বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দেশে?
A
জাপানে
B
সিরিয়ায়
C
যুক্তরাষ্ট্র
D
ইরানে
উত্তরের বিবরণ
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ
-
তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫
-
স্থান: হিরোশিমা, জাপান
-
বোমার নাম: লিটল বয় (Little Boy)
-
বিমান: Enola Gay (যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর B-29 বোমারু বিমান)
-
ধ্বংসযজ্ঞ: আনুমানিক ৭০,০০০–৮০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত
-
অস্ত্রের ধরণ: ইউরেনিয়াম-২৩৫ ভিত্তিক পারমাণবিক বোমা
দ্বিতীয় পারমাণবিক হামলা:
-
তারিখ: ৯ আগস্ট, ১৯৪৫
-
স্থান: নাগাসাকি, জাপান
-
বোমার নাম: ফ্যাটম্যান (Fat Man)
-
ফলাফল: জাপান ১৫ আগস্ট, ১৯৪৫ সালে আত্মসমর্পণ করে।
-
গুরুত্ব: হিরোশিমা ও নাগাসাকি হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি পুনর্বিবেচনার পথ খুলে দেয়।
উৎস: Britannica

0
Updated: 2 months ago
'পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন' গ্রন্থের লেখক কে?
Created: 1 week ago
A
অধ্যাপক আব্দুর রাজ্জাক
B
অধ্যাপক আনিসুজ্জামান
C
অধ্যাপক নজরুল ইসলাম
D
অধ্যাপক যতীন সরকার
বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৫৫টির বেশি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন এবং বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
তাঁর প্রথম গ্রন্থ ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ প্রকাশিত হয় ১৯৮৫ সালে।
-
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ (২০০৫) তাঁর একটি গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচিত।
-
অধ্যাপক যতীন সরকার ‘সমাজ অর্থনীতি ও রাষ্ট্র’ নামে তত্ত্বমূলক ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করতেন।
-
তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন।
-
লেখক হিসেবে তিনি পেয়েছেন বিভিন্ন সম্মাননা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
স্বাধীনতা পুরস্কার (২০১০)
-
বাংলা একাডেমি সাহিত্য পদক (২০০৭)
-
প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার (২০০৫), বিশেষ করে ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য
-
-
এছাড়া তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
গত ১৩ আগস্ট, ২০২৫ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক যতীন সরকারের মৃত্যু ঘটে।

0
Updated: 1 week ago
'মোসাদ' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 weeks ago
A
ফিলিস্তিন
B
ইসরাইল
C
ইরান
D
জার্মানি
মোসাদ হলো ইসরায়েলের প্রধান জাতীয় গোয়েন্দা সংস্থা, যা তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থার মধ্যে গণ্য।
-
গঠন: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা: ডেভিড বেন গুরিয়ন
-
সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল
-
মূল কার্যক্রম: তথ্য সংগ্রহ, গোপন অভিযান, সন্ত্রাসবাদ দমন
-
প্রশাসনিক কাঠামো: এর পরিচালক সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন
-
বিশ্বে স্থান: বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম

0
Updated: 2 weeks ago
ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম কী?
Created: 1 week ago
A
মেটিস এম-১
B
রেড এ্যারো-৮
C
ফাত্তাহ-১
D
HGV-202F
ফাত্তাহ-১ হলো একটি হাইপারসনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স (IRGC AF) দ্বারা নির্মিত।
-
এটি ৬ জুন, ২০২৩ সালে তেহরানে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে উন্মোচিত হয়।
-
ফাত্তাহ-১ ইরানের হাইপারসনিক অস্ত্র বিভাগের প্রথম ক্ষেপণাস্ত্র, যা দেশের কৌশলগত ক্ষেপণাস্ত্র ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।
অন্যান্য দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে:
-
মেটিস এম-১, রেড এ্যারো-৮ – বাংলাদেশ
-
HGV-202F – ভিয়েতনাম

0
Updated: 1 week ago