A
ক্ষমতা
B
কাজ
C
শক্তি
D
বল
উত্তরের বিবরণ
- কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
- ধনাত্মক কাজ হচ্ছে কোনো বস্তুতে শক্তি দেওয়া।
- ঋনাত্মক কাজ হচ্ছে কোনো বস্তু থেকে শক্তি সরিয়ে নেওয়া।
অপরদিকে,
- যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
- কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।
- একক সময়ে ব্যক্তি বা উৎসটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা।
উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago