A
শ্রীলঙ্কা
B
থাইল্যান্ড
C
নিউজিল্যান্ড
D
বাহারাইন
উত্তরের বিবরণ
ভৌগলিক উপনাম ও তাদের দেশসমূহ
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
সাদা হাতি থাইল্যান্ডে পবিত্র, রাজকীয় ও সৌভাগ্যের প্রতীক।
ধর্ম, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
লিলি ফুলের দেশ: কানাডা
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
সিল্ক রুটের দেশ: ইরান
মার্বেলের দেশ: ইতালি
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
Created: 2 weeks ago
A
কানাডা
B
নরওয়ে
C
জাপান
D
ভুটান
নিশীথ সূর্যের দেশ
-
উপনাম: নিশীথ সূর্যের দেশ
-
দেশ: নরওয়ে
-
কারণ:
-
নরওয়ের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য মাঝরাতেও অস্ত যায় না
-
এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনা দেশের জন্য উপাধি প্রদান করেছে
-
-
ভূ-অবস্থান ও অক্ষাংশ:
-
নরওয়ের উত্তরাংশ আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত
-
মে থেকে জুলাই মাসে সূর্য একেবারেই অস্তায় না, ফলে মধ্যরাতে সূর্য দেখা যায়
-
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
রামসার কনভেনশনের প্রধান উদ্দেশ্য কী?
Created: 2 weeks ago
A
পারমাণবিক বর্জ্য নিষ্কাশন
B
জলাভূমি সংরক্ষণ করা
C
বৈশ্বিক অর্থনীতি উন্নয়ন করা
D
পর্যটন উন্নয়ন করা
রামসার সাইট
-
কনভেনশন: রামসার কনভেনশন একটি আন্তর্জাতিক চুক্তি
-
স্বাক্ষর: ১৯৭১, ইরানের রামসার শহরে
-
উদ্দেশ্য:
-
জলাভূমি সংরক্ষণ
-
সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
রামসার সনদ কার্যকর: ২১ সেপ্টেম্বর, ১৯৯২
-
রামসার সাইট সংখ্যা: ২টি
-
বাংলাদেশের রামসার সাইট: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর
উৎস: Ramsar Convention ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চীন
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
ভারত
RCEP (Regional Comprehensive Economic Partnership)
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
প্রকৃতি: আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Largest Regional Free Trade Agreement)
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
স্বাক্ষরিত: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর: ১ জানুয়ারি, ২০২২
-
-
স্বাক্ষরকারী দেশ: ১৫টি
ASEAN সদস্য দেশ (১০টি):
-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
ASEAN সদস্য বহির্ভূত দেশ (৫টি):
-
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
-
ভূমিকা ও লক্ষ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
-
মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ
-
ASEAN-এর FTA কৌশলকে সমর্থন
-
-
বিশেষ দ্রষ্টব্য: ভারত RCEP-এর সদস্য নয়
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago