30 workers can build 60 machines working 4 hours per day. How many extra workers are required to produce 90 machines working 6 hours per day?
A
0 workers
B
10 workers
C
20 workers
D
15 workers
উত্তরের বিবরণ
Question: 30 workers can build 60 machines working 4 hours per day. How many extra workers are required to produce 90 machines working 6 hours per day?
Solution:
4 hours to build 60 machines by 30 workers
1 hour to build 1 machine by = (30 × 4)/60 workers
6 hours to build 90 machines by = (2 × 90)/6 workers
= 30 workers
∴ extra workers = (30 - 30) = 0 workers

0
Updated: 2 months ago
If 10 men or 18 women can do a work in 50 days then how many days would it take 25 men and 15 women to do twice the work?
Created: 2 months ago
A
25 days
B
30 days
C
32 days
D
40 days
Question: If 10 men or 18 women can do a work in 50 days then how many days would it take 25 men and 15 women to do twice the work?
Solution:
Here,
10 men = 18 women
∴ 1 men = 18/10 women
∴ 25 men = (18 × 25)/10 women
= 45 women
∴ 25 men and 15 women = (45 + 15) = 60 women
ATQ,
18 women can do the work in 50 days
∴ 1 women can do the work in = (50 × 18) days
∴ 60 women can do the work in (50 × 18)/60 days
= 15 days
Hence to do twice the work time need = (15 × 2) = 30 days

0
Updated: 2 months ago
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৮ ঘণ্টা ও ১২ ঘণ্টায় পূর্ণ হয়। প্রথম নলটি একা ২ ঘণ্টা চলার পর বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নলটি খুলে দেওয়া হয়। চৌবাচ্চাটি মোট কত সময়ে পূর্ণ হবে?
Created: 1 month ago
A
৩ ঘণ্টা
B
৮ ঘণ্টা
C
১০ ঘণ্টা
D
১১ ঘণ্টা
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৮ ঘণ্টা ও ১২ ঘণ্টায় পূর্ণ হয়। প্রথম নলটি একা ২ ঘণ্টা চলার পর বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নলটি খুলে দেওয়া হয়। চৌবাচ্চাটি মোট কত সময়ে পূর্ণ হবে?
সমাধান:
প্রথম নল দ্বারা,
৮ ঘণ্টায় পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৮ অংশ
দ্বিতীয় নল দ্বারা,
১২ ঘণ্টায় পূর্ণ হয় = ১২ ঘন্টায়
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১২ অংশ
প্রথম নলটি,
২ ঘণ্টায় পূর্ণ করে = ২ × (১/৮) = ১/৪ অংশ
∴ ২ ঘণ্টা পর অবশিষ্ট থাকে = ১ - (১/৪) = (৪ - ১)/৪ = ৩/৪ অংশ
এখন, দ্বিতীয় নলটি ১ অংশ পূর্ণ করে = ১২ ঘণ্টায়
∴ ৩/৪ অংশ পূর্ণ করে = ১২× (৩/৪) = ৯ ঘণ্টায়
সুতরাং চৌবাচ্চাটি পূর্ণ করতে মোট সময় = ১ম নল দ্বারা পূর্ণ করার সময় + ২য় নল দ্বারা পূর্ণ করার সময়
= ২ ঘণ্টা + ৯ ঘণ্টা
= ১১ ঘণ্টা

0
Updated: 1 month ago
৪০০ জন শ্রমিক ৩০ দিনে একটি বাঁধ তৈরি করতে পারে। একই কাজ ২০ দিনে শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন?
Created: 2 weeks ago
A
১৮০ জন
B
১৪০ জন
C
২২০ জন
D
২০০ জন
প্রশ্ন: ৪০০ জন শ্রমিক ৩০ দিনে একটি বাঁধ তৈরি করতে পারে। একই কাজ ২০ দিনে শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন?
সমাধান:
বাঁধ তৈরি করতে,
৩০ দিনে শ্রমিক লাগে= ৪০০ জন
∴ ১ দিনে শ্রমিক লাগে = (৪০০ × ৩০) জন
∴ ২০ দিনে শ্রমিক লাগে = (১২০০০)/২০ জন = ৬০০ জন
অতএব, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে = (৬০০ - ৪০০) জন = ২০০ জন

0
Updated: 2 weeks ago