সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য কী?
A
পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠা
B
রাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
C
সাম্রাজ্যবাদী সমাজ প্রতিষ্ঠা
D
শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা
-
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চারটি মূল আদর্শ—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা—ঘোষণা করা হয়েছে।
-
প্রস্তাবনায় স্পষ্টভাবে বলা হয়েছে, রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা।
-
এই সমাজে প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার, আইনের শাসন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা হবে।
-
এর মাধ্যমে একটি সাম্যভিত্তিক, ন্যায়ভিত্তিক এবং মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার প্রকাশ পায়।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল -
Created: 4 weeks ago
A
৩৩ জন
B
৩৪ জন
C
৩৫ জন
D
৩৬ জন
সংবিধান প্রণয়ন সংক্রান্ত তথ্য:
-
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা: ৩৪ জন
-
কমিটির সভাপতি: ড. কামাল হোসেন
-
প্রথম অধিবেশন: ১৯৭২ সালের ১৭ এপ্রিল
-
গৃহীত সংবিধান: ৪ নভেম্বর, ১৯৭২ (গণপরিষদ কর্তৃক)
-
কার্যকর হওয়ার তারিখ: ১৬ ডিসেম্বর, ১৯৭২

0
Updated: 4 weeks ago
সংবিধান প্রস্তাবনায় কোন শাসনের উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
সামরিক শাসন
B
আইনের শাসন
C
একনায়কতন্ত্র
D
ধর্মীয় শাসন
বাংলাদেশের সংবিধান – প্রস্তাবনা
-
সংখ্যা ও ভাগ
-
সংবিধানে মোট ১টি প্রস্তাবনা রয়েছে।
-
প্রস্তাবনাটি ৫টি ভাগে বিভক্ত।
-
-
স্বাধীনতার ঘোষণা
-
১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা।
-
স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত।
-
-
মূল আদর্শ ও নীতি
-
জাতীয়তাবাদ
-
সমাজতন্ত্র
-
গণতন্ত্র
-
ধর্মনিরপেক্ষতা
-
-
নাগরিকের অধিকার ও নীতি
-
আইনের শাসন
-
মৌলিক মানবাধিকার
-
রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমতা
-
স্বাধীনতা ও সুবিচার
-
-
আন্তর্জাতিক দায়িত্ব ও লক্ষ্য
-
স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ
-
মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্খার সঙ্গে সঙ্গতি রক্ষা
-
আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় পূর্ণ ভূমিকা পালন
-
-
সংবিধান গ্রহণের তারিখ
-
গণপরিষদে ১৩১৯ বঙ্গাব্দের কার্তিক ১৮
-
খ্রিষ্টাব্দে ১৯৭২ সালের ৪ নভেম্বর
-
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে- 'বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন'?
Created: 4 weeks ago
A
৬ (২)
B
৫ (২)
C
৬ (১)
D
৫ (১)
বাংলাদেশের সংবিধান অনুযায়ী
-
অনুচ্ছেদ ৬(২): বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
-
অনুচ্ছেদ ৬(১): বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।
-
অনুচ্ছেদ ৫(১): প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।
-
অনুচ্ছেদ ৫(২): রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে।

0
Updated: 4 weeks ago