A
১১৭নং
B
১২০নং
C
১১০নং
D
১১৫নং
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান:
-
সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদের ১ এবং ২ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা সন্নিবেশিত হয়েছে।
অন্যদিকে:
-
১১০ নং অনুচ্ছেদ – অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
১২০ নং অনুচ্ছেদ – নির্বাচন কমিশনের কর্মচারীগণ।
-
১১৫ নং অনুচ্ছেদ – অধস্তন আদালতে নিয়োগ।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
অষ্টম সংশোধনীতে সংবিধানের ৩০নং অনুচ্ছেদে কী ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়?
Created: 2 weeks ago
A
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
B
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া রাজনৈতিক সংগঠন গঠনে নিষেধাজ্ঞা
C
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশি খেতাব গ্রহণে নিষেধাজ্ঞা
D
৩০ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্রের খেতাব, পুরস্কার, অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
অষ্টম সংশোধনী:
-
অষ্টম সংশোধনী আইন ১৯৮৮ সালের ৭ জুন পাস হয়।
-
এর দ্বারা সংবিধানের ২, ৩, ৫, ৩০ ও ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
এই সংশোধনী আইনবলে:
-
ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়।
-
ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়।
-
সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
উল্লেখযোগ্য তথ্য:
-
পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ তার দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়েছে।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'আন্তর্জাতিক চুক্তি' সংক্রান্ত বিধান কোন অনুচ্ছেদে রয়েছে?
Created: 2 weeks ago
A
অনুচ্ছেদ ১৪৬ক
B
অনুচ্ছেদ ১৪৫ক
C
অনুচ্ছেদ ১৪৩ক
D
অনুচ্ছেদ ১৪২ক
আন্তর্জাতিক চুক্তি (অনুচ্ছেদ ১৪৫ক)
-
আন্তর্জাতিক চুক্তি, যা বিদেশের সঙ্গে সম্পাদিত হয়, রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে।
-
রাষ্ট্রপতি চুক্তি সংসদে পেশ করার ব্যবস্থা করবেন।
-
শর্ত হলো, জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে।
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ১৪৬: বাংলাদেশের নামে মামলা।
-
অনুচ্ছেদ ১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
Created: 1 month ago
A
১০ নং অনুচ্ছেদে
B
২১ (২) নং অনুচ্ছেদে
C
২৭ নং অনুচ্ছেদে
D
২৮ (২) নং অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রয়েছে।
অনুচ্ছেদ ২৮-এ স্পষ্টভাবে বলা হয়েছে:
-
২৮(১): কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানকে কেন্দ্র করে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র পক্ষপাত বা বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।
-
২৮(২): দেশের রাষ্ট্রীয় কাঠামো ও সামাজিক জীবনের প্রতিটি স্তরে নারী ও পুরুষের সমান অধিকার থাকবে।
-
২৮(৩): উপরের উল্লেখিত কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো নাগরিককে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কিংবা বিনোদন ও বিশ্রামের স্থান ব্যবহারে বাধা দেওয়া যাবে না।
-
২৮(৪): নারী ও শিশুদের কল্যাণ অথবা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রগতির লক্ষ্যে বিশেষ আইন প্রণয়নের ক্ষেত্রে সংবিধান কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
এছাড়াও আরও কিছু অনুচ্ছেদে নাগরিক অধিকার ও সমতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে:
-
অনুচ্ছেদ ১০: এখানে সমাজতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
-
অনুচ্ছেদ ২৭: প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান মর্যাদা এবং সুরক্ষার অধিকার রাখেন।
-
অনুচ্ছেদ ২১(২): প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব হলো সর্বদা জনগণের সেবা করা।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান

0
Updated: 1 month ago