He was too drained to continue the journey. (Compound)
A
He was very drained and then could not continue the journey.
B
He was very drained and can not continue the journey.
C
He was very drained so could continue the journey.
D
He was very drained and could not continue the journey.
উত্তরের বিবরণ
Simple Sentence to Compound Sentence
Rule:
-
যদি Simple sentence-এ too + adjective + to + verb থাকে, তবে Compound sentence-এ:
-
too এর পরিবর্তে very ব্যবহার করতে হবে।
-
to এর পরিবর্তে and ব্যবহার করতে হবে।
-
Tense অনুযায়ী can not / could not বসাতে হবে।
-
বাকী অংশ অপরিবর্তিত থাকবে।
-
Example 1:
-
Simple: He was too drained to continue the journey.
-
Compound: He was very drained and could not continue the journey.
Example 2:
-
Simple: Sabbir was too weak to walk.
-
Compound: Sabbir was very weak and could not walk.

0
Updated: 2 months ago
Change the sentence into a Compound Sentence:
If you do not study, you will fail.
Created: 3 weeks ago
A
Study or you will fail.
B
Study and you will fail.
C
Study but you will fail.
D
Without studying you will fail.
If যুক্ত Complex Sentence থেকে Compound Sentence গঠনের নিয়ম:
-
যদি Complex Sentence টি Negative অর্থবোধক হয়:
১. If থেকে not পর্যন্ত অংশ উঠিয়ে নেওয়া হবে।
২. not এর পরে, কমার আগ পর্যন্ত বাকি অংশ বসানো হবে।
৩. এর পরে or বসানো হবে।
৪. অবশিষ্ট clause বসানো হবে।
উদাহরণ (Negative):
-
Complex Sentence: If you do not study, you will fail.
-
Compound Sentence: Study or you will fail.
-
যদি Complex Sentence টি Affirmative হয়:
১. নিয়ম একই, শুধু or এর পরিবর্তে and ব্যবহার করা হবে।
উদাহরণ (Affirmative):
-
Complex Sentence: If you run fast, you can win the prize.
-
Compound Sentence: Run fast and you can win the prize.

0
Updated: 3 weeks ago
You must work hard in order to succeed. (Compound)
Created: 3 weeks ago
A
Work hard and succeeding.
B
Work hard or you succeed.
C
Work hard and you will succeed
D
If you work hard, you succeed.
সঠিক বাক্য: গ) Work hard and you will succeed
ব্যাখ্যা:
-
এটি একটি compound sentence, কারণ এতে দুটি স্বাধীন clause রয়েছে:
-
Work hard
-
you will succeed
-
উভয় clause “and” দিয়ে যুক্ত।
-
-
বাক্যটি মূল অর্থ “কঠোর পরিশ্রম করলে সফল হবে” সঠিকভাবে প্রকাশ করছে।
Simple Sentence থেকে Compound Sentence রূপান্তর করার নিয়ম:
-
যদি Simple Sentence-এ to + verb (যেমন: to succeed, to pass, to win) কোনো উদ্দেশ্য প্রকাশ করে, অথবা in order to ব্যবহৃত হয়:
-
to + verb থাকলে, “to” বাদ দিয়ে বাক্যের পূর্বের অংশকে Imperative Sentence হিসেবে রূপান্তর করতে হবে।
-
এরপর “and (you will)” বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশ যুক্ত করতে হবে।
-
in order to + verb থাকলে, “in order to” এর জায়গায় “and (you will)” বসাতে হবে।
-
উদাহরণ:
-
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money. -
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed. -
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা:
-
ক) Work hard and succeeding → “succeeding” একটি gerund, যা স্বাধীন clause নয়। তাই এটি compound sentence নয়।
-
খ) Work hard or you succeed → “Or” conjunction অর্থ পরিবর্তন করে এবং মূল বাক্যের উদ্দেশ্য প্রকাশ করে না; এছাড়া “you succeed” present tense, যা মূল বাক্যের “will succeed” (future) এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
-
ঘ) If you work hard, you succeed → এটি একটি complex sentence, কারণ “If you work hard” একটি dependent clause; প্রশ্নে compound sentence চাওয়া হয়েছে, তাই এটি ভুল।

0
Updated: 3 weeks ago
The lunch being over, we left the hotel. (make it compound)
Created: 1 month ago
A
The lunch was over and we left the hotel.
B
The lunch was over but we left the hotel.
C
The lunch was over because we left the hotel.
D
We left the hotel and the lunch was over.
Being যুক্ত Simple Sentence কে Compound Sentence-এ রূপান্তরের নিয়ম:
-
Being-এর বাকী অংশে যে tense আছে, being-কেও সেই tense-এ গঠন করতে হবে।
-
দুইটি বাক্যের মাঝে and ব্যবহার করতে হবে।
-
যদি being যুক্ত বাক্যে subject না থাকে, তবে একই subject being অংশের প্রথমে বসাতে হবে।
উদাহরণ:
-
Simple Sentence: The lunch being over, we left the hotel.
-
Compound Sentence: The lunch was over and we left the hotel.

0
Updated: 1 month ago