ANZUS- সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
A
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
B
কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
C
যুক্তরাষ্ট্র ,কানাডা, ও নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
ANZUS
-
পূর্ণরূপ: Australia, New Zealand, United States Security Treaty
-
ধরন: সামরিক জোট
-
প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর ১৯৫১
-
সদস্য সংখ্যা: ৩টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উৎস: ANZUS ওয়েবসাইট

0
Updated: 2 months ago
সামরিক ভাষায় WMD-এর পূর্ণরূপ কী?
Created: 3 weeks ago
A
Weapons of Modern Design
B
World Military Defense
C
World Medical Department
D
Weapons of Mass Destruction
WMD হলো Weapons of Mass Destruction, যা গণবিধ্বংসী অস্ত্র বোঝায়। সামরিক ভাষায় এটি এমন অস্ত্রকে নির্দেশ করে যা বৃহৎ পরিসরে ধ্বংস ও মানব জীবনের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় ১৯৩৭ সালে, বোমারু বিমানের ব্যাপক ধ্বংসের ক্ষমতা বর্ণনা করতে।
-
Weapons of Mass Destruction-এ অন্তর্ভুক্ত অস্ত্রসমূহ:
-
Nuclear Weapon (পারমাণবিক অস্ত্র)
-
Chemical Weapon (রাসায়নিক অস্ত্র)
-
Biological Weapon (জৈবিক অস্ত্র)
-
-
২০০৩ সালে WMD থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে আক্রমণ করেছিল
উৎস:

0
Updated: 3 weeks ago
বাসেল কনভেনশন গৃহীত হয় কবে?
Created: 3 weeks ago
A
১৯৮৬ সালে
B
১৯৮৯ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৭ সালে
বাসেল কনভেনশন হলো বিপদজনক বর্জ্যের দেশান্তর সীমান্ত চলাচল এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি।
বাসেল কনভেনশন সম্পর্কিত তথ্য:
-
পূর্ণনাম: The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৯, সুইজারল্যান্ডের বাসেল শহরে
-
কার্যক্রম শুরু: ৫ মে, ১৯৯২
-
বাংলাদেশকে অনুমোদন: ১৯৯৩

0
Updated: 2 weeks ago
রাফাল (Rafale) যুদ্ধবিমান কোন দেশের তৈরী?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
উৎপাদক ও তথ্য:
-
কোম্পানি: ড্যাসল্ট অ্যাভিয়েশন (Dassault Aviation)
-
প্রথম উড্ডয়ন: ১৯৮৬
-
ফরাসি বিমান বাহিনীতে প্রবর্তন: ২০০৬
-
ফরাসি নৌবাহিনীতে প্রবর্তন: ২০০৪
-
ধরণ: Omnirole / মাল্টিরোল ফাইটার
-
প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী ও দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী অপারেশন, পারমাণবিক প্রতিরক্ষা
ভারতের সাথে সম্পর্ক:
-
২০২৫ সালের মে মাসে ভারত রাফাল বিমান ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ চালায়
-
ভারত বর্তমানে ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে
-
ফ্রান্স থেকে আরও ২৬টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে
প্রাসঙ্গিক বিষয়: আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি / সামরিক বিমান প্রযুক্তি
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন

0
Updated: 2 months ago