পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
উত্তরের বিবরণ
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।

0
Updated: 2 months ago
কোন চুক্তির মাধ্যমে Thirty years' war শেষ হয়েছিল?
Created: 1 week ago
A
ভার্সাই চুক্তি
B
লুজান চুক্তি
C
প্যারিস চুক্তি
D
ওয়েস্টফেলিয়া চুক্তি
ত্রিশ বছরের যুদ্ধ ছিল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের সিরিজ, যা ধর্মীয়, রাজবংশীয়, আঞ্চলিক এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতাসহ নানা কারণে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে সংঘটিত হয়।
-
যুদ্ধের ধ্বংসাত্মক অভিযান ইউরোপের বেশিরভাগ অংশ জুড়ে ছড়িয়ে পড়েছিল।
-
যুদ্ধ শেষ হয় ১৬৪৮ সালে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে, যা ইউরোপের মানচিত্রকে অপরিবর্তনীয়ভাবে পরিবর্তন করে।
ওয়েস্টফেলিয়া চুক্তি:
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৬৪৮ সালে, স্থান: ওয়েস্টফেলিয়া, জার্মানি।
-
স্বাক্ষরিত হয় প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে।
-
চুক্তির মাধ্যমে পবিত্র রোমান সাম্রাজ্যের ত্রিশ বছরের যুদ্ধ এবং স্পেন ও ডাচ প্রজাতন্ত্রের মধ্যে আশি বছরের যুদ্ধের অবসান ঘটে।
-
এটি ইউরোপের আর্থ-সামাজিক, ধর্ম এবং রাজনৈতিক পরিস্থিতি পুনঃসংগঠিত করার ভিত্তি স্থাপন করে।

0
Updated: 1 week ago
নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অংশ?
Created: 2 months ago
A
ইথিওপিয়া
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
উপরের সবগুলো
হর্ন অফ আফ্রিকা (Horn of Africa)
-
অবস্থান: পূর্ব আফ্রিকা
-
ভূগোল: আফ্রিকার মানচিত্রে উত্তর-পূর্ব অংশে শিং-এর মতো বর্ধিত অঞ্চল
-
অংশ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া
-
উপদ্বীপ: হর্নের কিছু অংশকে সোমালি উপদ্বীপও বলা হয়
-
প্রধান ভূ-অঞ্চল:
-
ইথিওপিয়ান মালভূমি (উচ্চভূমি)
-
ওগাডেন মরুভূমি
-
ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল
-
-
জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি
-
উপকূল: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর
-
ইতিহাস: দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
’শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 1 month ago
A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 1 month ago