জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে-
A
আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
B
ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
D
দক্ষিণ চীন সাগর ও আটলান্টিক মহাসাগর
উত্তরের বিবরণ
জিব্রাল্টার প্রণালী
-
অবস্থান ও সংযোগ:
-
ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
-
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
-
প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
-
-
বিশেষত্ব:
-
উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে আলাদা করেছে।
-
আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্যসাগরকে যুক্ত করা সমুদ্রপ্রণালী।
-
গড় গভীরতা: ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।
-
উৎস: World Atlas.

0
Updated: 2 months ago
ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি -
Created: 2 months ago
A
অস্ট্রেলিয়া
B
কানাডা
C
অস্ট্রিয়া
D
মেক্সিকো
কানাডা সম্পর্কে তথ্য
-
উপাখ্যান: ম্যাপল পাতার দেশ
-
দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং জনজীবনে এর গুরুত্বের কারণে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
-
জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
-
বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০% কানাডা থেকে রপ্তানি হয়।
-
-
অবস্থান ও আয়তন:
-
কানাডা উত্তর আমেরিকাতে অবস্থিত।
-
আয়তনে এটি পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
-
-
রাজধানী ও প্রধান শহর:
-
রাজধানী: অটোয়া
-
বৃহত্তম শহর: টরেন্টো
-
-
রাজনৈতিক ব্যবস্থা:
-
কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
-
তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট

0
Updated: 2 months ago
ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কবে?
Created: 1 month ago
A
১৯২৫ সালে
B
১৯৩০ সালে
C
১৯২৩ সালে
D
১৯২১ সালে
ইন্টারপোল (Interpol) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের দেশগুলোকে অপরাধীদের সনাক্তকরণ ও গ্রেপ্তারে পরস্পরের সাথে সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত।
-
পূর্ণরূপ: International Criminal Police Organization
-
প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩; স্থান – ভিয়েনা, অস্ট্রিয়া
-
সদর দপ্তর: লিঁও, ফ্রান্স
-
ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি
-
সদস্য সংখ্যা: ১৯৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বশেষ সদস্য: পালাউ
উৎস:

0
Updated: 1 month ago
কোন যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল?
Created: 2 weeks ago
A
ভিয়েতনাম যুদ্ধ
B
কোরীয় যুদ্ধ
C
পাক-ভারত যুদ্ধ
D
ইজরাইল- ফিলিস্তিন
কোরীয় যুদ্ধ শীতল যুদ্ধকালীন এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা কোরীয় উপদ্বীপকে উত্তর ও দক্ষিণে স্থায়ীভাবে বিভক্ত করে দেয়। এতে একদিকে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনপ্রাপ্ত উত্তর কোরিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
যুদ্ধকাল: ১৯৫০ থেকে ১৯৫৩ সাল।
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত)
-
-
জাতিসংঘের ভূমিকা:
-
৩ নভেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ “Uniting for Peace” প্রস্তাব গ্রহণ করে, যা শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
-
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

0
Updated: 2 weeks ago