A
Her decision was inevitable after long consideration.
B
He brushed his inevitable every morning.
C
Inevitable is what I wear to the gym.
D
We cooked some inevitable for dinner.
উত্তরের বিবরণ
Adjective: inevitable
Correct Sentence:
-
ক) Her decision was inevitable after long consideration.
Meaning:
-
English: Certain to happen and impossible to avoid or prevent
-
Bangla: অবশ্যম্ভাবী; যা এড়ানো যায় না বা যা অবশ্যই ঘটবেই
Example Sentences:
-
After the storm damaged the bridge, its closure was inevitable for safety reasons.
-
With the evidence stacked against him, his resignation seemed inevitable.
ব্যাখ্যা বাকি অপশনগুলোর:
-
খ) He brushed his inevitable every morning.
-
ভুল। "Inevitable" বিশেষণ; কখনও বস্তু নির্দেশ করে না। তাই "his inevitable" বাক্যে ব্যবহার অযথা।
-
-
গ) Inevitable is what I wear to the gym.
-
ভুল। "Inevitable" কোনো পোশাকের নাম নয়, তাই প্রসঙ্গগত অর্থে অপ্রাসঙ্গিক।
-
-
ঘ) We cooked some inevitable for dinner.
-
ভুল। "Inevitable" কোনো খাবারের নাম নয়; রান্নার প্রসঙ্গে ব্যবহার অসঙ্গত।
-
Source:
-
Merriam-Webster Dictionary
-
Oxford Dictionary
-
Accessible Dictionary

0
Updated: 2 weeks ago
Question No. (65-69) are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence. 65) Government has been entrusted ____ elected politicians.
Created: 1 month ago
A
with
B
for
C
to
D
at
Entrust শব্দের অর্থ হলো—কোনো দায়িত্ব বা বস্তু কাউকে দেওয়া, যাতে সে তা সঠিকভাবে পালন বা রক্ষণাবেক্ষণ করে।
Entrust Subject with Something (কারো উপর কোনো দায়িত্ব বা বস্তু অর্পণ করা):
-
অনেকেই কোম্পানির ওপর আস্থা রেখে তাদের অবসরকালীন সঞ্চয় অর্থ বিনিয়োগ করেছিলেন।
-
Be entrusted with something/somebody: আমি অর্থ দেখভালের দায়িত্বে নিযুক্ত ছিলাম।
Entrust Something to Subject (কোনো কিছু কাউকে অর্পণ করা):
-
সে একটি স্থানীয় আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানের কাছে বন্ধক ব্যবস্থা করানোর দায়িত্ব অর্পণ করেছিল।
-
দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা নিলাম আয়োজনের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।
আমরা এডিনবরার শীর্ষস্থানীয় কিছু ব্যবসায়ীকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত করেছি।
Entrusted with something: মানে হলো কোনো কিছুর দায়িত্ব পাওয়ায় তার প্রতি আস্থা স্থাপন করা হয়েছে।
-
Entrusted to someone: এখানে বোঝানো হয়, কোনো দায়িত্ব বা কাজ কাউকে অর্পণ করা হয়েছে—এক্ষেত্রে যেহেতু politicians একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ, তাই সঠিক হবে Entrusted to।
তথ্যসূত্র: ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 1 month ago
What would have happened if__________?
Created: 1 month ago
A
the bridge is broken
B
the bridge would break
C
the bridge had broken
D
the bridge had been broken
সঠিক বাক্য গঠনের জন্য প্রাসঙ্গিক নিয়ম
-
প্রদত্ত বাক্যটি ছিল: "What would have happened if the bridge had been broken?"
-
এটি একটি Third Conditional (বা Perfect Conditional) বাক্যের উদাহরণ।
• Third Conditional বাক্যের কাঠামো অনুযায়ী:
-
যদি If-Clause-এ Past Perfect Tense (had + verb-এর past participle) থাকে, তাহলে Main Clause-এ would have/could have + verb-এর past participle বসে।
-
যদি ঘটনাটি passive voice-এ প্রকাশ পায়, তবে If-Clause-এ ব্যবহার হয়: had been + past participle।
• কাঠামো (Structure):
If + Past Perfect Tense
→ would have/could have + past participle
উদাহরণ:
-
If you had studied, you would have passed.
-
What would have happened if the train had been delayed?
• উল্লেখযোগ্য বিষয়:
-
মূল বাক্যে clause-এর অবস্থান অদল-বদল করা হয়েছে, অর্থাৎ "would have happened" আগে এসেছে এবং "if the bridge had been broken" পরে বসেছে।
-
যেহেতু bridge নিজে নিজে কাজ করে না, এটি একটি passive construction।
-
তাই, "if" clause-টি হবে: If the bridge had been broken, যেখানে had been + broken passive structure নির্দেশ করে।

0
Updated: 1 month ago
Rubber is notable for its-
Created: 1 month ago
A
lightness
B
heaviness
C
elasticity
D
viscosity
• Rubber বিশেষভাবে পরিচিত তার – ইলাস্টিসিটি (স্থিতিস্থাপকতা) বা প্রসারণশীলতার জন্য।
• Rubber (রাবার): [noun]
ইংরেজিতে অর্থ: একটি প্রসারণশীল পদার্থ, যা নির্দিষ্ট কিছু গ্রীষ্মমণ্ডলীয় গাছের রস থেকে বা কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়।
• প্রশ্নে উল্লিখিত অন্যান্য অপশনগুলোর অর্থ নিম্নরূপ:
– Heaviness: ভার বা ওজনের অনুভূতি।
– Lightness: হালকাভাব বা লঘুতা।
– Brightness: উজ্জ্বলতা বা দীপ্তি।
• উপরোক্ত শব্দগুলোর মানে বিচার করলে বোঝা যায়, এদের কোনোটিই rubber এর স্বভাবগত বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায় না।
তাই সঠিক উত্তর হবে – Elasticity (স্থিতিস্থাপকতা)।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 1 month ago