What does RSVP on an invitation typically ask the recipient to do?
A
Bring a gift
B
Confirm attendance
C
Dress formally
D
Arrive early
উত্তরের বিবরণ
RSVP
সংজ্ঞা ও অর্থ:
-
RSVP হলো ফরাসি শব্দগুচ্ছ “Répondez s'il vous plaît” এর সংক্ষিপ্ত রূপ।
-
অর্থ: “অনুগ্রহ করে উত্তর দিন” (Please respond)।
-
Invitation Card বা আমন্ত্রণপত্রে RSVP ব্যবহৃত হয় যাতে আয়োজক জানতে পারে যে আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানটিতে উপস্থিত হবেন কি না।
উদ্দেশ্য:
-
RSVP-এর মাধ্যমে আয়োজক guests-এর উপস্থিতি নিশ্চিত করতে পারেন।
-
এটি পরিকল্পনা সহজ করে, যেমন:
-
আসন সংখ্যা নির্ধারণ
-
খাবারের পরিমাণ ঠিক করা
-
অন্যান্য অনুষ্ঠানিক প্রস্তুতি
-
সঠিক উত্তর:
-
C) Confirm attendance
Source:
-
Cambridge Dictionary
-
Collins Dictionary

0
Updated: 2 months ago
Let ______ solve the problem together.
Created: 1 month ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।

0
Updated: 1 month ago
The phrase "Put up with" means:
Created: 3 weeks ago
A
To prevent
B
To terminate
C
To tolerate
D
To protect
Phrase: Put up with
-
Meaning: To tolerate or endure something
-
Bangla Meaning: সহ্য করা
Examples:
-
I'm too tired to put up with any nonsense.
-
I don't know how she puts up with him.
অন্য বিকল্পসমূহ:
-
ক) To prevent – প্রতিরোধ/নিবারণ করা
-
খ) To terminate – (আনুষ্ঠানিক) ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া
-
ঘ) To protect – নিরাপদ/সুরক্ষিত রাখা
উৎস:

0
Updated: 3 weeks ago
The poem suggests that as we get older, we become more entangled in...
Created: 1 week ago
A
knitting projects
B
worldly and material concerns
C
exciting adventures
D
philosophical debates
কবিতায় জীবনের এক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে যেখানে শৈশবকে দেখা হয়েছে আধ্যাত্মিক নিষ্পাপতা এবং ঈশ্বরীয় সান্নিধ্যের সময় হিসেবে। আত্মা যখন সদ্য ঈশ্বর থেকে এসেছে, তখনও তা “trailing clouds of glory” দ্বারা পরিবেষ্টিত থাকে। এই কারণে শিশুর চোখে প্রকৃতি এক রহস্যময় ও স্বর্গীয় আলোয় ভরা মনে হয়, যেখানে গভীর সৌন্দর্য উপলব্ধি করা যায়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ক্ষীণ হয়ে যায়।
প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের পর মানুষের উপর “custom lie upon thee with a weight”, অর্থাৎ সামাজিক রীতি-নীতি, সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন জীবনের একঘেয়ে রুটিনের চাপ এসে পড়ে। ফলস্বরূপ, শিশুর সেই দিব্য কল্পনাশক্তি ও আধ্যাত্মিক সংযোগ ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যায় এবং তার জায়গা নেয় প্রাপ্তবয়স্কের অনুকরণ ও পার্থিব চিন্তায় নিমগ্নতা। এভাবেই প্রকৃতির মধ্যে ঈশ্বরীয় উপস্থিতি অনুভব করার ক্ষমতা হারিয়ে যায়, যা কবিতার শুরুতে গভীর শোক ও বিষণ্নতার রূপে প্রতিফলিত হয়েছে।
-
শৈশবকে ঈশ্বরের নিকটতম সময় হিসেবে চিত্রিত করা হয়েছে, যেখানে আত্মা এখনও স্বর্গীয় আলোয় আবৃত।
-
শিশুর দৃষ্টিভঙ্গি প্রকৃতিকে রহস্যময় ও আধ্যাত্মিক আভায় পূর্ণ করে তোলে।
-
বয়স বাড়ার সাথে সাথে পৃথিবীর দায়িত্ব, রীতি-নীতি ও বস্তুগত আকাঙ্ক্ষা সেই দৃষ্টি আচ্ছন্ন করে ফেলে।
-
“Light of common day” প্রাপ্তবয়স্ক জীবনের বাস্তব ও নিস্তেজ অভিজ্ঞতার প্রতীক।
-
শৈশবের কল্পনা ও আধ্যাত্মিক সংযোগের জায়গা নেয় অনুকরণভিত্তিক ভূমিকা ও পার্থিব ব্যস্ততা।
-
এই প্রক্রিয়াই কবির মনে ক্ষতি ও বিষণ্নতার বোধ তৈরি করে, যা কবিতার প্রারম্ভিক অংশে স্পষ্টভাবে প্রকাশিত।

0
Updated: 1 week ago