A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
উত্তরের বিবরণ
উৎপাদক ও তথ্য:
-
কোম্পানি: ড্যাসল্ট অ্যাভিয়েশন (Dassault Aviation)
-
প্রথম উড্ডয়ন: ১৯৮৬
-
ফরাসি বিমান বাহিনীতে প্রবর্তন: ২০০৬
-
ফরাসি নৌবাহিনীতে প্রবর্তন: ২০০৪
-
ধরণ: Omnirole / মাল্টিরোল ফাইটার
-
প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী ও দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী অপারেশন, পারমাণবিক প্রতিরক্ষা
ভারতের সাথে সম্পর্ক:
-
২০২৫ সালের মে মাসে ভারত রাফাল বিমান ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ চালায়
-
ভারত বর্তমানে ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে
-
ফ্রান্স থেকে আরও ২৬টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে
প্রাসঙ্গিক বিষয়: আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি / সামরিক বিমান প্রযুক্তি
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন

0
Updated: 2 weeks ago
দুই নদীর মধ্যবর্তী সভ্যতা ছিল কোনটি?
Created: 3 days ago
A
গ্রিক সভ্যতা
B
পারস্য সভ্যতা
C
মেসোপটেমিয়া সভ্যতা
D
মিনীয় সভ্যতা
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
মেসোপটেমিয়া সভ্যতা
সাম্রাজ্যের পতন
No subjects available.
মেসোপটেমিয়া সভ্যতা
-
অবস্থান: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকা।
-
অর্থ: "মেসোপটেমিয়া" একটি গ্রিক শব্দ, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
-
প্রাচীনতম সভ্যতা: পৃথিবীর প্রাচীনতম নগর সভ্যতার অন্যতম।
-
ভৌগোলিক বিস্তার: বর্তমান ইরাকের বেশিরভাগ অঞ্চল, এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতের কিছু অংশ।
-
ধর্ম: বহুঈশ্বরবাদে বিশ্বাসী ছিল।
-
বিভাগ: উত্তর অংশ (অ্যাসেরীয়) ও দক্ষিণ অংশ (মেসোপটেমিয়া)।
মেসোপটেমীয় সভ্যতার পর্যায়
১. সুমেরীয় সভ্যতা
২. ব্যাবিলনীয় সভ্যতা
৩. অ্যাসেরীয় সভ্যতা
৪. ক্যালেডীয় সভ্যতা
অবদানসমূহ
🔹 সুমেরীয় সভ্যতা
-
পৃথিবীর প্রাচীনতম সভ্যতা।
-
চাকা আবিষ্কার (সবচেয়ে বড় অবদান)।
-
জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কার।
🔹 ব্যাবিলনীয় সভ্যতা
-
পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলন (হাম্মুরাবির আইন)।
-
সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন।
-
আইন প্রণয়ন ছিল প্রধান অবদান।
🔹 অ্যাসেরীয় সভ্যতা
-
বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করা।
-
সামরিক শক্তি, যুদ্ধবিদ্যা ও অস্ত্র তৈরিতে অবদান।
🔹 ক্যালেডীয় সভ্যতা
-
৭ দিনে সপ্তাহ গণনা শুরু।
-
প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি আবিষ্কার।
-
রাজা নেবুচাঁদনেজার এই সভ্যতা গড়ে তুলেছিলেন।
তুলনা
-
মেসোপটেমীয় সভ্যতা: নদীমাতৃক সভ্যতা (টাইগ্রিস ও ইউফ্রেটিস)।
-
গ্রিক সভ্যতা: সাগরমুখী সভ্যতা (Oceanian civilization)।
উৎস:
i) History.com
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 3 days ago
মার্কিন গৃহযুদ্ধের সময় কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
Created: 3 days ago
A
ইউলিসিস এস. গ্রান্ট
B
জন টাইলার
C
আব্রাহাম লিংকন
D
টমাস জেফারসন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আব্রাহাম লিংকন
মার্কিন যুক্তরাষ্ট্র
সাম্রাজ্যের পতন
No subjects available.
মার্কিন গৃহযুদ্ধ (American Civil War)
-
সংজ্ঞা: যুক্তরাষ্ট্রের দক্ষিণের ১১টি রাজ্য ও বাকি যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধ ইতিহাসে "আমেরিকার গৃহযুদ্ধ" নামে পরিচিত।
-
সময়কাল: ১২ এপ্রিল, ১৮৬১ – ২৬ মে, ১৮৬৫ (মোট প্রায় ৪ বছর)।
-
রাষ্ট্রপতি: আব্রাহাম লিংকন (১৬তম রাষ্ট্রপতি, দায়িত্বকাল: ১৮৬১ – ১৮৬৫, মৃত্যুর আগ পর্যন্ত)।
যুদ্ধের মূল কারণ
-
দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে তীব্র মতবিরোধ।
-
উত্তরাঞ্চল: দাসপ্রথা বিলোপের পক্ষে।
-
দক্ষিণাঞ্চল: অর্থনীতির জন্য দাসপ্রথার উপর নির্ভরশীল।
-
১৮৬০ সালে দাসপ্রথাবিরোধী রিপাবলিকান নেতা আব্রাহাম লিংকনের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দক্ষিণের ১১টি রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়।
-
প্রশ্ন ছিল—দক্ষিণাঞ্চল কি স্বাধীনভাবে দাসপ্রথা চালিয়ে যেতে পারবে, নাকি কেন্দ্রীয় সরকারের নীতি মানতে বাধ্য হবে।
গুরুত্বপূর্ণ ঘটনা
-
১৮৬১: সাউথ ক্যারোলিনার ফোর্ট সামটার (Fort Sumter) আক্রমণের মাধ্যমে গৃহযুদ্ধের সূচনা।
-
১৮৬৩: আব্রাহাম লিংকনের Emancipation Proclamation—কনফেডারেট রাজ্যগুলোতে দাসদের মুক্ত ঘোষণা করা হয়। এর ফলে যুদ্ধের লক্ষ্য দাসপ্রথা বিলোপের দিকে মোড় নেয়।
-
১৮৬৫ (এপ্রিল): ভার্জিনিয়ার Appomattox Court House-এ কনফেডারেট জেনারেল রবার্ট ই. লি ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে যুদ্ধ কার্যত সমাপ্ত হয়।
উৎস:
i) Encyclopaedia Britannica
ii) BBC

0
Updated: 3 days ago
’শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 2 weeks ago
A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আলোচিত গেরিলা ও রাজনৈতিক দল
বিভিন্ন গেরিলা ও রাজনৈতিক দল
No subjects available.
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago