সাভাক (SAVAK) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
A
ইসরায়েল
B
ইরান
C
মিশর
D
সৌদি আরব
উত্তরের বিবরণ
সাভাক (SAVAK)
-
সাভাক ছিল ইরানের একটি গোয়েন্দা সংস্থা।
-
প্রতিষ্ঠা হয়েছিল মোহাম্মদ রেজা শাহের শাসনামলে।
-
বিলুপ্তি হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর।
অন্য কিছু দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা:
-
যুক্তরাষ্ট্র: CIA, DIA, FBI
-
ভারত: RAW, CBI
-
পাকিস্তান: ISI, FIA
-
ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman
উৎস: Britannica

0
Updated: 2 months ago
২০২৬ সালের FIFA বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কয়টি?
Created: 1 month ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
আন্তর্জাতিক বিষয়াবলি
Federation Cup, World Cup, All away International Trophy and Challenge Cup
FIFA
আন্তর্জাতিক বিষয়াবলী
ফুটবল -Football
সাধারণ জ্ঞান
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।

0
Updated: 1 month ago
বিশ্বের চিনির ভান্ডার নামে কোন দেশটি পরিচিত?
Created: 2 months ago
A
ইন্দোনেশিয়া
B
গাম্বিয়া
C
কিউবা
D
প্যারাগুয়ে
কিউবার ভৌগলিক উপনাম
-
উপনাম: "বিশ্বের চিনি ভাণ্ডার"
-
কারণ:
-
বিশাল আখ চাষ
-
ঐতিহাসিক চিনি উৎপাদন ও রপ্তানি
-
দেশের অর্থনীতি মূলত চিনি ও আখ নির্ভর
-
-
প্রধান অর্থকরী ফসল: আখ
-
বিশেষত্ব:
-
উষ্ণ আবহাওয়া ও উর্বর মাটি আখ চাষের জন্য উপযোগী
-
১৮শ ও ১৯শ শতাব্দীতে বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ছিল
-
স্প্যানিশ উপনিবেশিক যুগে আখ চাষ ও ইউরোপে রপ্তানি শুরু
-
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
বর্তমানে সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষ দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চীন
B
হংকং
C
দক্ষিণ কোরিয়া
D
তাইওয়ান
সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ
-
বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ: তাইওয়ান
-
প্রধান কারণ: প্রযুক্তিগত অগ্রগতি, দক্ষ শ্রমশক্তি, এবং উচ্চ মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়া।
-
প্রধান প্রতিষ্ঠান: TSMC (Taiwan Semiconductor Manufacturing Company)
-
এটি বিশ্বের সবচেয়ে বড় ও উন্নত চিপ নির্মাতা।
-
গ্রাহকরা: অ্যাপল, এনভিডিয়া, কুয়ালকম, এএমডি, ইন্টেল, টেসলা ইত্যাদি।
-
TSMC একাই বিশ্বের ৫৬% এর বেশি কাস্টম চিপ উৎপাদন করে।
-
উৎস: World Population Review.

0
Updated: 2 months ago