অ্যাটর্নি-জেনারেল কত সময় পর্যন্ত তার পদে বহাল থাকতে পারেন?
A
রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী
B
৫ বছর
C
৪ বছর
D
১০ বছর
উত্তরের বিবরণ
অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ ও মেয়াদ
-
নিয়োগের মেয়াদ রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী নির্ধারিত হয়।
-
বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ৬৪(৪) অনুযায়ী, অ্যাটর্নি-জেনারেল কত সময় পর্যন্ত তার পদে বহাল থাকবেন তা রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী নির্ধারিত হয়।
-
অর্থাৎ, অ্যাটর্নি-জেনারেলের জন্য কোনো নির্দিষ্ট মেয়াদ নেই; তিনি যতক্ষণ রাষ্ট্রপতি চান, ততদিন দায়িত্ব পালন করবেন।
-
রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় তাকে অপসারণ করতে পারেন বা নতুন কাউকে নিয়োগ দিতে পারেন।
-
এই বিধান অ্যাটর্নি-জেনারেলের দায়িত্ব ও পদাবধিকে সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন রাখে।
-
তাই, অ্যাটর্নি-জেনারেল কার্যত রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী পদে বহাল থাকেন এবং পারিশ্রমিকও রাষ্ট্রপতির দ্বারা নির্ধারিত হয়।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্রপতির দায়মুক্তি' এর উল্লেখ রয়েছে?
Created: 1 week ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী ও স্থানীয় শাসনের দায়িত্ব, ক্ষমতা এবং মেয়াদ সম্পর্কিত বিষয়সমূহ উল্লেখ করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫০: রাষ্ট্রপতি-পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি
-
অনুচ্ছেদ ৫২: রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়
-
অনুচ্ছেদ ৫৩: অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫৪: অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার
-
অনুচ্ছেদ ৫৫: মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৬: মন্ত্রিগণ
-
অনুচ্ছেদ ৫৭: প্রধানমন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৮: অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৯: স্থানীয় শাসন
-
অনুচ্ছেদ ৬০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা

0
Updated: 1 week ago
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছদে?
Created: 1 week ago
A
৯২ (১) নং
B
৯৩ নং
C
৯৪ (১) নং
D
৯৮ নং
বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধান এবং দেশের সাধারণ আইনের অধীনে কাজ করে এবং এটি দেশের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদ অনুসারে,
সুপ্রীম কোর্ট দুটি ভাগে বিভক্ত—আপীল বিভাগ (Appellate Division) এবং হাইকোর্ট বিভাগ (High Court Division)। প্রতিটি বিভাগের নিজস্ব এখতিয়ার (jurisdiction) রয়েছে, যা সংবিধান ও সাধারণ আইন দ্বারা নির্ধারিত। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
-
সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা গুরুত্বপূর্ণ।
-
নাগরিকদের মৌলিক অধিকার (fundamental rights) সংরক্ষণের ক্ষেত্রে, সংসদ কর্তৃক আরোপিত যেকোনো বাঁধা বা বিধিনিষেধ যুক্তিসঙ্গত (reasonable) কি না, তা নির্ধারণের ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে।
-
এই এখতিয়ার সংবিধান ও সাধারণ আইন—দুইয়ের মিশ্রণ থেকে আসে।

0
Updated: 1 week ago
‘ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
Created: 4 weeks ago
A
অনুচ্ছেদ ৩৮
B
অনুচ্ছেদ ৫০
C
অনুচ্ছেদ ৪১
D
অনুচ্ছেদ ১০০
অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এটি নাগরিক ও ধর্মীয় সম্প্রদায় উভয়ের অধিকার সংরক্ষণ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় বাধ্যবাধকতার বিষয়েও স্পষ্ট নিয়ম নির্ধারণ করেছে।
-
ধর্ম অবলম্বন ও প্রচারের অধিকার: আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনও ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার: প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
-
শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অংশগ্রহণ: কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ব্যক্তিকে যদি নিজের ধর্ম সংক্রান্ত না হয়, তবে তাকে কোনো ধর্মীয় শিক্ষাগ্রহণ বা ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না। জরুরি অবস্থার সময়ও এই বিধান প্রযোজ্য।
-
সংক্রান্ত অন্যান্য উল্লেখযোগ্য অনুচ্ছেদ:
-
৩৮ নং অনুচ্ছেদ: সংগঠনের স্বাধীনতা
-
৫০ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির পদের মেয়াদ
-
১০০ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের আসন
-

0
Updated: 4 weeks ago