A
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
B
কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
C
যুক্তরাষ্ট্র ,কানাডা, ও নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
ANZUS
-
পূর্ণরূপ: Australia, New Zealand, United States Security Treaty
-
ধরন: সামরিক জোট
-
প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর ১৯৫১
-
সদস্য সংখ্যা: ৩টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উৎস: ANZUS ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
IUCN নিচের কোন বিষয়ে কাজ করে?
Created: 2 weeks ago
A
জীববৈচিত্র্য সংরক্ষণ
B
আন্তর্জাতিক বাণিজ্য
C
চিকিৎসা গবেষণা
D
টেলিযোগাযোগ
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ১৯৪৮
-
সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
-
প্রকৃতি: আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষায় কাজ করে
প্রধান কাজসমূহ:
-
প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ প্রদান
-
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি
-
বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব নীতি গ্রহণে সহায়তা
-
জলবায়ু পরিবর্তন, বন রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া
উৎস: IUCN ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
Created: 2 weeks ago
A
ইয়াংসিকিয়াং নদী
B
আমুর নদী
C
হোয়াংহো নদী
D
মেকং নদী
ইয়াংসিকিয়াং (Yangtze River)
-
অবস্থান: এশিয়া, চীন
-
দৈর্ঘ্য: ৩,৯১৫ মাইল (৬,৩০০ কিমি)
-
বিশ্ব র্যাঙ্ক: পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী
-
উৎপত্তি: তিব্বতের মালভূমি
-
প্রবাহ: পশ্চিম থেকে পূর্ব চীনের উপত্যকা ধরে, পূর্ব চীন সাগরে পতিত
-
অববাহিকা বিস্তৃতি:
-
পশ্চিম থেকে পূর্ব: প্রায় ২,০০০ মাইল (৩,২০০ কিমি)
-
উত্তর থেকে দক্ষিণ: প্রায় ৬০০ মাইল (১,০০০ কিমি)
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 2 weeks ago
A
ফ্রান্স
B
ভারত
C
জার্মানি
D
পাকিস্তান
জার্মানির পারমাণবিক অবস্থান:
-
জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়।
-
এটি NPT (Non-Proliferation Treaty) এর সদস্য এবং তার নিরাপত্তা নির্ভর করে NATO ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাউনি/নিরাপত্তার ওপর।
-
জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে, তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের হাতে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উদাহরণ:
-
চীন (১৯৬৪)
-
ভারত (১৯৭৪, "Smiling Buddha")
-
পাকিস্তান (১৯৯৮)
উৎস: Britannica, The Daily Star।

0
Updated: 2 weeks ago