বর্তমানে সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষ দেশ- [আগস্ট, ২০২৫]
A
চীন
B
হংকং
C
দক্ষিণ কোরিয়া
D
তাইওয়ান
উত্তরের বিবরণ
সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ
-
বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ: তাইওয়ান
-
প্রধান কারণ: প্রযুক্তিগত অগ্রগতি, দক্ষ শ্রমশক্তি, এবং উচ্চ মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়া।
-
প্রধান প্রতিষ্ঠান: TSMC (Taiwan Semiconductor Manufacturing Company)
-
এটি বিশ্বের সবচেয়ে বড় ও উন্নত চিপ নির্মাতা।
-
গ্রাহকরা: অ্যাপল, এনভিডিয়া, কুয়ালকম, এএমডি, ইন্টেল, টেসলা ইত্যাদি।
-
TSMC একাই বিশ্বের ৫৬% এর বেশি কাস্টম চিপ উৎপাদন করে।
-
উৎস: World Population Review.

0
Updated: 2 months ago
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'Open Door Policy' সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ - ৬
B
অনুচ্ছেদ - ৮
C
অনুচ্ছেদ - ১০
D
অনুচ্ছেদ - ১২
ন্যাটো (NATO) হলো একটি সামরিক ও প্রতিরক্ষা জোট, যার প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি অনুচ্ছেদে বিন্যস্ত। ন্যাটোর সদস্য হওয়ার জন্য দেশকে ইউরোপীয় হওয়ার শর্ত পূরণ করতে হয়, এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হয় অনুচ্ছেদ ১০: Open Door Policy অনুযায়ী।
-
অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান
-
অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
-
অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা
-
অনুচ্ছেদ ৪: পরামর্শ
-
অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা
-
অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা
-
অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
-
অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা
-
অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ
-
অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ / নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy)
-
অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ
-
অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা
-
অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ
-
অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা
উৎস:

0
Updated: 3 weeks ago
’Fridays for Future’ আন্দোলনের সূচনা হয় কোন দেশের শিক্ষার্থীর উদ্যোগে?
Created: 2 months ago
A
জার্মানির
B
সুইডেনের
C
অস্ট্রেলিয়ার
D
যুক্তরাষ্ট্রের
Fridays for Future
-
ধরন: জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক বৈশ্বিক আন্দোলন।
-
পদ্ধতি: স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশগ্রহণ করে।
-
শুরু: ২০১৮ সালে।
-
উদ্যোক্তা: সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)।
-
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ও বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
📌 Source: Fridays for Future Movement Official Website

0
Updated: 2 months ago
ভিয়েনা কনভেনশনে মোট কতটি ধারা রয়েছে?
Created: 1 week ago
A
৫১টি
B
৪৯টি
C
৫৫টি
D
৫৩টি
ভিয়েনা কনভেনশন-১৯৬১ হলো কূটনৈতিক আচরণ সংক্রান্ত একটি চুক্তি, যা কূটনীতিকদের নিরাপত্তা এবং কূটনৈতিক কার্যক্রমের নিয়মাবলী নির্ধারণ করে।
-
চুক্তি গৃহীত হয় ১৮ এপ্রিল, ১৯৬১।
-
চুক্তি কার্যকর হয় ২৪ এপ্রিল, ১৯৬৪।
-
স্বাক্ষর স্থল: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
চুক্তিতে মোট ৫৩টি ধারা রয়েছে।
-
কোনো দেশ এই ধারার বিরুদ্ধে কাজ করলে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়।
-
ভারত চুক্তিতে স্বাক্ষর করে ১৯৬৫ সালে।
-
বাংলাদেশ চুক্তিতে সই করে ১৯৭৮ সালে।

0
Updated: 1 week ago