A
ইন্দিরা গান্ধী
B
বেনজির ভুট্টো
C
মার্গারেট থ্যাচার
D
সিরিমাভো বন্দরনায়েকে
উত্তরের বিবরণ
সিরিমাভো বন্দরনায়েকে (Sirimavo Bandaranaike)
-
অবদান: বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী
-
দেশ: শ্রীলঙ্কা
-
পরিবারিক পটভূমি: নিহত প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েকের স্ত্রী
-
নেতৃত্ব গ্রহণ: ১৯৬০ সালের জুলাই নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে জয়লাভ
-
শপথ গ্রহণ: ২১ জুলাই ১৯৬০, সিনেটর থেকে প্রধানমন্ত্রী হিসেবে
-
বিশেষত্ব: বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী
অন্যান্য উল্লেখযোগ্য মহিলা প্রধানমন্ত্রী
নাম | দেশ | বৈশিষ্ট্য |
---|---|---|
মার্গারেট থ্যাচার | বৃটেন | বৃটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী |
ইন্দিরা গান্ধী | ভারত | একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন |
বেনজির ভুট্টো | পাকিস্তান | মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী |
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কে?
Created: 2 weeks ago
A
মার্টিন লুথার কিং
B
রিচার্ড নিক্সন
C
জন এফ কেনেডি
D
উড্রো উইল্সন
আন্তর্জাতিক বিষয়াবলি
I have a dream-মার্টিন লুথার কিং জুনিয়র
আন্তর্জাতিক বিষয়াবলী
No subjects available.
মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কিত তথ্য
-
ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম
-
-
জন্ম ও মৃত্যু:
-
জন্ম: ১৫ জানুয়ারি ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ এপ্রিল ১৯৬৮, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)
-
-
বিখ্যাত কর্মকাণ্ড:
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট প্রদান করেছিলেন বিখ্যাত ‘I Have a Dream’ ভাষণ
-
ভাষণে তিনি বিচ্ছিন্নতা ও বর্ণবাদমুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর স্বপ্নের কথা বলেছিলেন
-
-
-
পুরস্কার:
-
১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
Created: 3 days ago
A
কোপেনহেগেন সম্মেলন
B
কানকুন সম্মেলন
C
ডারবান সম্মেলন
D
স্টকহোম সম্মেলন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গ্রিন হাউস
No subjects available.
Green Climate Fund (GCF)
-
প্রতিষ্ঠা: ২০১০, কানকুন, মেক্সিকো (COP-16)
-
সংশ্লিষ্ট সংস্থা: UNFCCC
-
সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
-
উদ্দেশ্য:
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান
-
কার্বন নির্গমন কমানো
-
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫°C মধ্যে সীমাবদ্ধ রাখা
-
উল্লেখযোগ্য তথ্য
-
২০০৯ সালে কোপেনহেগেন (COP-15) সম্মেলনে গঠনের অঙ্গীকার করা হয়।
-
উন্নত দেশগুলোর প্রদত্ত চাঁদার মাধ্যমে তহবিল পরিচালিত হয়।
-
তহবিলের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট

0
Updated: 3 days ago
বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করেছে-
Created: 2 weeks ago
A
মেটা
B
টেসলা
C
মাইক্রোসফট
D
স্টারলিংক
মাইক্রোসফট ও এনভিডিয়া: বাজারমূল্য সংক্রান্ত তথ্য
-
মাইক্রোসফট:
-
বিশ্বে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছাড়াল।
-
রাজস্ব: ৭৬.৪ বিলিয়ন ডলার
-
মাইলফলক অর্জন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নির্মাতা এনভিডিয়ার পর।
-
-
এনভিডিয়া:
-
প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে।
-
এক বছরের মধ্যে বাজারমূল্য তিনগুণ বৃদ্ধি।
-
মাইলফলক অর্জনের তারিখ: ৯ জুলাই
-

0
Updated: 2 weeks ago