১২ আগস্ট
B
১৪ আগস্ট
C
১৫ আগস্ট
D
১৭ আগস্ট
প্রতি বছর ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়, যা যুবশক্তি ও তারুণ্যের বিকাশকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে পালন করা হয়। এবছরের দিবসের প্রতিপাদ্য হলো “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”।
-
যুব দিবসের প্রবর্তনা ঘটে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’-এ, যেখানে ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব দেওয়া হয়।
-
পরবর্তী বছর ১৯৯৯ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
-
এই দিবসের মূল উদ্দেশ্য হলো বিশ্বের সব দেশের সরকারের মধ্যে যুবদের প্রতি মনোযোগ বৃদ্ধি, তাদের প্রয়োজনীয়তা পূরণে সচেতনতা তৈরি এবং তরুণদের বিকাশ ও অংশগ্রহণ নিশ্চিত করা।

0
Updated: 1 week ago
ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
Created: 3 weeks ago
A
জার্মানি
B
রাশিয়া
C
শ্রীলংকা
D
যুক্তরাষ্ট্র
FSB (The Federal Security Service) হলো রাশিয়ার প্রধান গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা। এটি সোভিয়েত সময়ে KGB (Committee for State Security) নামে পরিচিত ছিল।
সংগঠনের ইতিহাস ও কার্যক্রম:
-
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর, ১৯৯৪-৯৫ সালে সংস্থার নাম হয় Federal Counterintelligence Service (FSK)।
-
বর্তমানে FSB রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, ফেডারেল আইন ভঙ্গ সংক্রান্ত তদন্ত ও অপরাধী সনাক্তকরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।
-
এটি ইউরোপের বৃহত্তম নিরাপত্তা সংস্থা হিসেবে বিবেচিত।
-
কেন্দ্রীয় দপ্তর: মস্কোর লুবিয়ানকা স্কোয়ার, যা আগে KGB সদর দপ্তর হিসেবে পরিচিত ছিল।
অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা:
-
শ্রীলঙ্কা: National Intelligence Bureau (NIB)
-
যুক্তরাজ্য: SIS/MI6 (Secret Intelligence Service and Military Intelligence, Section 6)
-
ইসরায়েল: MOSSAD
উৎস:

0
Updated: 3 weeks ago