A
Bring a gift
B
Confirm attendance
C
Dress formally
D
Arrive early
উত্তরের বিবরণ
RSVP
সংজ্ঞা ও অর্থ:
-
RSVP হলো ফরাসি শব্দগুচ্ছ “Répondez s'il vous plaît” এর সংক্ষিপ্ত রূপ।
-
অর্থ: “অনুগ্রহ করে উত্তর দিন” (Please respond)।
-
Invitation Card বা আমন্ত্রণপত্রে RSVP ব্যবহৃত হয় যাতে আয়োজক জানতে পারে যে আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানটিতে উপস্থিত হবেন কি না।
উদ্দেশ্য:
-
RSVP-এর মাধ্যমে আয়োজক guests-এর উপস্থিতি নিশ্চিত করতে পারেন।
-
এটি পরিকল্পনা সহজ করে, যেমন:
-
আসন সংখ্যা নির্ধারণ
-
খাবারের পরিমাণ ঠিক করা
-
অন্যান্য অনুষ্ঠানিক প্রস্তুতি
-
সঠিক উত্তর:
-
C) Confirm attendance
Source:
-
Cambridge Dictionary
-
Collins Dictionary

0
Updated: 2 weeks ago
The God of Small Things belongs to which author?
Created: 2 weeks ago
A
William Blake
B
George Orwell
C
Arundhati Roy
D
Alexander Pope
The God of Small Things (১৯৯৭) ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় (পুরো নাম Suzanna Arundhati Roy) রচিত প্রথম ও বিখ্যাত উপন্যাস, যা বুকার পুরস্কার লাভ করে। ১৯৬০ সালের কেরালার প্রেক্ষাপটে এক পরিবারের গল্পের মাধ্যমে প্রেম, সামাজিক বৈষম্য, লিঙ্গভিত্তিক ও রাজনৈতিক জটিলতা চিত্রিত হয়েছে। উপন্যাসটি ছোট ছোট বিষয়ে জীবনের গভীর প্রভাবকে তুলে ধরে।
বিখ্যাত রচনা: The God of Small Things, The Ministry of Utmost Happiness।
উত্তর: গ) অরুন্ধতী রায়

0
Updated: 2 weeks ago
The Cocktail Party was written by
Created: 5 days ago
A
T. S Eliot
B
Jonathan Swift
C
G. B. Shaw
D
W. B. Yeats
✦ উত্তর
ক) T. S. Eliot
✦ The Cocktail Party
-
লেখক: T. S. Eliot
-
ধরণ: Play / verse drama in three acts
-
লিখিত: 1949
-
প্রকাশিত: 1950
-
ভিত্তি: Alcestis by Euripides
-
শৈলী: Morality play, presented as a comedy of manners
-
বিশেষত্ব: Eliot-এর সবচেয়ে commercially successful play, পূর্বের নাটকের তুলনায় আরও conventional এবং কম poetic
✦ T. S. Eliot (1888–1965)
-
পুরো নাম: Thomas Stearns Eliot
-
জন্ম: September 26, 1888, St. Louis, Missouri, U.S.
-
মৃত্যু: January 4, 1965, London
-
বৈশিষ্ট্য: ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক
-
পুরস্কার: 1948 সালে সাহিত্যে Nobel Prize

0
Updated: 5 days ago
Who composed the sonnet "Ozymandias"?
Created: 1 week ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica

0
Updated: 1 week ago