শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
A
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
B
বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
C
বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
D
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য:
বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন।
● বিশ্লেষণ:
অপশন ‘ক’-তে ‘দরিদ্রের’ শব্দটির বানান অশুদ্ধ।
অপশন ‘ঘ’-তে ‘স্বীকার’ শব্দ ব্যবহৃত হওয়ায় বাক্যের অর্থগত অসংগতি দেখা দেয়, কারণ এখানে ‘শিকার হন’ উপযুক্ত, ‘স্বীকার করেন’ নয়।
● গুরুত্বপূর্ণ তথ্য:
‘দারিদ্রতা’ শব্দটি একটি অপপ্রয়োগ। এটি ‘দারিদ্র্য’ বা ‘দরিদ্রতা’ নয়।
ঠিক তেমনি, ‘দৈন্যতা’ শব্দটিও ভুল, যার শুদ্ধ রূপ ‘দৈন্য’।
● নিয়ম:
‘তা’, ‘ত্ব’, ও ‘য’ — এ তিনটি বিশেষ্যবাচক প্রত্যয়। এরা কেবলমাত্র বিশেষণ শব্দকে বিশেষ্যরূপ দিতে পারে।
ফলে কোনো শব্দ যদি পূর্ব থেকেই বিশেষ্য হয়, তার সঙ্গে এই প্রত্যয় যুক্ত করা অনুচিত। যেমন:
‘দীন’ (বিশেষণ) + ‘য’ = ‘দৈন্য’ (বিশেষ্য)।
এই ‘দৈন্য’ এর সঙ্গে আবার ‘তা’ যুক্ত করে ‘দৈন্যতা’ বললে তা ভুল হয়।
● কিছু সাধারণ অপপ্রয়োগ ও তাদের শুদ্ধ রূপ:
| অশুদ্ধ শব্দ | শুদ্ধ রূপ |
|---|---|
| অধৈর্যতা | অধৈর্য / ধীরতা |
| আলস্যতা | আলস্য / অলসতা |
| ঐক্যতা | ঐক্য / একতা |
| দৈন্যতা | দৈন্য / দীনতা |
| কার্পণ্যতা | কার্পণ্য / কৃপণতা |
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 5 months ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
অনেক সন্ন্যাসিতে গাজন নষ্ট।
B
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
C
অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
D
অধিক সন্ন্যাসীতে গান নষ্ট।
প্রবাদবাক্য: “অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট” একটি প্রচলিত বাংলা প্রবাদ।
অর্থ: কোনো কাজে দায়িত্ব বা কর্তৃত্ব অনেক জনের হাতে গেলে কাজটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেমন – অনেক জনে নেতৃত্ব দিলে শেষ পর্যন্ত কাজের সমন্বয় থাকে না, আর কাজটা ঠিকমতো হয় না।
কারণ:
-
-
“অধিক” শব্দের অর্থ অনেক বেশি (সংখ্যার অতিরিক্ততা বোঝায়)।
-
“সন্ন্যাসী” মানে যিনি সন্ন্যাস গ্রহণ করেছেন।
-
“গাজন” হলো শিবের আরাধনার উৎসব।
-
অর্থ দাঁড়ায়— “অনেক সন্ন্যাসী একসাথে হলে গাজন উৎসবই নষ্ট হয়ে যায়।”
-
অন্য বিকল্পগুলো—
-
ক) “অনেক সন্ন্যাসিতে” – শুদ্ধ নয়, কারণ এখানে “অধিক” শব্দ প্রবাদে প্রচলিত।
-
গ) একই কারণে ভুল।
-
ঘ) “গান নষ্ট” বললে প্রবাদটির প্রচলিত রূপ পরিবর্তিত হয়ে যায়।
তাই শুদ্ধ বাক্য: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
0
Updated: 1 month ago
‘বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
Created: 1 month ago
A
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
B
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
C
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
D
বিদ্বান মূর্খ অপেক্ষা অধিক শ্রেষ্ঠ।
এখানে বাক্যটির শুদ্ধরুপ হল- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
তার বৈমাত্রেয় সহাদর অসুস্থ
B
চোৱ টি সব মালসুদ্ধ ধরা পড়েছে
C
সমুদয় পক্ষীই নীড় বাঁধে
D
দশচক্রে ঈশ্বর ভূত
এখানে সঠিক বাক্যটি হল সমুদয় পক্ষীই নীড় বাঁধে
0
Updated: 1 month ago