বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত?
A
৩০০টি
B
৩৩০টি
C
৩৪৫টি
D
৩৫০টি
উত্তরের বিবরণ
বাংলাদেশ জাতীয় সংসদ
-
বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০।
-
প্রাপ্তবয়স্ক ভোটারের সরাসরি ভোটের ভিত্তিতে প্রতি আসন থেকে একজন করে সাংসদ নির্বাচিত হন।
-
সাধারণত, প্রতি ৫ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
৩ জুলাই, ২০১১ তারিখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়।
-
বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ আইন পরিষদকে বাংলায় ‘জাতীয় সংসদ’ এবং ইংরেজিতে ‘House of the Nation’ বলা হয়েছে।
সূত্র: জাতীয় সংসদ ও বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
Created: 1 month ago
A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B
মােহাম্মদউল্লাহ
C
তাজউদ্দিন আহমদ
D
ক্যাপ্টেন এম মনসুর আলী
সংসদ নেতা
-
সংসদ নেতা হলেন শাসক দলের প্রতিনিধি, যিনি বাংলাদেশের জাতীয় সংসদে সরকারের কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করেন।
-
সংসদ নেতা ও উপনেতা নির্বাচিত হন সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে।
-
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীই জাতীয় সংসদের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
সংসদ নেতা আইন প্রণয়নে নেতৃত্ব দেন এবং রাষ্ট্রপতি তার পরামর্শে সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত বা ভঙ্গ করতে পারেন।
-
বর্তমানে সংসদ নেতার কার্যালয় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
-
বাংলাদেশের প্রথম সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সংপর্কিত তথ্য:
-
জাতীয় সংসদের প্রথম স্পিকার: মোহাম্মদ উল্লাহ।
-
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ।
-
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী: ক্যাপ্টেন এম. মনসুর আলী।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান; পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণী; mujib100.gov.bd

0
Updated: 1 month ago
সংসদ সদস্যদের নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়?
Created: 2 months ago
A
৬০ দিন
B
৩০ দিন
C
৪৫ দিন
D
৯০ দিন
বাংলাদেশের সংবিধান – ৭২ নং অনুচ্ছেদ
-
যে কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতির কর্তব্য হলো ত্রিশ দিনের মধ্যে সংসদ আহ্বান করা।
-
অর্থাৎ, নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর থেকে এক মাসের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু করতে হবে।
-
সংসদ ভাঙ্গার ক্ষেত্রে তার মেয়াদ পাঁচ বছর, কিন্তু যুদ্ধের সময় এটি এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
-
নির্বাচনের পর যদি ত্রিশ দিনের মধ্যে সংসদ আহ্বান না করা হয়, তবে সংবিধান লঙ্ঘিত হবে এবং এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য সমস্যা সৃষ্টি করবে।
-
তাই নির্বাচনের পর ত্রিশ দিনের মধ্যে সংসদ আহ্বান করা একটি বাধ্যতামূলক সাংবিধানিক দায়িত্ব।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম কী?
Created: 5 days ago
A
Parliament
B
National Parliament
C
Legislatur
D
The House of the Nation
বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম “The House of the Nation”। সংবিধানের পঞ্চম ভাগে আইনসভার উল্লেখ আছে এবং ৬৫ নং অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
জাতীয় সংসদ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এককক্ষবিশিষ্ট আইনসভা।
-
সংবিধানের বিধান অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা এই সংসদের হাতে ন্যস্ত।
-
দেশজুড়ে ৩০০টি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের মাধ্যমে সংসদ গঠিত হয়।
-
সংবিধানের ১৫তম সংশোধনী (২০১১) অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৫০ নির্ধারণ করা হয়েছে।
-
মোট আসন সংখ্যা ৩৫০টি (৩০০ সাধারণ + ৫০ সংরক্ষিত মহিলা আসন)।
-
জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
-
৭২ নং অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা হয়।
-
সংসদ পরিচালনার জন্য কোরাম থাকা বাধ্যতামূলক।
-
কোরামের জন্য অন্তত ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
-
৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার অধিবেশন স্থগিত করেন।

0
Updated: 5 days ago