Which sentence correctly uses the word "Inevitable"?
A
Her decision was inevitable after long consideration.
B
He brushed his inevitable every morning.
C
Inevitable is what I wear to the gym.
D
We cooked some inevitable for dinner.
উত্তরের বিবরণ
Adjective: inevitable
Correct Sentence:
-
ক) Her decision was inevitable after long consideration.
Meaning:
-
English: Certain to happen and impossible to avoid or prevent
-
Bangla: অবশ্যম্ভাবী; যা এড়ানো যায় না বা যা অবশ্যই ঘটবেই
Example Sentences:
-
After the storm damaged the bridge, its closure was inevitable for safety reasons.
-
With the evidence stacked against him, his resignation seemed inevitable.
ব্যাখ্যা বাকি অপশনগুলোর:
-
খ) He brushed his inevitable every morning.
-
ভুল। "Inevitable" বিশেষণ; কখনও বস্তু নির্দেশ করে না। তাই "his inevitable" বাক্যে ব্যবহার অযথা।
-
-
গ) Inevitable is what I wear to the gym.
-
ভুল। "Inevitable" কোনো পোশাকের নাম নয়, তাই প্রসঙ্গগত অর্থে অপ্রাসঙ্গিক।
-
-
ঘ) We cooked some inevitable for dinner.
-
ভুল। "Inevitable" কোনো খাবারের নাম নয়; রান্নার প্রসঙ্গে ব্যবহার অসঙ্গত।
-
Source:
-
Merriam-Webster Dictionary
-
Oxford Dictionary
-
Accessible Dictionary

0
Updated: 2 months ago
My friend always goes home ___ foot.
Created: 2 months ago
A
by
B
with
C
on a
D
on
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: on
-
পূর্ণ বাক্য: My friend always goes home on foot.
• On foot – অর্থ: পায়ে হেঁটে
-
যখন কেউ কোথাও পায়ে হেঁটে যায়, তখন "on foot" ব্যবহৃত হয়।
-
উদাহরণ: It takes around 30 minutes on foot, whereas it’s only 10 minutes by car.
অর্থাৎ, কোন জায়গায় হেঁটে যাওয়ার সময় "on foot" বলেই বোঝানো হয় যে যাত্রাটি পায়ে হেঁটে সম্পন্ন হচ্ছে।

0
Updated: 2 months ago
We need two hundred dollars ____ this to pay for everything.
Created: 2 months ago
A
as well
B
also
C
beside
D
besides
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে - besides
-
পূর্ণ বাক্য: We need two hundred dollars besides this to pay for everything.
(আমাদের এই টাকার পাশাপাশি আরও দুইশো ডলার প্রয়োজন সব খরচ মেটাতে।)
• Besides শব্দের ব্যাখ্যা:
-
ইংরেজি অর্থ: in addition to; also
-
বাংলা অর্থ: তদুপরি, ছাড়াও, অতিরিক্তভাবে, আরও।
• সাধারণত besides শব্দটি তখন ব্যবহার হয়, যখন কোনো কিছুর সাথে আরেকটি অতিরিক্ত বা বাড়তি চাহিদা বোঝাতে চাই। এটি প্রায়ই বাক্যে যুক্তভাবে ব্যবহৃত হয়ে থাকে, যাতে বোঝানো হয় কিছু ছাড়াও আরও কিছু প্রয়োজন বা যুক্ত হচ্ছে।

0
Updated: 2 months ago
__________ others is a great deed.
Created: 2 months ago
A
To help
B
Help
C
To helping
D
To have helped
নিশ্চিত উত্তর: ক) To help
সম্পূর্ণ বাক্য: To help others is a great deed.
বাংলায় অর্থ: অন্যদের সাহায্য করা একটি মহান কাজ।
• এই বাক্যে "To help others" হলো subject, অর্থাৎ বাক্যের বিষয়বস্তু। এখানে infinitive (to + verb) ফর্ম ব্যবহার করা হয়েছে।
• যখন subject হিসেবে verb ব্যবহার করা হয়, তখন সাধারণত "to + verb" (infinitive) অথবা "verb + ing" (gerund) ব্যবহার করতে হয়।
অন্য অপশনগুলো দেখে নেওয়া যাক:
খ) Help:
→ শুধু verb-এর base form; subject হিসেবে এটি ভুল, কারণ subject-এ "to" ছাড়া verb আসে না।
গ) To helping:
→ ভুল ব্যবহার, কারণ “to” এর পর verb-এর base form (to + verb) থাকা উচিত, gerund (verb + ing) নয়।
ঘ) To have helped:
→ এটি perfect infinitive, তবে এখানে simple infinitive দরকার।
সারসংক্ষেপ:
Subject হিসেবে verb ব্যবহার করতে হলে "to + verb" ফর্ম (infinitive) ব্যবহার করতে হবে।
যেমন, "To help others is good."
Infinitive কি?
Infinitive হলো verb-এর একটি ফর্ম, যা সাধারণত "to + verb" আকারে থাকে এবং বাক্যে subject বা object হিসেবে কাজ করে।
যেমন:
-
I want to eat.
-
To read books is fun.
Infinitive দুই ধরনের:
১) To-সহ infinitive: যেমন to go, to play, to help
২) To-বিহীন infinitive (bare infinitive): সাধারণত কিছু বিশেষ verb যেমন let, make, help ইত্যাদির পরে ব্যবহৃত হয়।
যেমন: I helped them study.
সংক্ষেপে: Subject হিসেবে verb ব্যবহার করতে হলে "to + verb" ফর্ম সঠিক। তাই এখানে সঠিক উত্তর হলো: To help

0
Updated: 2 months ago