A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
শ্রীলঙ্কা
উত্তরের বিবরণ
ডেকান মালভূমি
-
ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশে অবস্থিত।
-
আয়তন: প্রায় ৪,২২,০০০ বর্গকিমি, যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
-
অবস্থান: ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে।
-
বিস্তৃতি: ভারতের ৮টি রাজ্যে फैला—মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 2 weeks ago
বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ-
Created: 2 weeks ago
A
আরাল হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
কাস্পিয়ান সাগর
D
উর্মিয়া হ্রদ
কাস্পিয়ান সাগর
-
ধরন: পৃথিবীর বৃহত্তম হ্রদ (লবণাক্ত জল সহ)
-
অবস্থান: ককেশাস পর্বতমালার পূর্বে, মধ্য এশিয়ার বিস্তীর্ণ মাঠের পশ্চিমে
-
সীমান্তবর্তী দেশ: তুর্কমেনিস্তান, ইরান, কাজাখস্তান, আজারবাইজান, রাশিয়া
-
বিশেষত্ব: এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
আরাল সাগর: মধ্য এশিয়ার এক সময়ের বৃহৎ লবণাক্ত হ্রদ
-
উর্মিয়া হ্রদ: মধ্যপ্রাচ্যের বৃহত্তম হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ

0
Updated: 2 weeks ago
পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
Created: 2 weeks ago
A
কলোরাডো মালভূমি
B
তারিম মালভূমি
C
পামীর মালভূমি
D
তিব্বত মালভূমি
পামীর মালভূমি সম্পর্কিত তথ্য
-
উচ্চতা ও বিশেষত্ব:
-
পৃথিবীর উচ্চতম মালভূমি
-
উচ্চতা: প্রায় ৭,৬৪৯ মিটার
-
পরিচিতি: ‘পৃথিবীর ছাদ’
-
-
অবস্থান:
-
মধ্য এশিয়ার দেশগুলিতে বিস্তৃত:
-
তাজিকিস্তান, কিরগিজস্তান, চীন, আফগানিস্তান
-
-

0
Updated: 2 weeks ago
'দারিয়ুস দ্য গ্রেট' কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন?
Created: 3 days ago
A
সেলুসিড সাম্রাজ্য
B
রোমান সাম্রাজ্য
C
সাসানীয় সাম্রাজ্য
D
আকামেনিদ সাম্রাজ্য
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
সাম্রাজ্যের পতন
No subjects available.
দারিয়ুস দ্য গ্রেট (Darius the Great)
-
দারিয়ুস ছিলেন প্রাচীন পারস্য সভ্যতার একজন বিশিষ্ট সম্রাট।
-
বর্তমান ইরান অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর অন্যতম প্রাচীন পরাশক্তি পারস্য সাম্রাজ্য।
-
পারস্যে খ্রিস্টপূর্ব ৫৫০ সাল থেকে খ্রিস্টাব্দ ৬৫১ সাল পর্যন্ত একাধিক সাম্রাজ্যের উদ্ভব ঘটে।
-
ঐতিহাসিকরা এই দীর্ঘ সময়কে চারটি প্রধান সাম্রাজ্যে ভাগ করেছেন:
-
আকামেনিদ সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৫৫০ – খ্রিস্টপূর্ব ৩৩০)
-
সেলুসিড সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৩১২ – খ্রিস্টপূর্ব ৬৩)
-
পার্থিয়ান সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ২৪৭ – খ্রিস্টাব্দ ২২৪)
-
সাসানীয় সাম্রাজ্য (খ্রিস্টাব্দ ২২৬ – ৬৫১)
-
দারিয়ুস দ্য গ্রেট ও তাঁর কৃতিত্ব
-
দারিয়ুস ছিলেন আকামেনিদ সাম্রাজ্যের তৃতীয় সম্রাট।
-
তাঁর শাসনামলে সাম্রাজ্যের ভূখণ্ড সর্বাধিক বিস্তৃতি লাভ করে।
-
তিনি পার্সেপোলিস নগরীর গোড়াপত্তন করেন।
-
বিভিন্ন পরিমাপের একক নির্ধারণ করেন এবং অভিন্ন মুদ্রা চালু করেন।
-
পারসিকরা প্রথম জাতি যারা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সড়কপথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়।
-
বিশ্বের প্রথম ডাকসেবা দারিয়ুসের হাত ধরেই চালু হয়।
-
এসব কারণে তাঁকে পারস্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচনা করা হয়।
মৃত্যু
-
খ্রিস্টপূর্ব ৪৮৬ সালে সম্রাট দারিয়ুস মারা যান।
-
তাঁকে তাঁর নির্মিত সমাধিক্ষেত্র ‘নাকশে রুস্তম’-এ সমাধিস্থ করা হয়।
📖 উৎস:
i) Britannica
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি

0
Updated: 3 days ago