মাদাগাস্কার দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
A
আটলান্টিক মহাসাগরে
B
ভারত মহাসাগরে
C
চীন মহাসাগরে
D
উত্তর মহাসাগরে
উত্তরের বিবরণ
মাদাগাস্কার (Madagascar)
-
অবস্থান: পূর্ব আফ্রিকার উপকূলের পাশে, ভারত মহাসাগরে
-
প্রকার: দ্বীপদেশ
-
বিশ্বে স্থান: দ্বিতীয় বৃহত্তম দ্বীপদেশ
-
আয়তন: প্রায় ৫৯২,৮০০ বর্গকিলোমিটার
-
ভৌগোলিক বিভাগ: দেশটি তিনটি সমান্তরাল অক্ষাংশীয় অঞ্চলে বিভক্ত
উৎস: World Atlas

0
Updated: 2 months ago
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে কোনটি?
Created: 2 months ago
A
বেরিং প্রণালী
B
পানামা খাল
C
পক প্রণালী
D
জিব্রাল্টার প্রণালী
⇒ ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী।
জিব্রাল্টার প্রণালী:
- জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ।
- জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী।
- এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে।
- প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
- যার গড় গভীরতা ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 2 months ago
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দেশে?
Created: 2 months ago
A
জাপানে
B
সিরিয়ায়
C
যুক্তরাষ্ট্র
D
ইরানে
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ
-
তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫
-
স্থান: হিরোশিমা, জাপান
-
বোমার নাম: লিটল বয় (Little Boy)
-
বিমান: Enola Gay (যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর B-29 বোমারু বিমান)
-
ধ্বংসযজ্ঞ: আনুমানিক ৭০,০০০–৮০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত
-
অস্ত্রের ধরণ: ইউরেনিয়াম-২৩৫ ভিত্তিক পারমাণবিক বোমা
দ্বিতীয় পারমাণবিক হামলা:
-
তারিখ: ৯ আগস্ট, ১৯৪৫
-
স্থান: নাগাসাকি, জাপান
-
বোমার নাম: ফ্যাটম্যান (Fat Man)
-
ফলাফল: জাপান ১৫ আগস্ট, ১৯৪৫ সালে আত্মসমর্পণ করে।
-
গুরুত্ব: হিরোশিমা ও নাগাসাকি হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি পুনর্বিবেচনার পথ খুলে দেয়।
উৎস: Britannica

0
Updated: 2 months ago
জাতিসংঘ কোন সালকে 'আন্তর্জাতিক সমবায় বর্ষ' হিসেবে ঘোষণা করেন?
Created: 1 month ago
A
২০২৫ সাল
B
২০২৬ সাল
C
২০২৭ সাল
D
২০২৮ সাল
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ -
• ২০২৫ সাল:
- আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর (International Year of Peace and Trust).
- আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers' Preservation).
- আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives).
• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ (International Year of the Woman Farmer).
• ২০২৭ সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

0
Updated: 1 month ago