বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ- [আগস্ট ২০২৫]
A
জাপান
B
জার্মানি
C
চীন
D
যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ (আগস্ট ২০২৫)
দেশ | নিট বৈদেশিক সম্পদ (Trillion YEN) | মন্তব্য |
---|---|---|
জার্মানি | ৫৬৯.৬৫ | বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ |
জাপান | ৫৩৩.০৫ | ৩৪ বছর ধরে শীর্ষ ঋণদাতা ছিল, এখন ২য় স্থানে নামেছে |
চীন | ৫১৬.২৮ | তৃতীয় স্থানে অবস্থান করছে |

0
Updated: 2 months ago
G-77 কোন অধিবেশনে প্রতিষ্ঠিত হয়েছিল?
Created: 3 weeks ago
A
WTO- এর প্রথম অধিবেশন
B
UNCTAD- এর প্রথম অধিবেশন
C
UNESCO- এর প্রথম অধিবেশন
D
FAO- এর প্রথম অধিবেশন
Group of 77 একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা ও বৈশ্বিক পর্যায়ে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উপস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৫ জুন, ১৯৬৪
-
প্রতিষ্ঠাস্থল: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)
-
প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন এবং জাতিসংঘে সমন্বিত অবস্থান প্রকাশ
-
প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ [আগস্ট ২০২৫], তবে নাম G-77 ঐতিহাসিক কারণে অপরিবর্তিত রাখা হয়েছে
-
বাংলাদেশ: ১৯৭৩ সালে সদস্যপদ লাভ করে
-
সাম্প্রতিক কার্যক্রম: ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে বৈশ্বিক বৈষম্য কমানোর আহ্বান জানানো হয়
অতিরিক্ত তথ্য হিসেবে উল্লেখযোগ্য,
-
প্রথমবারের মতো “Ministerial Meeting of the Group of 77” অনুষ্ঠিত হয় আলজিয়ার্স (আলজেরিয়া), ১০-২৫ অক্টোবর ১৯৬৭
-
ঐ সম্মেলনে Charter of Algiers গৃহীত হয়
-
এর ফলে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে এবং G-77 বিভিন্ন Chapter প্রতিষ্ঠা করে
উৎস:

0
Updated: 3 weeks ago
বিশ্ব বিখ্যাত গ্রন্থগার ’লাইব্রেরী অব কংগ্রেস’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
রাশিয়া
D
অস্ট্রেলিয়া
লাইব্রেরী অব কংগ্রেস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগার, যা গবেষণা ও তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত।
-
প্রতিষ্ঠা: ২৪ এপ্রিল ১৮০০; প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের অধীনে কংগ্রেসের গবেষণা গ্রন্থাগার হিসেবে
-
অবস্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ লাইব্রেরী:
-
দ্যা ব্রিটিশ লাইব্রেরি: লন্ডন, যুক্তরাজ্য
-
লাইব্রেরি অব কংগ্রেস: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
একাডেমি অব সায়েন্স: রাশিয়া
-
আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার: মিসর
উৎস:

0
Updated: 1 month ago
নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy) ন্যাটোর কোন অনুচ্ছেদে অলোকপাত করা হয়েছে?
Created: 1 week ago
A
অলোকপাত
B
অনুচ্ছেদ ১৪
C
অনুচ্ছেদ ১০
D
অনুচ্ছেদ ৫
ন্যাটো (NATO) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যার পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization।
ন্যাটো:
-
সংস্থাটি ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়।
-
ন্যাটোর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
-
বর্তমান মহাপরিচালক: Mark Rutte (আগস্ট ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠার সময় ন্যাটোর প্রাথমিক সদস্য সংখ্যা ১২টি দেশ ছিল। পরবর্তীতে আরও দেশ যোগ হওয়ায় সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
-
ন্যাটোর দুইটি মুসলিম দেশ: তুরস্ক (১৯৫২) এবং আলবেনিয়া (২০০৯)।
-
সর্বশেষ, ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য হিসেবে যোগ দেয়।
-
বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩২টি।
-
ন্যাটোর অনুচ্ছেদ-১০ অনুযায়ী Open Door Policy বা নতুন সদস্য অন্তর্ভুক্তি নীতি কার্যকর, যার অধীনে নতুন রাষ্ট্র ন্যাটোতে যোগ দিতে পারে।

0
Updated: 1 week ago