ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত?
A
ইরাক ও সিরিয়া
B
জর্ডান ও ইসরায়েল
C
ইরান ও কুয়েত
D
তুরস্ক ও লেবানন
উত্তরের বিবরণ
ডেড সি (Dead Sea)
-
অন্য নাম: লবণ সাগর
-
অবস্থান: দক্ষিণ-পশ্চিম এশিয়া, জর্ডান ও ইসরায়েলের মধ্যবর্তী অঞ্চল
-
উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩০.৫ মিটার নিচে (পৃথিবীর সর্বনিম্ন স্থলভূমি)
-
লবণাক্ততা: সাধারণ সমুদ্রের তুলনায় প্রায় ১০ গুণ বেশি
-
প্রধান পানির উৎস: জর্ডান নদী
-
প্রাকৃতিক নিষ্কাশন: নেই; পানি প্রধানত বাষ্পীভবনের মাধ্যমে হারায়
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
বর্তমানে এশিয়ায় কতটি দেশ 'Least Developed Countries' হিসেবে স্বীকৃত?
Created: 1 month ago
A
৩২টি
B
৪৪টি
C
৬টি
D
৮টি
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ বলতে সেসব দেশ বুঝায় যেগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন অপর্যাপ্ত।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।
- বাংলাদেশ ২০২৬ সালে LDC থেকে উর্ত্তীণ হবে।

0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ-
Created: 3 weeks ago
A
টাঙ্গানিকা হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
বৈকাল হ্রদ
D
ভিক্টোরিয়া হ্রদ
বৈকাল হ্রদ দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত প্রজাতন্ত্র ও ইরকুতস্ক ওব্লাস্ট-এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ হিসেবে খ্যাত।
-
আয়তন অনুযায়ী বিশ্বে প্রথম, যদিও আয়তনের দিক থেকে নয়
-
পৃথিবীর মোট মিঠা পানির প্রায় ২২% বৈকাল হ্রদে সংরক্ষিত
-
উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকসের পানির পরিমাণ একত্র করলেও বৈকাল হ্রদ পূর্ণ করতে সক্ষম নয়
-
বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ
-
অত্যন্ত স্বচ্ছ (clearest) হ্রদ হিসেবে পরিচিত
অন্য উল্লেখযোগ্য হ্রদসমূহ:
-
ভিক্টোরিয়া হ্রদ: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার
-
টাঙ্গানিকা হ্রদ: বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ

0
Updated: 2 weeks ago
যুক্তরাজ্যের Secret Intelligence Service(SIS) কী নামে পরিচিত?
Created: 1 week ago
A
MI3
B
RI6
C
FI6
D
MI6
Secret Intelligence Service (SIS) হলো যুক্তরাজ্যের গোপন গোয়েন্দা সংস্থা, যা সাধারণত MI6 নামে পরিচিত।
-
এটি ১৯৯৪ সালের গোয়েন্দা পরিষেবা আইনের অধীনে বিধিবদ্ধভাবে প্রতিষ্ঠিত হয়।
-
MI6-এর বর্তমান ১৭তম প্রধান হলো রিচার্ড মুর।
-
সংস্থাটি যুক্তরাজ্যের অন্যান্য সরকারি বিভাগ, গোয়েন্দা সম্প্রদায় এবং শিল্প খাতে অংশীদারদের সাথে সমন্বয় করে কাজ করে।

0
Updated: 1 week ago