A
ইসরায়েল
B
ইরান
C
মিশর
D
সৌদি আরব
উত্তরের বিবরণ
সাভাক (SAVAK)
-
সাভাক ছিল ইরানের একটি গোয়েন্দা সংস্থা।
-
প্রতিষ্ঠা হয়েছিল মোহাম্মদ রেজা শাহের শাসনামলে।
-
বিলুপ্তি হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর।
অন্য কিছু দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা:
-
যুক্তরাষ্ট্র: CIA, DIA, FBI
-
ভারত: RAW, CBI
-
পাকিস্তান: ISI, FIA
-
ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
‘ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি’ কোন দেশের পার্লামেন্টের নাম?
Created: 1 week ago
A
কাতার
B
ইরাক
C
কুয়েত
D
ইরান

0
Updated: 1 week ago
ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কবে?
Created: 2 weeks ago
A
১৯৭৪ সালে
B
১৯৮২ সালে
C
২০০১ সালে
D
১৯৮৫ সালে
ভারতের পারমাণবিক পরীক্ষা
-
প্রথম পরীক্ষা (Smiling Buddha)
-
তারিখ: ১৮ মে, ১৯৭৪
-
স্থান: পোখরান টেস্টিং সাইট, রাজস্থান
-
সরকারি দাবি: শান্তিপূর্ণ উদ্দেশ্যে (মাটি সরানো, খননকাজ, খাল খনন)
-
বাস্তবতা: ১৯৯৭ সালে দলের প্রধান রাজা রামান্না স্বীকার করেন যে এটি আসলে একটি অস্ত্র পরীক্ষা ছিল
-
-
দ্বিতীয় বড় পরীক্ষা
-
তারিখ: মে ১৯৯৮, একই পোখরান সাইটে
-
পরীক্ষার সংখ্যা: ৫টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা
-
ফলাফল: ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে
-
উৎস: Arms Control Association

0
Updated: 2 weeks ago
হিটলারের শাসনামলে 'গোপন পুলিশ বাহিনী' হিসেবে পরিচিত ছিল—
Created: 2 weeks ago
A
এস.এস
B
সীমান্ত বাহিনী
C
স্টর্ম ট্রুপার
D
গেস্টাপো
অ্যাডলফ হিটলার
-
জন্ম: এপ্রিল ১৮৮৯, ব্রাউনাউ, অস্ট্রিয়া।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
পদ: জার্মানির চ্যান্সেলর (১৯৩৩–১৯৪৫)।
-
উক্তি: “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন”।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago