'প্রশাসনিক ট্রাইব্যুনাল' গঠনের কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
A
১১৭নং
B
১২০নং
C
১১০নং
D
১১৫নং
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান:
-
সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদের ১ এবং ২ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা সন্নিবেশিত হয়েছে।
অন্যদিকে:
-
১১০ নং অনুচ্ছেদ – অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
১২০ নং অনুচ্ছেদ – নির্বাচন কমিশনের কর্মচারীগণ।
-
১১৫ নং অনুচ্ছেদ – অধস্তন আদালতে নিয়োগ।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'সংবিধানের প্রাধান্য' উল্লেখ করা হয়েছে?
Created: 4 weeks ago
A
৮ নং
B
৭ নং
C
৬ নং
D
৫ নং
সংবিধানের ৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
বাংলাদেশ সংবিধান:
-
অনুচ্ছেদ ৭(১): প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।
-
অনুচ্ছেদ ৭(২): জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন; এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তবে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।
সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ সমূহ:
১। প্রজাতন্ত্র
২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক। রাষ্ট্রধর্ম
৩। রাষ্ট্রভাষা
৪। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
৪ক। জাতির পিতার প্রতিকৃতি
৫। রাজধানী
৬। নাগরিকত্ব
৭। সংবিধানের প্রাধান্য

0
Updated: 4 weeks ago
সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 4 weeks ago
A
সকল নাগরিকের চাকুরি লাভের সুযোগ
B
সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
C
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
D
রাষ্ট্রপতির অভিসংশন
বাংলাদেশ সংবিধান অনুযায়ী সমতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধারা:
-
২৮ (২) নং অনুচ্ছেদ: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।
-
৫২ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির অভিসংশন প্রক্রিয়া।
-
৯৪ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের গঠন।

0
Updated: 4 weeks ago
বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
Created: 1 week ago
A
৯৫
B
৯৬
C
৯৭
D
৯৮
বাংলাদেশ সংবিধানের বিচার বিভাগ সম্পর্কিত প্রভাষটি মূলত সুপ্রীম কোর্ট এবং বিচারক নিয়োগ সংক্রান্ত বিধানকে বিস্তারিতভাবে নির্দেশ করে। সংবিধানের ষষ্ঠ ভাগে বিচারবিভাগ এবং প্রথম পরিচ্ছেদে সুপ্রিম কোর্টের কাঠামো ও ক্ষমতা সম্পর্কে উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ ৯৫ বিশেষভাবে বিচারক নিয়োগের নিয়ম নির্ধারণ করে।
• বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ৯৫: বিচারক-নিয়োগ
-
প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য বিচারক নিয়োগ দেবেন।
-
যে কোন ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক না হন, অথবা
-
সুপ্রিম কোর্টে কমপক্ষে ১০ বছর অ্যাডভোকেট হিসেবে অভিজ্ঞতা না রাখেন, অথবা
-
বাংলাদেশের সীমানার মধ্যে কমপক্ষে ১০ বছর কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করে থাকেন, অথবা
-
সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা পূরণ না করেন,
তবে তিনি বিচারকপদে নিয়োগের যোগ্য হবেন না।
-
-
এই অনুচ্ছেদে "সুপ্রীম কোর্ট" বলতে সংবিধান প্রবর্তনের পূর্বে বাংলাদেশের সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসেবে এখতিয়ার প্রয়োগ করেছিল, সেই আদালতও অন্তর্ভুক্ত।
• বিচার বিভাগ সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক-নিয়োগ
-
অনুচ্ছেদ ৯৬: বিচারকদের পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ
-
অনুচ্ছেদ ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ
-
অনুচ্ছেদ ৯৯: অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা
-
অনুচ্ছেদ ১০০: সুপ্রীম কোর্টের আসন
-
অনুচ্ছেদ ১০১: হাইকোর্ট বিভাগের এখতিয়ার
-
অনুচ্ছেদ ১০২: কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা

0
Updated: 1 week ago