’ডেকান মালভূমি’ কোন দেশে অবস্থিত?
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
শ্রীলঙ্কা
উত্তরের বিবরণ
ডেকান মালভূমি
-
ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশে অবস্থিত।
-
আয়তন: প্রায় ৪,২২,০০০ বর্গকিমি, যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
-
অবস্থান: ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে।
-
বিস্তৃতি: ভারতের ৮টি রাজ্যে फैला—মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 2 months ago
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর 'সুইজারল্যান্ডের জেনেভায়' অবস্থিত?
Created: 1 month ago
A
UNDP
B
UNFPA
C
UNEP
D
UNAIDS
• UNAIDS:
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
• অপরদিকে:
- UNDP এর সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNEP এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- UNFPA এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

0
Updated: 1 month ago
টিটিকাকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 months ago
A
আফ্রিকা
B
এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
টিটিকাকা হ্রদ 🌊
-
অবস্থান: দক্ষিণ আমেরিকা, পেরু ও বলিভিয়া সীমান্তে।
-
আয়তন: প্রায় ৩,২০০ বর্গমাইলের বেশি।
-
গুরুত্ব:
-
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
-
বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদ।
-
-
জনবসতি: হ্রদটির তীরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস।
-
সংস্কৃতি: হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া ও উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস।
উৎস: Britannica

0
Updated: 2 months ago
লিবিয়ার রাজধানীর নাম কী?
Created: 2 months ago
A
সাবহা
B
বেনগাজি
C
আল-বায়দা
D
ত্রিপোলি
লিবিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
লিবিয়া উত্তর আফ্রিকাতে অবস্থিত।
-
আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: ত্রিপোলি
-
ভাষা: আরবি (সরকারি); এছাড়াও ইতালীয় ও ইংরেজি
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: ইসলাম (সুন্নি); এছাড়াও খ্রিস্টধর্ম
-
মুদ্রা: লিবিয়ান দিনার
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago