OPCW’ এর পূর্ণরূপ-
A
Organization for The preservation of weather
B
Organization for the Prohibition of Chemical Weapons
C
Organization for protection of Chemical Weapons
D
Organization for the Prohibition of Cost Wealth
উত্তরের বিবরণ
OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
-
প্রতিষ্ঠা: ২৯ এপ্রিল, ১৯৯৭
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড
-
সমর্থনকারী দেশ: ১৯৩ টি
-
অ-স্বাক্ষরকারী: দক্ষিণ সুদান, মিশর, উত্তর কোরিয়া
-
বিশেষ তথ্য: ইসরাইল স্বাক্ষর করেছে, কিন্তু চূড়ান্ত অনুমোদন দেয়নি। বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়।
-
অর্জন: ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
উৎস: OPCW ওয়েবসাইট

0
Updated: 2 months ago
গোবি মরুভূমি কোন দুইটি দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
ভারত ও নেপাল
B
মঙ্গোলিয়া ও চীন
C
মঙ্গোলিয়া ও রাশিয়া
D
চীন ও পাকিস্তান
গোবি মরুভূমি
-
অবস্থান: এশিয়া, চীনের উত্তর ও উত্তরপূর্ব এবং মঙ্গোলিয়ার দক্ষিণ অংশ
-
বিশ্বের অবস্থান: পঞ্চম বৃহত্তম মরুভূমি
-
ধরন: প্রধানত পাথুরে ও খরাময়, বালির চেয়ে কঙ্কর ও পাথরের আধিক্য
-
ভূগঠন: সমতল থেকে কিছুটা উঁচু এবং পার্বত্য এলাকা
-
বিশেষত্ব: এশিয়ার বৃহত্তম মরুভূমি
অন্যান্য বিখ্যাত মরুভূমি ও অবস্থান:
-
থর মরুভূমি: ভারত ও পাকিস্তান
-
মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র
-
সাহারা মরুভূমি: আফ্রিকা
-
গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া

0
Updated: 2 months ago
‘Piecing together the poverty puzzle’ শীর্ষক প্রতিবেদনটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
Created: 1 month ago
A
UN
B
World Bank
C
World Energy Foundation
D
UNSD
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক ।
অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.

0
Updated: 1 month ago
ব্রিকসের সর্বশেষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
ভারত
B
ব্রাজিল
C
দক্ষিণ আফ্রিকা
D
চীন
BRICS হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট, যা প্রধানত emerging economies-এর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গঠিত।
-
পূর্ণরূপ: Brazil, Russia, India, China, South Africa
-
পূর্বনাম: BRIC
-
সদরদপ্তর: নেই
-
বর্তমান সদস্য দেশ [আগস্ট, ২০২৫ অনুযায়ী]: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া
-
সর্বশেষ সম্মেলন: ১৭তম BRICS সম্মেলন, ৬-৭ জুলাই, ২০২৫, রিও ডি জেনেইরো, ব্রাজিল
পর্যবেক্ষক দেশসমূহ
-
আলজেরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম
-
তারা BRICS-এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মতামত বা সহযোগিতা প্রদান করে
উৎস:

0
Updated: 3 weeks ago