জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত হন কোন পদ্ধতিতে?
A
স্পিকারের মাধ্যমে
B
প্রত্যক্ষ নির্বাচনে
C
পরোক্ষ নির্বাচনে
D
বিচারপতির মাধ্যমে
উত্তরের বিবরণ
সংরক্ষিত সংসদীয় আসন
-
বাংলাদেশের জাতীয় সংসদ ৩৫০টি আসন নিয়ে গঠিত।
-
এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি।
-
মহিলাদের জন্য সংসদে সংরক্ষিত আসন ৫০টি।
উল্লেখ্য:
-
সংরক্ষিত নারী আসনের সাংসদ নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ করা সাংসদদের ভোটের মাধ্যমে।
-
অর্থাৎ, সংরক্ষিত আসনের নারী সদস্যগণ পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।
সূত্র: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 2 months ago
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
Created: 1 month ago
A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B
মােহাম্মদউল্লাহ
C
তাজউদ্দিন আহমদ
D
ক্যাপ্টেন এম মনসুর আলী
সংসদ নেতা
-
সংসদ নেতা হলেন শাসক দলের প্রতিনিধি, যিনি বাংলাদেশের জাতীয় সংসদে সরকারের কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করেন।
-
সংসদ নেতা ও উপনেতা নির্বাচিত হন সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে।
-
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীই জাতীয় সংসদের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
সংসদ নেতা আইন প্রণয়নে নেতৃত্ব দেন এবং রাষ্ট্রপতি তার পরামর্শে সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত বা ভঙ্গ করতে পারেন।
-
বর্তমানে সংসদ নেতার কার্যালয় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
-
বাংলাদেশের প্রথম সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সংপর্কিত তথ্য:
-
জাতীয় সংসদের প্রথম স্পিকার: মোহাম্মদ উল্লাহ।
-
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ।
-
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী: ক্যাপ্টেন এম. মনসুর আলী।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান; পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণী; mujib100.gov.bd

0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় সংসদ কতো কক্ষবিশিষ্ট?
Created: 4 weeks ago
A
দুই কক্ষবিশিষ্ট
B
তিন কক্ষবিশিষ্ট
C
এক কক্ষবিশিষ্ট
D
চার কক্ষবিশিষ্ট
বাংলাদেশের আইনসভা (জাতীয় সংসদ)
-
সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম।
-
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, যা এককক্ষবিশিষ্ট।
-
জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০।
-
এর মধ্যে ৩০০ জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
-
৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
-
-
বাংলাদেশকে মোট ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে।
-
প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন।
-
-
সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
তবে মহিলা সদস্যরা চাইলে ৩০০ আসনের যে কোনো সাধারণ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
-
-
সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন।
-
তাঁরা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
-
সংসদের কার্যকাল ৫ বছর।
-
তবে রাষ্ট্রপতি প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন।
-
-
অধিবেশন সংক্রান্ত নিয়ম:
-
একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে।
-
কোরাম: মোট সদস্যের মধ্যে কমপক্ষে ৬০ জন উপস্থিত থাকলে অধিবেশন পরিচালনা সম্ভব।
-
-
নেতৃত্ব ও বিরোধী দল:
-
প্রধানমন্ত্রী সাধারণত সংসদের নেতা।
-
নির্বাচনে দ্বিতীয় স্থানে আসা দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
-

0
Updated: 4 weeks ago
বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
Created: 1 month ago
A
এক কক্ষ
B
দুই বা দ্বিকক্ষ
C
তিন কক্ষ
D
বহুকক্ষ বিশিষ্ট
বাংলাদেশের জাতীয় সংসদ
-
বাংলাদেশের আইনসভাকে জাতীয় সংসদ (House of the Nation) বলা হয়।
-
এটি এককক্ষবিশিষ্ট প্রতিষ্ঠান।
-
সংসদে মোট ৩৫০ জন সদস্য থাকেন।
-
এর মধ্যে ৩০০ আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
-
-
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ রাজধানীতে অবস্থিত।
-
সংসদ অধিবেশন রাষ্ট্রপতি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান করেন।
সূত্র: উচ্চ মাধ্যমিক “পৌরনীতি ও সুশাসন”, প্রফেসর মোজাম্মেল হক; জাতীয় সংসদ সচিবালয়।

0
Updated: 1 month ago