ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ সম্পর্কিত প্রটোকল কোনটি?
A
কিয়েটো প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কার্টাগেনা প্রটোকল
D
মন্ট্রিল প্রটোকল
উত্তরের বিবরণ
মন্ট্রিল প্রটোকল
-
বিষয়: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ
-
গৃহীত: ১৯৮৭, মন্ট্রিয়াল, কানাডা
-
কার্যকর: ১৯৮৯
-
স্বাক্ষরকারী দেশ: ১৯৬টি, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত
-
বাংলাদেশ সমর্থন: ১৯৯০
অন্যান্য প্রটোকল ও চুক্তি:
-
কিয়োটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ
-
কার্টাজেনা প্রোটোকল: জৈব নিরাপত্তা সম্পর্কিত
-
নাগোয়া প্রটোকল: বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ
উৎস: UNEP ওয়েবসাইট

0
Updated: 2 months ago
সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে?
Created: 2 months ago
A
শ্রীলঙ্কা
B
মিয়ানমার
C
থাইল্যান্ড
D
তাইওয়ান
সোনালী প্যাগোডার দেশ ও অন্যান্য ভৌগলিক উপনাম
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
কারণ: অসংখ্য সোনালী প্যাগোডা ও স্তূপ, যা দেশটির ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।
-
উপাধি: Land of Golden Pagodas
-
অন্যান্য দেশের ভৌগলিক উপনাম
দেশ | ভৌগলিক উপনাম |
---|---|
কানাডা | লিলি ফুলের দেশ |
অস্ট্রেলিয়া | ক্যাঙ্গারুর দেশ |
ইরান | সিল্ক রুটের দেশ |
ইতালি | মার্বেলের দেশ |
তাইওয়ান | পঞ্চম ড্রাগনের দেশ |
জাম্বিয়া | তামার দেশ |
মিশর | পিরামিডের দেশ |
চীন | প্রাচীরের দেশ |
জাপান | ভূমিকম্পের দেশ |
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
জাতিসংঘে নিযুক্ত বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 week ago
A
সালাহউদ্দিন নোমান চৌধুরী
B
মুহাম্মদ আবদুল মুহিত
C
ইসমত জাহান
D
তৌহিদ হোসেন
জাতিসংঘ ও বাংলাদেশ:
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে সদস্যপদ লাভ করে। এই সদস্যপদ অর্জনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশ, এবং সদস্যপদ অনুমোদনের পরপরই দেশটিকে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ ও সংস্থায় সক্রিয়ভাবে যুক্ত করা হয়।
মূল তথ্যাবলি:
-
সদস্যপদ লাভের তারিখ: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
-
অধিবেশন: জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশন
-
সদস্যপদ ক্রম: ১৩৬তম
-
প্রথম জাতিসংঘ সংস্থা, যেখানে বাংলাদেশকে স্বাগত জানানো হয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
-
জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার: ০.০১ শতাংশ
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব:
-
বর্তমান স্থায়ী প্রতিনিধি: সালাহউদ্দিন নোমান চৌধুরী
-
১৬তম স্থায়ী প্রতিনিধি: মুহাম্মদ আবদুল মুহিত
বাংলাদেশের জাতিসংঘে ভূমিকা:
বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। এছাড়া দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) বাস্তবায়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশটি সক্রিয় ভূমিকা পালন করছে।

0
Updated: 1 week ago
কোন যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল?
Created: 2 weeks ago
A
ভিয়েতনাম যুদ্ধ
B
কোরীয় যুদ্ধ
C
পাক-ভারত যুদ্ধ
D
ইজরাইল- ফিলিস্তিন
কোরীয় যুদ্ধ শীতল যুদ্ধকালীন এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা কোরীয় উপদ্বীপকে উত্তর ও দক্ষিণে স্থায়ীভাবে বিভক্ত করে দেয়। এতে একদিকে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনপ্রাপ্ত উত্তর কোরিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
যুদ্ধকাল: ১৯৫০ থেকে ১৯৫৩ সাল।
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত)
-
-
জাতিসংঘের ভূমিকা:
-
৩ নভেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ “Uniting for Peace” প্রস্তাব গ্রহণ করে, যা শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
-
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

0
Updated: 2 weeks ago