A
চীন
B
হংকং
C
দক্ষিণ কোরিয়া
D
তাইওয়ান
উত্তরের বিবরণ
সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ
-
বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ: তাইওয়ান
-
প্রধান কারণ: প্রযুক্তিগত অগ্রগতি, দক্ষ শ্রমশক্তি, এবং উচ্চ মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়া।
-
প্রধান প্রতিষ্ঠান: TSMC (Taiwan Semiconductor Manufacturing Company)
-
এটি বিশ্বের সবচেয়ে বড় ও উন্নত চিপ নির্মাতা।
-
গ্রাহকরা: অ্যাপল, এনভিডিয়া, কুয়ালকম, এএমডি, ইন্টেল, টেসলা ইত্যাদি।
-
TSMC একাই বিশ্বের ৫৬% এর বেশি কাস্টম চিপ উৎপাদন করে।
-
উৎস: World Population Review.

0
Updated: 2 weeks ago
টেসলা কোন কোন ধরনের প্রতিষ্ঠান?
Created: 2 weeks ago
A
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান
B
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
C
বৈদ্যুতিক গাড়ি ও শক্তি প্রযুক্তি কোম্পানি
D
ই-কমার্স প্রতিষ্ঠান
টেসলা (Tesla)
-
প্রকার: আমেরিকান প্রতিষ্ঠান
-
উদ্দেশ্য: বৈদ্যুতিক যান এবং পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক প্রযুক্তি
-
সদর দপ্তর: অস্টিন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
-
পূর্ববর্তী সদর দপ্তর: ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
উৎস: Tesla ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
’শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 2 weeks ago
A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আলোচিত গেরিলা ও রাজনৈতিক দল
বিভিন্ন গেরিলা ও রাজনৈতিক দল
No subjects available.
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
ন্যাটো’র সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
হেগ, নেদারল্যান্ডস
B
ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
অটোয়া, কানাডা
ন্যাটো শীর্ষ সম্মেলন ২০২৫
-
স্থান: হেগ, নেদারল্যান্ড
-
সময়: ২৪–২৫ জুন (দুই দিনব্যাপী)
-
মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা ব্যয়
ন্যাটো (NATO) সম্পর্কে তথ্য:
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organization
-
গঠিত: ৪ এপ্রিল, ১৯৪৯, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে
-
ধরন: রাজনৈতিক ও সামরিক জোট
-
প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন
-
বর্তমান সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি
-
বর্তমান সদস্য: ৩২টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: সুইডেন
-
ন্যাটোর মুসলিম দেশসমূহ: তুরস্ক ও আলবেনিয়া
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট (আগস্ট, ২০২৫)
উৎস: NATO ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago