বাংলাদেশের সংবিধান অনুসারে, মন্ত্রিসভা কার কাছে সম্মিলিতভাবে দায়ী থাকে?
A
রাষ্ট্রপতির কাছে
B
স্পিকারের কাছে
C
জাতীয় সংসদের কাছে
D
জনগণের কাছে
উত্তরের বিবরণ
মন্ত্রিসভা ও সংসদীয় দায়বদ্ধতা
-
বাংলাদেশের সংবিধানের ৫৫ অনুচ্ছেদে বলা হয়েছে, মন্ত্রিসভা যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী।
-
অর্থাৎ, প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী সংসদের প্রতি দায়বদ্ধ থাকেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে সংসদকে জবাবদিহি করতে হয়।
-
এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সরকারের কর্মকাণ্ড তদারকি করে।
-
সংসদে যদি মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা হয় এবং তা গৃহীত হয়, তাহলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।
-
এই যৌথ দায়বদ্ধতা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং নির্বাহী বিভাগের ক্ষমতা সীমাবদ্ধ রাখে।
-
ফলে, সংসদ কর্তৃক নিয়ন্ত্রণের এই ব্যবস্থা কার্যত জনগণের অধিকার ও মতামতের প্রতিফলন ঘটায়।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
সংবিধানের কততম সংশোধনীতে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সন্নিবেশিত হয়?
Created: 4 weeks ago
A
ষষ্ঠ
B
সপ্তম
C
চতুর্থ
D
পঞ্চম
পঞ্চম সংশোধনী (বাংলাদেশ সংবিধান):
-
মূল সন্নিবেশ: 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংযোজন
-
অনুমোদন: ১৯৭৯ সালে জাতীয় সংসদ
-
প্রভাব: সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন
-
সংশ্লিষ্ট আইন ও অধ্যাদেশ: ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত প্রযোজ্য সমস্ত সামরিক বিধি ও অধ্যাদেশ পঞ্চম সংশোধনীর আওতায় আনা হয়
-
জাতীয়তা সংক্রান্ত পরিবর্তন: বাঙালি জাতীয়তাবাদের স্থলে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত

0
Updated: 4 weeks ago
সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
Created: 2 months ago
A
দ্বিতীয় ভাগ
B
তৃতীয় ভাগ
C
চতুর্থ ভাগ
D
পঞ্চম ভাগ
সংবিধানে মৌলিক অধিকার:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে ‘মৌলিক অধিকার’ উল্লেখ করা হয়েছে।
-
সংবিধানের তৃতীয় ভাগে ২৬ নং থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারসমূহ সংযোজিত আছে।
-
-
সংবিধানের ভাগসমূহ:
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
-
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 2 months ago
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল -
Created: 4 weeks ago
A
৩৩ জন
B
৩৪ জন
C
৩৫ জন
D
৩৬ জন
সংবিধান প্রণয়ন সংক্রান্ত তথ্য:
-
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা: ৩৪ জন
-
কমিটির সভাপতি: ড. কামাল হোসেন
-
প্রথম অধিবেশন: ১৯৭২ সালের ১৭ এপ্রিল
-
গৃহীত সংবিধান: ৪ নভেম্বর, ১৯৭২ (গণপরিষদ কর্তৃক)
-
কার্যকর হওয়ার তারিখ: ১৬ ডিসেম্বর, ১৯৭২

0
Updated: 4 weeks ago