A
আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
B
ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
D
দক্ষিণ চীন সাগর ও আটলান্টিক মহাসাগর
উত্তরের বিবরণ
জিব্রাল্টার প্রণালী
-
অবস্থান ও সংযোগ:
-
ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
-
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
-
প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
-
-
বিশেষত্ব:
-
উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে আলাদা করেছে।
-
আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্যসাগরকে যুক্ত করা সমুদ্রপ্রণালী।
-
গড় গভীরতা: ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।
-
উৎস: World Atlas.

0
Updated: 2 weeks ago
চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
Created: 3 days ago
A
মাও সেতুং
B
ডেং জিয়াওপিং
C
চিয়াং কাইশেক
D
সান ইয়েৎ সেন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মাও সেতুং
No subjects available.
চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution)
-
সময়কাল: ১৯৬৬ – ১৯৭৬
-
মূল নেতা: মাও সেতুং
-
কারণ:
-
সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা
-
অর্থনৈতিক পুনর্গঠন
-
সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার
-
কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করা
-
-
প্রভাব:
-
চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক একীকরণ
-
কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় করা
-
সমগ্র চীনকে একত্রিত করা
-
প্রেক্ষাপট
-
১৯৪৯ সালের সমাজতান্ত্রিক বিপ্লব:
-
মাও সেতুং নেতৃত্বে গণপ্রজাতন্ত্র চীন (People's Republic of China) প্রতিষ্ঠিত
-
১লা অক্টোবর, ১৯৪৯ সালে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের সূচনা
-
মাও সেতুংকে গণচীনের জনক বলা হয়
-
-
অন্য উল্লেখযোগ্য চীনা নেতা:
-
সান ইয়েৎ সেন – চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট
-
চিয়াং কাইশেক – চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক
-
উৎস: Britannica

0
Updated: 3 days ago
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।

0
Updated: 2 weeks ago
বর্তমানে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ- [ আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
সোমালিয়া
B
বুরকিনা ফাসো
C
দক্ষিণ সুদান
D
সিরিয়া
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ (Global Terrorism Index 2025):
-
প্রকাশক: Institute for Economics & Peace (IEP), অস্ট্রেলিয়া
-
প্রকাশের তারিখ: মার্চ ২০২৫
-
শীর্ষ ৫টি দেশ সন্ত্রাসের প্রভাবের দিক থেকে:
-
বুরকিনা ফাসো
-
পাকিস্তান
-
সিরিয়া
-
মালি
-
নাইজার
-

0
Updated: 2 weeks ago